ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

খালেদার মুক্তির আন্দোলন করতে না পেরে আমরা লজ্জিত ॥ নজরুল

প্রকাশিত: ১০:১৮, ১০ ফেব্রুয়ারি ২০২০

  খালেদার মুক্তির  আন্দোলন করতে  না পেরে আমরা  লজ্জিত ॥  নজরুল

স্টাফ রিপোর্টার ॥ সরকারের বাধার কারণে আইনী প্রক্রিয়ায় কারাবন্দী বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার মুক্তি সম্ভব হচ্ছে না বলে অভিযোগ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও ২০ দলীয় জোটের সমন্বয়ক নজরুল ইসলাম খান। তিনি বলেন, খালেদা জিয়ার মুক্তির আন্দোলন করতে না পেরে আমরা লজ্জিত। রবিবার দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে খালেদা জিয়ার মুক্তির দাবিতে ২০ দলীয় জোট আয়োজিত প্রতিবাদ সমাবেশে সভাপতির বক্তব্যে তিনি এ অভিযেগ করেন। নজরুল বলেন, বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া গুরুতর অসুস্থ। কিন্তু তাকে মুক্তি দিচ্ছে না সরকার। তিনি সুচিকিৎসা থেকেও বঞ্চিত। আমরা অবিলম্বে তার মুক্তি চাই। তিনি বলেন, দেশের চিকিৎসকদের আমরা অযোগ্য বলছি না, তবে একজন নাগরিক নিজের পছন্দের চিকিৎসকের কাছে চিকিৎসা সেবা পেতেই পারেন। কিন্তু এক্ষেত্রে বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়াকে বঞ্চিত করা হচ্ছে। নজরুল ইসলাম বলেন, খালেদা জিয়াকে অন্যায়ভাবে কারাগারে আটক করে রাখা হয়েছে। খালেদা জিয়ার বিরুদ্ধে যে অভিযোগ আনা হয়েছে তা সত্য নয়। খালেদা জিয়ার ২ কোটি টাকা এখন ৮ কোটি টাকায় পরিণত হয়েছে। এর একটি টাকাও তছরুপ হয়নি। খালেদার মুক্তির দাবিতে ছাত্রদলের মিছিল কারাবন্দী বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার মুক্তির দাবিতে রাজধানীতে বিক্ষোভ মিছিল করেছে ছাত্রদল। রবিবার দুপুরে নয়াপল্টন বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ঢাকা মহানগর পূর্ব ছাত্রদলের নেতাকর্মীরা এ মিছিল করেন। ঢাকা মহানগর পূর্ব ছাত্রদলের সাবেক আহ্বায়ক মহিউদ্দিন মহিনের নেতৃত্বে বিক্ষোভ মিছিলটি বিএনপি কার্যালয়ের সামনে থেকে শুরু হয়ে স্কাউট ভবন হয়ে আবার বিএনপি কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। এ সময় তারা খালেদা জিয়ার মুক্তির দাবিতে বিভিন্ন স্লোগান দেন।
×