ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

নাটোরে ২২ ছাত্রের চুল কেটে দেয়ায় প্রধান শিক্ষক সাসপেন্ড

প্রকাশিত: ১০:০১, ১০ ফেব্রুয়ারি ২০২০

  নাটোরে ২২ ছাত্রের চুল কেটে দেয়ায় প্রধান শিক্ষক  সাসপেন্ড

নিজস্ব সংবাদদাতা, নাটোর, ৯ ফেব্রুয়ারি ॥ বড়াইগ্রাম উপজেলার জোয়াড়ী উচ্চ বিদ্যালয়ের বিভিন্ন শ্রেণীর ২২ শিক্ষার্থীর মাথার চুল কর্তন ও অর্থ আত্মসাতসহ নানা অনিয়মের কারণে প্রধান শিক্ষক সেকেন্দার আলীকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। রবিবার দুপুর আড়াইটার দিকে বিদ্যালয়ে অধ্যয়নরত শিক্ষার্থী ও অভিভাবকদের অভিযোগের প্রেক্ষিতে বিদ্যালয় পরিদর্শনে গিয়ে ওই প্রধান শিক্ষককে সাময়িক বরখাস্ত করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আনোয়ার পারভেজ। এ সময় প্রধান শিক্ষকের বিরুদ্ধে অর্থ আত্মসাত, দায়িত্বে ফাঁকি দেয়াসহ কিছু অভিযোগের প্রমাণ পান উপজেলা নির্বাহী কর্মকর্তা। ভুক্তভোগী শিক্ষার্থীরা ও অভিভাবকরা, সোমবার বিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়ে বাৎসরিক শিক্ষা সফরে যাওয়ার পরিকল্পনা নেয়া হয়। এ জন্য প্রধান শিক্ষক ছাত্রদের মাথার চুল কাটতে বলেন কিন্তু রবিবার বিদ্যালয়ে অধিকাংশ শিক্ষার্থী মাথার চুল কর্তন করে না আসায় ক্ষিপ্ত হয়ে ওঠেন প্রধান শিক্ষক সেকেন্দার আলী। পরে তিনি নিজেই বিদ্যালয়ে অধ্যয়নরত বিভিন্ন ক্লাসের ২২ ছাত্রের মাথার চুল কর্তন করে দেন। বিষয়টি জানতে পেরে অভিভাবকরা বিদ্যালয়ে এসে প্রধান শিক্ষককে অবরুদ্ধ করে রাখেন। এ সময় খবর পেয়ে বড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সঙ্গীয় পুলিশ ফোর্সসহ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা আনোয়ার পারভেজ ও উপজেলা শিক্ষা কর্মকর্তা আব্দুর রউফ ঘটনাস্থলে এসে প্রধান শিক্ষক সেকেন্দার আলীর বিরুদ্ধে নানা অভিযোগের সত্যতা পাওয়ায় তাকে সাময়িক বরখাস্ত করেন। নীলফামারী স্টাফ রিপোর্টার নীলফামারী থেকে জানান, ভুল প্রবেশপত্র দিয়ে পরীক্ষায় অংশগ্রহণের জন্য চাপ সৃষ্টি করায় এসএসসি পরীক্ষার্থী তৃষ্ণা রায়ের (১৪) আত্মহত্যা প্ররোচনার মামলায় গ্রেফতার হয়েছে নীলফামারীর ডোমার উপজেলার মাহিগঞ্জ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) সিরাজুল ইসলাম। রবিবার দুপুর আড়াইটার দিকে ডোমার থানা পুলিশ স্কুল ক্যাম্পাস থেকে তাকে গ্রেফতার করে। প্রধান শিক্ষকের গ্রেফতারের বিষয়টি সাংবাদিকদের কাছে নিশ্চিত করেন ওসি। তিনি বোড়াগাড়ি ইউনিয়নের বাকডোকরা গ্রামের ইউসুফ আলীর ছেলে। এর আগে ওই স্কুলের শিক্ষার্থীরা ক্লাস বর্জন করে গত কয়েকদিন ধরে প্রধান শিক্ষককে গ্রেফতারসহ বিচারের দাবি তুলে সড়ক অবরোধ বিক্ষোভ ও মানববন্ধন কর্মসূচী পালন করে আসছিল। রবিবারও দুই ঘণ্টাব্যাপী শিক্ষার্থীদের ওই কর্মসূচী চলাকালে প্রধান শিক্ষককে গ্রেফতার করা হয় বলে শিক্ষার্থী ও এলাকাবাসী জানায়। এদিকে এ দিন বিকেলে দিনাজপুর শিক্ষা বোর্ডের সচিব আমিনুল হক সরকারের একটি আদেশে ডোমার উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহিনা শবনম উক্ত প্রধান শিক্ষককে চাকরি থেকে সাময়িক বরখাস্ত করা হয়েছে বলে নিশ্চিত করেন।
×