ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

খুলনায় মোটরসাইকেলের ধাক্কায় স্কুলছাত্রী নিহত

প্রকাশিত: ১০:০১, ১০ ফেব্রুয়ারি ২০২০

 খুলনায় মোটরসাইকেলের ধাক্কায় স্কুলছাত্রী  নিহত

স্টাফ রিপোর্টার, খুলনা অফিস ॥ দ্রুতগামী মোটরসাইকেলের ধাক্কায় আখিরুন খাতুন (১৩) নামে এক স্কুলছাত্রী নিহত হয়েছে। রবিবার বেলা ১১টার দিকে স্কুলে যাওয়ার পথে ডুমুরিয়া উপজেলার ধামালিয়া ইউনিয়নের কাটেঙ্গা মাদ্রাসার নিকটে এই দুর্ঘটনা ঘটে। নিহত ওই ছাত্রী কাছারি বাড়ি মাধ্যমিক বিদ্যালয়ের সপ্তম শ্রেণীতে পড়ালেখা করত। সে কাটেঙ্গা গ্রামের প্রবাসী আলমগীর হোসেনের একমাত্র মেয়ে। স্থানীয়রা ও পুলিশ জানায়, কাটেঙ্গা গ্রামের আলমগীর হোসেনের মেয়ে আখিরুন সকালে বিদ্যালয়ে যাচ্ছিল। দিনাজপুরে যুবক স্টাফ রিপোর্টার দিনাজপুর থেকে জানান, শহরে সড়ক দুর্ঘটনায় রাকিব হোসেন (২৫) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে। রবিবার দুপুরে শহরের হাউজিং মোড়ে এই দুর্ঘটনা ঘটে। নিহত রাকিব হোসেন জেলার চিরিরবন্দর উপজেলার ভিয়াইল ইউনিয়নের ভাবকি গ্রামের দুলাল হোসেনের ছেলে। জানা গেছে, দিনাজপুর-গোবিন্দগঞ্জ মহাসড়ক ৪ লেনে উন্নীতকরণে শহরের হাউজিং মোড়ের রাস্তার দু’পাশে গাছ কাটার কাজ চলছিল। দুপুরে রাস্তার ওপরে ফেলে রাখা গাছের একটি গুড়ির সঙ্গে ধাক্কা লেগে মোটরসাইকেলসহ রাস্তায় পড়ে যায় রাকিব হোসেন। চরফ্যাশনে আহত ২০ নিজস্ব সংবাদদাতা চরফ্যাশন থেকে জানান, ভোলার দক্ষিআইচা থেকে চরফ্যাশনগামী তাওয়াক্কাল নামের একটি বাস রবিবার দুপুরে পাটোওয়ারী বাড়ির নিকটে বালিবাহী একটি ট্রাককে পাশ কাটতে গিয়ে সড়কের পাশে খাদে পড়ে যায়। এতে ১৫-২০ যাত্রী আহত হয়েছে। এ সময় আহতদের উদ্ধার করতে আসা ফায়ার সার্ভিসের গাড়ি দুর্ঘটনাস্থলে দাঁড়িয়ে থাকা একটি অটো বোরাককে ধাক্কা দিলে এসএসসি পরীক্ষার্থীসহ তিনজন আহত হয়। আড়াইহাজারে আহত যুবকের মৃত্যু স্টাফ রিপোর্টার নারায়ণগঞ্জ থেকে জানান, আড়াইহাজারে সিএনজি অটোরিক্সার ধাক্কায় আহত যুবক আলী হোসেন (৩৫) দুদিন পর রবিবার সকালে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে মারা গেছেন। এ ঘটনায় তার স্ত্রী ঝর্ণা বেগম গুরুতর আহত অবস্থায় একই হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। শুক্রবার সন্ধ্যায় উপজেলার জোলাপাড়ার দক্ষিণপাড়া এলাকায় স্বামী-স্ত্রী গুরুতর আহত হন।
×