ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

বারি পরিদর্শনে কানাডার বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধি দল

প্রকাশিত: ০৯:৫৮, ১০ ফেব্রুয়ারি ২০২০

 বারি পরিদর্শনে কানাডার  বিশ্ববিদ্যালয়ের  প্রতিনিধি দল

স্টাফ রিপোর্টার, গাজীপুর ॥ কানাডার সাচকাচুয়ান বিশ্ববিদ্যালয়ের একটি প্রতিনিধি দল রবিবার গাজীপুরের বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট (বারি) পরিদর্শন করেছে। ১১ সদস্যের ওই প্রতিনিধি দলের নেতৃত্ব দেন গ্লোবাল ইনস্টিটিউট ফর ফুড সিকিউরিটির (জিআইএফএস) চীফ অপারেটিং অফিসার স্টিভ ভিসচার। প্রতিনিধি দলটি বারির কর্মকর্তা ও বিজ্ঞানীদের সঙ্গে বারির সেমিনার কক্ষে বৈঠক করেন। এতে স্বাগত বক্তব্য রাখেন ইনস্টিটিউটের মহাপরিচালক ড. মোঃ আব্দুল ওহাব। সভায় মাল্টিমিডিয়া প্রদর্শনের মাধ্যমে ইনস্টিটিউটের বিভিন্ন কার্যক্রম, অগ্রগতি ও সাফল্য তুলে ধরেন উদ্ভিদ শারীরতত্ত্ব বিভাগের মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ড. দিলোয়ার আহমদ চৌধুরী। এ সময় অন্যদের মধ্যে বারির পরিচালক (প্রশিক্ষণ ও যোগাযোগ) ড. মোঃ মিয়ারুদ্দীন, পরিচালক (পরিকল্পনা ও মূল্যায়ন) ড. মোঃ নাজিরুল ইসলামসহ বিভিন্ন বিভাগের প্রধান, বিজ্ঞানী ও কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। এর আগে প্রতিনিধি দলটি বারির সদর দফতরের সামনে এসে পৌঁছালে ইনস্টিটিউটের মহাপরিচালক ড. মোঃ আব্দুল ওহাব ও পরিচালকবৃন্দ তাদের স্বাগত জানান।
×