ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

পাবনায় সিমেন্ট ব্যবসায়ীকে পিটিয়ে হত্যা

প্রকাশিত: ০৯:৫৭, ১০ ফেব্রুয়ারি ২০২০

পাবনায় সিমেন্ট ব্যবসায়ীকে  পিটিয়ে হত্যা

নিজস্ব সংবাদদাতা, পাবনা, ৯ ফেব্রুয়ারি ॥ সিমেন্ট ব্যবসায়ী মহাদেব সরকারকে কুপিয়ে হত্যা করেছে সন্ত্রাসীরা। সাঁথিয়া উপজেলার করমজা ইউনিয়নের বাওইখোলা গ্রামে শনিবার রাতে এ ঘটনা ঘটেছে। নিহত মহাদেব সরকার বাওইখোলা গ্রামের মৃত নিতাই সরকারের ছেলে। এলাকাবাসী জানিয়েছে, শুক্রবার রাতে মহাদেব সরকার পুন্ডুরিয়া বাজারের তার সিমেন্ট দোকান বন্ধ করে বাড়ির উদ্দেশে রওনা হন। তিনি বাড়ির নিকটে পৌঁছালে ৭-৮ জনের দুর্বৃত্তদল মহাদেব সরকারকে ঘিরে ধরে আক্রমণ চালালে তাদের সঙ্গে ধস্তাধস্তি হয়। একপর্যায়ে দুর্বৃত্তরা তার বুকে পেটে ধারালো অস্ত্র দিয়ে কোপাতে থাকে। এ সময় তার চিৎকারে বাড়ির লোকজনসহ প্রতিবেশীরা এগিয়ে গেলে দুর্বৃত্তরা পালিয়ে যায়। তাকে গুরুতর অবস্থায় বেড়া উপজেলা স্বাস্থকেন্দ্রে নেয়া হলে তার মৃত্যু ঘটে। মীরসরাইয়ে যুবক নিজস্ব সংবাদদাতা মীরসরাই থেকে ॥ চট্টগ্রামের মীরসরাইয়ে ছুরিকাঘাতে এক যুবক খুন হয়েছেন। নিহতের নাম রাকিব হোসেন (২২)। তিনি জোরারগঞ্জ থানাধীন হিঙ্গুলী ইউনিয়নের আজম নগর গ্রামের ছুনু মিয়ার ছেলে। নিহত রাকিব রাজমিস্ত্রির কাজ করতেন। শনিবার সন্ধ্যা সাড়ে ৭টায় মীরসরাইয়ের জোরারগঞ্জ থানাধীন ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক ও রেল লাইনের মাঝামাঝি বারইয়ারহাট কমফোর্ট হাসপাতালের পেছনে এ হত্যাকা-র ঘটনা ঘটে। জানা গেছে, ঘটনার সময় রাকিব বাড়ি থেকে বারইয়ারহাট আসছিল। পথিমধ্যে তার পরিচিতি স্থানীয় ইসলামপুর গ্রামের আশ্রাফুল আলমের সঙ্গে রাকিবের দেখা হলে পূর্বশত্রুতার জেরধরে তাদের মধ্য বাকবিতন্ডা হয়। এ সময় আশ্রাফুল রাকিবের পেটে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। পরে রাকিবের চিৎকার শুনে স্থানীয়রা তাকে উদ্ধার করে পাশের কমফোর্ট হাসাপাতালে নেয়। সেখান চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পিরোজপুরে যুবকের লাশ উদ্ধার নিজস্ব সংবাদদাতা পিরোজপুর থেকে জানান, নাজিরপুর উপজেলায় ভগ্নিপতির বাড়িতে বেড়াতে এসে নিখোঁজের তিনদিন পর বাবুল মন্ডল নামে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার রাত ৯টার দিকে উপজেলার মাটিভাঙ্গা ইউনিয়নের পশ্চিম চর বানিয়ারী গ্রামের মাঠ থেকে তার লাশ উদ্ধার করা হয়। বাবুুল মন্ডল বাগেরহাট সদর উপজেলার হালিশহর গ্রামের বাসুদেব মন্ডলের ছেলে। নিহতের ভগ্নিপতি মহানন্দ মধু জানান, ২৯ জানুয়ারি মহানন্দের বাড়ি বানিয়ারী গ্রামে বেড়াতে আসেন বাবুল। বৃহস্পতিবার সন্ধ্যায় মোবাইলে কথা বলতে বলতে তিনি বাড়ি থেকে বের হয়ে আর ফিরে আসেননি। অনেক খোঁজাখুঁজির পর শনিবার দুপুরে নাজিরপুর থানায় তিনি একটি সাধারণ ডায়েরি করেন। চট্টগ্রামে যুবক স্টাফ রিপোর্টার চট্টগ্রাম অফিস জানান, চট্টগ্রাম মহানগরীর দেওয়ানহাট ওভার ব্রিজের নিচে রেল লাইনের পাশ থেকে উদ্ধার করা হয়েছে অজ্ঞাতপরিচয় এক যুবকের মরদেহ। আনুমানিক ২৫ বছর বয়সী যুবকের দেহটি মাথা থেকে বিচ্ছিন্ন অবস্থায় পাওয়া যায়। রবিবার দুপুরে পুলিশ তা উদ্ধার করে। রেলওয়ে পুলিশ সূত্রে জানা যায়, স্থানীয়দের দেয়া তথ্যের ভিত্তিতে মরদেহটি উদ্ধার করা হয়েছে। ট্রেনে কাটা পড়ে এ মৃত্যুর ঘটনা ঘটে থাকতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
×