ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

মৌলভীবাজারকে বন্যার কবল থেকে রক্ষায় এক হাজার দুই কোটি টাকার কাজ শুরু হবে : পানি সম্পদ প্রতিমন্ত্রী

প্রকাশিত: ০৯:৫৭, ৯ ফেব্রুয়ারি ২০২০

মৌলভীবাজারকে বন্যার কবল থেকে রক্ষায় এক হাজার দুই কোটি টাকার কাজ শুরু হবে : পানি সম্পদ প্রতিমন্ত্রী

নিজস্ব সংবাদদাতা, মৌলভীবাজার ॥ পানি সম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক এমপি বলেছেন, পুরো মৌলভীবাজার ও শহরকে বন্যার কবল থেকে রক্ষায় এক হাজার দুই কোটি টাকার কাজ শিঘ্রই শুরু হবে। তিনি রোববার সকালে মৌলভীবাজার শহর এলাকায় মনুনদী শহর প্রতিরক্ষা বাঁধ পরিদর্শন শেষে সাংবাদিকদের এ কথাগুলো বলেন। মন্ত্রী আরো বলেন, এটি একটি বড় প্রকল্প। এ প্রকল্প বাস্তবায়িত হলে এই এলাকার লোকজন আর বন্যা কবলিত হবেনা। তিনি এ প্রকল্প সুষ্টুভাবে বাস্তবায়নে সকলের সহযোগিতা চেয়ে বলেন বলেন, দেশের জন্য আমরা এ রকম অনেক বড় প্রকল্প হাতে নিয়েছি। এ সময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক নাজিয়া শিরিন, পুলিশ সুপার ফারুক আহমদ,পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী রনেন্দ্র শংকর চক্রবর্তী, পৌরসভার প্যানেল মেয়র ফয়সল আহমদ।
×