ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

ফলোঅনে পূর্বাঞ্চল, হারের শঙ্কায় উত্তরাঞ্চল

প্রকাশিত: ০৯:৫১, ১০ ফেব্রুয়ারি ২০২০

 ফলোঅনে পূর্বাঞ্চল, হারের শঙ্কায় উত্তরাঞ্চল

স্পোর্টস রিপোর্টার ॥ বাংলাদেশ ক্রিকেট লীগের (বিসিএল) দ্বিতীয় রাউন্ডে ফলোঅনে পড়েছে ইসলামী ব্যাংক পূর্বাঞ্চল। প্রথম রাউন্ডে ইনিংস ব্যবধানে জেতা দলটি এবার উল্টো ইনিংস পরাজয়ের শঙ্কায় পড়লেও দ্বিতীয় ইনিংসে ব্যাটসম্যানদের দৃঢ়তায় সেটি এড়িয়েছে। কক্সবাজারের শেখ কামাল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের একাডেমি মাঠে বিসিবি দক্ষিণাঞ্চলের করা ৪৮২ রানের জবাবে প্রথম ইনিংসে ৩০৬ রানে গুটিয়ে যায় পূর্বাঞ্চল। মেহেদী হাসান ৫ উইকেট নেন। দ্বিতীয় ইনিংসে নেমে ওপেনার পিনাক ঘোষের সেঞ্চুরিতে তৃতীয়দিন শেষে ৫ উইকেটে ৩২৩ রান তুলেছে। ফলে তারা লিড পেয়েছে ১৪৭ রানের। অপরদিকে সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে পরাজয়ের শঙ্কায় পড়েছে বিসিবি উত্তরাঞ্চল। অধিনায়ক শুভাগত হোমের সেঞ্চুরিতে ওয়ালটন মধ্যাঞ্চল দ্বিতীয় ইনিংস শেষ করে ৩২৫ রানে। ফলে তারা বিসিবি উত্তরাঞ্চলকে জয়ের জন্য ৩৩০ রানের লক্ষ্য ছুড়ে দেয়। তৃতীয়দিন শেষে উত্তরাঞ্চল দ্বিতীয় ইনিংসে ৫ উইকেটে ১৫৬ রান তোলে। এখনও তাদের জিততে প্রয়োজন ১৭৪ রান। কক্সবাজারে দ্বিতীয়দিন শেষে প্রথম ইনিংসে পূর্বাঞ্চল ৫ উইকেটে ২৭০ রান তুলেছিল। আর মাত্র ৩৬ রান যোগ করেই ৩০৬ রানে তাদের প্রথম ইনিংস গুটিয়ে যায়। অফস্পিনার মেহেদী ৫টি ও বাঁহাতি স্পিনার আব্দুর রাজ্জাক ৩টি উইকেট নেন। ফলোঅনে পড়ে দ্বিতীয় ইনিংসে নেমে পিনাকের সঙ্গে ৪০ রানের উদ্বোধনী জুটি গড়ে রান আউটে বিদায় নেন মোহাম্মদ আশরাফুল (২৮)। এরপর দ্রুতই ইয়াসির আলী রাব্বি (৩) সাজঘরে ফিরলে বিপদে পড়ে পূর্বাঞ্চল। তবে পিনাক ওয়ানডে মেজাজে ব্যাট চালিয়ে দলের রান বাড়িয়ে নেন। দ্বিতীয় উইকেটে ৫৮ রান যোগ করেন পিনাক-ইমরুল কায়েস জুটি। কিন্তু ইমরুল (১৬) ও নাসির হোসেন (২২) দ্রুতই ফিরে গেছেন। পরবর্তীতে আফিফ হোসেন ধ্রুবর সঙ্গে ৬৬ রানের জুটি গড়েন পিনাক। তিনি ৪৭ বলে ৫০ করার পর মাত্র ৯৫ বলে সেঞ্চুরি পেয়ে যান। তবে ১৩৯ বলে ১৪ চার, ৪ ছক্কায় ১২১ করার পর রানআউটে সাজঘরে ফিরতে হয় তাকে। দিনের বাকি সময়টা নির্বিঘ্নেই পার করেছেন আফিফ ও জাকির হাসান। তারা ষষ্ঠ উইকেটে ইতোমধ্যে ৯৬ রান যোগ করেছেন। পূর্বাঞ্চল ৫ উইকেটে ৩২৩ রান তুলে লিড পেয়েছে ১৪৭ রানের। সেঞ্চুরির সামনে দাঁড়ানো আফিফ ১২৪ বলে ১১ চার, ১ ছক্কায় ৯৩ রানে এবং জাকির ২৮ রানে অপরাজিত। সিলেটে জয়ের সম্ভাবনা দেখছে মধ্যাঞ্চল। আগেরদিন ৫ উইকেটে ১৮৭ রানে শেষ করে দ্বিতীয় ইনিংসে তারা ৩২৫ রান তুলে থেমেছে। শুভাগত ১৬১ বলে ১৩ চার, ২ ছক্কায় ১২২ রান করলে এই বড় সংগ্রহ পায় মধ্যাঞ্চল। সালাউদ্দিন সাকিল ৪টি, সুমন খান ৩টি ও তাসকিন আহমেদ ২টি উইকেট নেন। ৩৩০ রানের জয়ের লক্ষ্যে নেমে দলীয় ১৯ রানেই ২ উইকেট হারায় উত্তরাঞ্চল। পরে তানবীর হায়দারের ১১৯ বলে ৬ চারে অপরাজিত ৫৪, নাঈম ইসলামের ২৯ ও মুশফিকুর রহিমের ৩৯ রানে তারা বিপদ এড়িয়েছে কিছুটা। কিন্তু দিনশেষে ৫ উইকেটে ১৫৬ রান তুলে হারের শঙ্কায় আছে উত্তরাঞ্চল। আজ শেষদিনে এখনও তাদের প্রয়োজন ১৭৪ রান। শহীদুল ইসলাম ৩ উইকেট নিয়েছেন। স্কোর ॥ দক্ষিণাঞ্চল-পূর্বাঞ্চল ম্যাচ (কক্সবাজার) দক্ষিণাঞ্চল প্রথম ইনিংস- ৪৮২/১০; ১০১.৩ ওভার (সোহান ১৫৫, বিজয় ১২৯, মেহেদী ১১২; রেজাউর ৩/৯৬, সাকলাইন ৩/১২৬, হাসান ২/৭২)। পূর্বাঞ্চল প্রথম ইনিংস- ৩০৬/১০; ৯৫.২ ওভার (পিনাক ৮০, আশরাফুল ৭১, ইয়াসির ৪৪; মেহেদী ৫/১০২, রাজ্জাক ৩/১০৭) ও দ্বিতীয় ইনিংস (ফলোঅন)- ৩২৩/৫; ৭০ ওভার (পিনাক ১২১, আফিফ ৯৩*, জাকির ২৮*; কামরুল ১/২৭)। মধ্যাঞ্চল-উত্তরাঞ্চল ম্যাচ (সিলেট) ॥ মধ্যাঞ্চল প্রথম ইনিংস- ১৭০/১০; ৪৮.৫ ওভার (রকিবুল ৭০, আরাফাত ২৫*; তাসকিন ৫/৫৪, সালাউদ্দিন ২/৩৫) ও দ্বিতীয় ইনিংস- ৩২৫/১০; ৮৯.১ ওভার (শুভাগত ১২২, মজিদ ৬৯, তাইবুর ৪৭; সাকিল ৪/৭৭, সুমন ৩/৪৩, তাসকিন ২/৮১)। উত্তরাঞ্চল প্রথম ইনিংস- ১৬৬/১০; ৬৩.৪ ওভার (আরিফুল ৫০, জুনায়েদ ৪৭; মুস্তাফিজ ৪/৬৮, আরাফাত ২/১০) ও দ্বিতীয় ইনিংস- ১৫৬/৫; ৫০ ওভার (তানবীর ৫৪*, মুশফিক ৩৮, নাঈম ২৯; শহীদুল ৩/৪৮)। -তৃতীয়দিন শেষে
×