ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

রোনাল্ডোর রেকর্ড, তবু হার জুভেন্টাসের

প্রকাশিত: ০৯:৫১, ১০ ফেব্রুয়ারি ২০২০

রোনাল্ডোর রেকর্ড, তবু হার জুভেন্টাসের

স্পোর্টস রিপোর্টার ॥ ইতালিয়ান সিরি’এ লীগে গৌরবের রেকর্ড গড়েছেন সুপারস্টার ক্রিস্টিয়ানো রোনাল্ডো। লীগের ইতিহাসে প্রথম খেলোয়াড় হিসেবে টানা ১০ ম্যাচে গোল করার কীর্তি গড়েছেন পর্তুগাল অধিনায়ক। তবে রেকর্ডের ম্যাচটিতে জিততে পারেনি সিআর সেভেনের দল। শনিবার রাতে অনুষ্ঠিত ম্যাচে স্বাগতিক ভেরোনার কাছে ২-১ গোলে হেরেছে সফরকারী জুভেন্টাস। গত সপ্তাহে নিজের ৩৫তম জন্মদিন উদযাপন করা রোনাল্ডো ম্যাচের ৬৫ মিনিটে গোল করেন। তাতেই সিরি’এতে টানা ১০ ম্যাচে গোলের রেকর্ড গড়েন তিনি। সেই সঙ্গে এই মৌসুমে তার গোলসংখ্যা এখন ২০টি। ২০০৫ সালে জুভেন্টাসের হয়ে টানা ৯ ম্যাচে গোল করেছিলেন ডেভিড ত্রেজেগে। তাকে পেছনে ফেলে রোনাল্ডো নতুন মাইলফলক গড়েছেন। মজার বিষয় হচ্ছে এই রোনাল্ডোকেই ‘বুড়ো’ বলে খোটা দিয়েছেন বোয়ার্ন মিউনিখের সভাপতি হারবার্ট হেইনার। তিনি সরাসরি বলে দেন, ‘আমরা কাকে দলে টানব তা নিয়ে অনেক আলোচনা হচ্ছে। অনেকের নামও আসছে। কিন্তু রোনাল্ডোকে দলে টানার কোন ইচ্ছে আমাদের নেই। কারণ তার বয়স বড্ড বেশি।’ তবে রোনাল্ডোর ইতিহাস গড়ার আনন্দ ম্লান করে দিয়ে ম্যাচের শেষ ভাগে দুই গোল করে বসে ভেরোনা। এর মধ্যে সাবেক এসি মিলান ফরোয়ার্ড ফ্যাবিও বরিনি ৭৬ মিনিটে সমতা ফেরান। আর ৮৬ মিনিটে হ্যান্ডবলের কারণে পেনাল্টি উপহার পায় স্বাগতিকরা। তাতে ভেরোনার হয়ে জয়সূচক গোলটি করেন জিয়ামপাওলো পাজ্জিনি। এখন পাঁচবারের ব্যালন ডি’অর বিজয়ী রোনাল্ডো টানা ১১ ম্যাচে সর্বকালের সর্বোচ্চ সিরি’এ রেকর্ড স্পর্শ করার পথে অনেকটাই এগিয়ে গেছেন। গ্যাব্রিয়েল বাতিস্তুতা ও ফ্যাবিও কুয়াগলিয়ারেলা এই রেকর্ডের মালিক। এ নিয়ে এবারের মৌসুমে জুভেন্টাস কোচ মওরিসিও সারি তৃতীয় পরাজয়ের তিক্ত স্বাদ পেয়েছেন। দুই সপ্তাহ আগে ননপোলির কাছে ২-১ গোলে হারের পর গত তিন ম্যাচে এটি দ্বিতীয় হার তুরিনের ওল্ড লেডিদের। ম্যাচ শেষে জুভ কোচ সারি বলেন, আমাদের অবশ্যই বুঝতে হবে যে জয়ই সবকিছু নয়। এগিয়ে গিয়ে যেভাবে আমরা ম্যাচটি ছেড়ে দিয়েছি তা কোনভাবেই কাম্য নয়। শুধু অসতর্কতার কারণেই আমরা তিন পয়েন্ট হারিয়েছি। আমাদের আরও অনেক জায়গায় উন্নতি করতে হবে। এই হারের পরও দ্বিতীয় স্থানে থাকা ইন্টার মিলানের থেকে জুভেন্টাস তিন পয়েন্ট এগিয়ে আছে। তৃতীয় স্থানে থাকা ল্যাজিও জুভেন্টাসের থেকে চার পয়েন্ট পেছনে আছে। অর্থাৎ শীর্ষে থাকা জুভেন্টাসের পয়েন্ট ২৩ ম্যাচে ৫৪। ৫১ পয়েন্ট নিয়ে দুইয়ে ইন্টার মিলান। আর এই জয়ে পঞ্চম স্থানে থাকা এএস রোমার চেয়ে তিন পয়েন্ট এগিয়ে গেছে জিয়ান পিয়েরো গাসপেরিনির ভেরোনা। তবে ল্যাজিওর থেকে এখনও তারা আট পয়েন্ট পিছিয়ে আছে। অর্থাৎ ২৩ ম্যাচে ৩৪ পয়েন্ট নিয়ে তালিকার ছয় নম্বরে আছে ভেরোনা। পরশু রাতে অন্যান্য ম্যাচে আটালান্টা ২-১ গোলে ফিওরেন্টিনাকে ও স্যাম্পদোরিয়া ৩-১ গোলে হারিয়েছে টোরিনোকে। আগামী সপ্তাহে রোমাকে আতিথ্য দিবে আটালান্টা। এর পরপরই ঘরের মাঠে চ্যাম্পিয়ন্স লীগের শেষ ষোলোতে ভ্যালেন্সিয়ার মুখোমুখি হবে। এই প্রথমবারের মতো ইউরোপের সর্বোচ্চ আসরে খেলার যোগ্যতা অর্জন করেছে আটালান্টা।
×