ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

পোল ভোল্টে মোন্ডোর বিশ্ব রেকর্ড

প্রকাশিত: ০৯:৪৯, ১০ ফেব্রুয়ারি ২০২০

 পোল ভোল্টে মোন্ডোর বিশ্ব রেকর্ড

স্পোর্টস রিপোর্টার ॥ পোল ভোল্টে বিশ্ব রেকর্ড গড়লেন মোন্ডো ডুপ্ল্যান্টিস। শনিবার পোলেন্ডের তুরানে বিশ্ব এ্যাথলেটিক্স ইন্ডোর ট্যুর মিটিংয়ে ৬.১৭ মিটার উঁচু বার পার হয়ে অবিস্মরণীয় এই কীর্তি গড়েন তিনি। তার আগের রেকর্ডটি ছিল ৬.১৬ মিটার। ফ্রান্সের রেনাউড লাভিলেনির। ২০১৪ সালের ফ্রেব্রুয়ারি মাসে ইউক্রেনের দোনেতস্কে এই রেকর্ড গড়েছিলেন রেনাউড লাভিলেনি। এবার তাকে ছাড়িয়ে গেলেন মোন্ডো ডুপ্ল্যান্টিস। অথচ মাত্র ২০ বছর বয়স মোন্ডো ডুপ্ল্যান্টিসের। এই বয়সেই পাদপ্রদীপের আলোয় উঠে এসেছেন তিনি। আমেরিকান বংশোদ্ভূত সুইডেনের এই তরুণ প্রতিভাবান খেলোয়াড় স্বপ্ন দেখেছিলেন শৈশবেই। মাত্র তিন বছর বয়সেই বিশ্ব রেকর্ড গড়ার স্বপ্নটাকে মোন্ডো এবার পরিণত করলেন বাস্তবে। যে কারণে উচ্ছ্বাসের মাত্রাটাও তার অনেক বেশি। এ প্রসঙ্গে বিশ্ব রেকর্ড গড়ার পর তিনি বলেন, ‘এটা এমন এক রেকর্ড যা ভাঙ্গার স্বপ্ন আমি তিন বছর বয়স থেকেই দেখে এসেছি। আমার জন্য এটা অনেক বড় একটা বছর। তারচেয়েও বড় কথা নতুন বছরের শুরুটা দুর্দান্ত হয়েছে আমার।’ আমেরিকার হয়েও পোল ভোল্টে খেলার সুযোগ ছিল মোন্ডো ডুপ্ল্যান্টিসের। কিন্তু মায়ের দেশ সুইডেনকেই বেছে নিলেন প্রতিনিধিত্ব করার।
×