ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

মানবতার ম্যাচে পন্টিংদের জয়

প্রকাশিত: ০৯:৪৯, ১০ ফেব্রুয়ারি ২০২০

  মানবতার ম্যাচে পন্টিংদের জয়

স্পোর্টস রিপোর্টার ॥ অস্ট্রেলিয়ায় ভয়াবহ দাবানলে ক্ষতিগ্রস্তদের সাহাযার্থে চ্যারিটি ম্যাচের আয়োজন করেছিল ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)। পরশু মেলবোর্নে অনুষ্ঠিত ১০ ওভারের ম্যাচে বসেছিল তারার মেলা। যেখানে এ্যাডাম গিলক্রিস্টদের ১ রানে হারিয়েছে রিকি পন্টিংয়ের দল। অ¿েলিয়ান সাবেকদের আয়োজনে সাড়া দিয়ে হাজির হয়েছিলেন ব্রায়ান লারা, শচীন টেন্ডুলকর, ওয়াসিম আকরাম, কোর্টনি ওয়ালশ, যুবরাজ সিংয়ের মতো সাবেক সুপার স্টাররা। সাবেক দুই কিংবদন্তি রিকি পন্টিং ও এ্যাডাম গিলক্রিস্টকে অধিনায়ক করে দুই দল মাঠে নামে। রোমাঞ্চকর সেই ম্যাচে হেরে গেছেন গিলক্রিস্টরা। এ ম্যাচ থেকে মোট ৭.৭ মিলিয়ন অস্ট্রেলিয়ান ডলার তহবিলে জমা পড়ে। বাংলাদেশী মুদ্রায় প্রায় ৪৪ কোটি টাকা। ম্যাচের শেষ বল পর্যন্ত লড়াই করে মাত্র এক রান দূরে থাকতে হেরে যায় গিলক্রিস্টরা। টস হেরে ব্যাটিংয়ে নামেন পন্টিংরা। যেখানে নির্ধারিত ১০ ওভারে ৫ উইকেট হারিয়ে ১০৪ রান করে দলটি। নিজের সেই পুরনো স্টাইলিশ ব্যাটিংয়ে দলের হয়ে সর্বোচ্চ ১১ বলে ৩০ রান করেন ক্রিকেটের বরপুত্র ক্যারিবিয়ান কিংবদন্তি ব্রায়ান লারা। ১৪ বলে ২৬ করে দলনেতা পন্টিং। জবাবে গিলক্রিস্টের দল ব্যাটিংয়ে নেমে তা ব চালালেও শেষ পর্যন্ত ১ রানে হারে। ৯ বলে ৩০ করেন ওয়াটসন। এন্ড্রুু সাইমন্ডসের ব্যাট থেকে আসে ১৩ বলে ২৯ রান। ১০ ওভারের এ ম্যাচে ছিল না কোন বোলারদের বোলিং কোটা। ব্যাটসম্যানদের অবশ্য ৩০ রানের পর বাধ্যতামূলক অবসরে যেতে হয়েছিল। দু’দলে খেলেছেন নারী ক্রিকেটারও। এছাড়া ছিলেন দেশটির কিংবদন্তি রাগবি খেলোয়াড়। তহবিল সংগ্রহের ম্যাচটিতে মজার কোন কমতি ছিল না। কোর্টনি ওয়ালশের ওয়াইড বলে কখনও পন্টিং বলের পিছনে দিয়েছেন ভোঁ দৌড়, আবার কখনও ওয়াটসনের কাছে ছক্কা খেয়ে দর্শকের সঙ্গে হেসে কুটিকুটি হয়েছেন বোলার ওয়াসিম আকরাম নিজেই। টসেও ছিল ভিন্নতা, ব্যাট দিয়ে করা হয় টস।
×