ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

দুর্ভাবনা নিয়ে মালদ্বীপে আবাহনী

প্রকাশিত: ০৯:৪৮, ১০ ফেব্রুয়ারি ২০২০

 দুর্ভাবনা নিয়ে মালদ্বীপে আবাহনী

স্পোর্টস রিপোর্টার ॥ দুর্ভাবনা সঙ্গী করে এএফসি কাপের প্রাথমিকপর্বের ফিরতি ম্যাচ খেলতে মালদ্বীপ গেছে ঢাকা আবাহনী লিমিটেড। রবিবার মালের উদ্দেশে দেশ ছাড়েন আবাহনীর ফুটবলাররা। ঘরের মাঠে প্রথম লেগ ২-২ গোলে ড্র করায় এমনিতেই চাপ নিয়ে দেশ ছেড়েছে আবাহনী। পরের পর্বে খেলতে হলে স্বাগতিক ক্লাব মাজিয়া স্পোর্টসের বিরুদ্ধে ম্যাচ জিততে হবে বা কমপক্ষে ৩-৩ গোলে ড্র করতে হবে। কঠিন এই সমীকরণের মধ্যে মালদ্বীপের আবহাওয়া ও করোনা ভাইরাস আতঙ্ক কাজ করছে আবাহনীর ফুটবলারদের। সবমিলিয়ে স্বাগতিক ক্লাব মাজিয়ার বিরুদ্ধে কঠিন চ্যালেঞ্জ অপেক্ষা করছে। আগামী বুধবার হবে ম্যাচটি। ঢাকা ছাড়ার আগে আবাহনীর ম্যানেজার সত্যজিৎ দাশ রুপু বলেন, আমরা আগেও মালেতে খেলেছি। তখন গরম আর আর্দ্রতায় বেশ কষ্ট হয়েছিল। এবারও আবহাওয়া তেমন থাকলে খেলতে সমস্যা হতে পারে। আবহাওয়ার সঙ্গে মানিয়ে নিতে আমরা আগেই যাচ্ছি। আশাকরি ছেলেরা মানিয়ে নিতে পারবে। আবাহনীর পর্তুগীজ কোচ মারিও লেমোস বলেন, ছেলেরা নিজেদের সেরাটা দিতে পারলে জয় পাওয়া সম্ভব। আমাদের জিততেই হবে, আর এ লক্ষ্য নিয়েই যাচ্ছি। মাঠের লড়াই ছাড়াও করোনা ভাইরাস নিয়ে আতঙ্কে আছেন আবাহনীর ফুটবলাররা। যে কারণে দলের অনেক ফুটবলার মাস্ক নিয়ে মালে গেছেন।
×