ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

বিগ ব্যাশে সিডনি সিক্সার্সের বাজিমাত

প্রকাশিত: ০৯:৪৭, ১০ ফেব্রুয়ারি ২০২০

 বিগ ব্যাশে সিডনি সিক্সার্সের বাজিমাত

স্পোর্টস রিপোর্টার ॥ অস্ট্রেলিয়ার জনপ্রিয় ঘরোয়া টি২০ আসর বিগ ব্যাশ লীগের (বিবিএল) নবম আসরের শিরোপা ঘরে তুলেছে সিডনি সিক্সার্স। সিডনি ক্রিকেট গ্রাউন্ডে বৃষ্টিবিঘ্নিত ম্যাচে মেলবোর্ন স্টার্সকে ১৯ রানের ব্যবধানে হারিয়েছে তারা। ১২ ওভারে নেমে আসা ম্যাচে ৫ উইকেটে ১১৬ রান করে ময়েসিস হেনরিকুইসের সিডনি সিক্সার্স। জবাবে ৬ উইকেটে ৯৭ রানে থামে গ্লেন ম্যাক্সওয়েলের মেলবোর্ন স্টার্স। ২৯ বলে ৫২ রানের ঝড়ো ইনিংস খেলে সিডনির জয়ের নায়ক ওপেনার জস ফিলিপ। এবারের এই নিয়ে দ্বিতীয় শিরোপা জিতল সিডনি সিক্সার্স। অন্যদিকে এই নিয়ে তিনবার ফাইনালে উঠেও শিরোপা হাতছাড়া করল মেলবোর্ন স্টার্স। বৃষ্টির কারণে ম্যাচের দৈর্ঘ্য নামে ১২ ওভারে। টসে জিতে সিডনিকে আগে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানান মেলবোর্নের অধিনায়ক গ্লেন ম্যাক্সওয়েল। ব্যাটিংয়ে নেমে শুরুতে উইকেট হারালেও সিডনির হয়ে ঝড় তোলেন জস ফিলিপ ও স্টিভেন স্মিথ। ১২ বলে ২১ রান করে ফেরেন স্মিথ। এরপর দ্রুত আরও দুই উইকেট হারায় সিডনি। তবে ওপেনার ফিলিপের ২৯ বলে ৫২ ও শেষদিকে ব্যাটিংয়ে নামা জর্ডান সিল্কের ১৫ বলে ২৭ রানে ভার করে ১২ ওভারে (১১৬/৫) চ্যালেঞ্জিং সংগ্রহ পায় সিডনি। ১১৭ রানের জবাবে খেলতে নেমে বাজে শুরু করে মেলবোর্ন স্টার্স। ২৫ রানের মধ্যে উপরের সারির ৪ ব্যাটসম্যানকে হারিয়ে বেশ বিপদে পড়ে তারা। চলতি টুর্নামেন্টের সর্বোচ্চ রান করা স্টয়নিস করেন ১০ ও অধিনায়ক ম্যাক্সওয়েল ফেরেন মাত্র ৫ রানে। শেষদিকে নিক লারকিন ৩৮ ও নাথান কুল্টার নাইল ১৯ রান করলেও জয়ের জন্য তা পর্যাপ্ত ছিল না। সিডনির হয়ে দুটি করে উইকেট নেন অফস্পিনার নাথান লেয়ন ও স্টিভ ও’কেফে। ম্যাক্সওয়েলদের কষ্ট, এ নিয়ে তিনবার ফাইনালে উঠেও বিগ ব্যাশের চ্যাম্পিয়ন হতে পারল না মেলবোর্ন স্টার্স। বিগ ব্যাশের নবম আসরে তাদের হারিয়ে এবার বাজিমাত করল সিডনি সিক্সার্স। বিবিএলের প্রথম আসরের পর সিডনির এটি দ্বিতীয় শিরোপা।
×