ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

টি২০’র সাফল্যকেই বড় করে দেখছেন কোহলি

প্রকাশিত: ০৯:৪৭, ১০ ফেব্রুয়ারি ২০২০

  টি২০’র সাফল্যকেই বড় করে দেখছেন কোহলি

স্পোর্টস রিপোর্টার ॥ নিউজিল্যান্ড সফরে ৫-০ ব্যবধানে টি২০ সিরিজ জিতে নতুন ইতিহাস গড়েছে ভারত। তবে ওয়ানডেতে খেই হারিয়েছে বিরাট কোহলির দল। টানা দুই হারে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ খুইয়েছে তারা। মাউন্ট মঙ্গানুইয়ে মঙ্গলবারের শেষ ম্যাচটা এখন কেবলই আনুষ্ঠানিকতার। এই কিউইদের কাছে হেরেই ওয়ানডে বিশ্বকাপের সেমিফাইনাল থেকে বিদায় নিতে হয়েছিল ক্রিকেটের মোড়লদের। ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজ এবং অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথমে পিছিয়ে পড়েও সিরিজ জিতেছিল কোহলিরা। কিন্তু নিউজিল্যান্ডে টি২০তে অবিশ্বাস্য পারফর্ম করা দলটা ওয়ানডেতে এভাবে ধরাশায়ী হবে সেটা হয়তো অনেকেই ভাবেননি। তবে এ নিয়ে খুব একটা মাথাব্যথা নেই ভারত অধিনায়কের! টি২০ বিশ্বকাপের বছরে টি২০’র সাফল্যকেই বড় করে দেখছেন কোহলি। উল্লেখ্য, আগামী অক্টোবর-নবেম্বরে অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিত হবে টি২০ বিশ্বকাপের সপ্তম আসর। সেখানে ২০০৭’র পর সাফল্যের অপেক্ষায় অধীর ভারত। ভারত অধিনায়ক কোহলি বলেন, ‘হ্যাঁ ওয়ানডেতে আমরা প্রত্যাশা পূরণ করতে পারিনি। তবে দর্শক কিন্তু ভাল দুটি ম্যাচ উপভোগ করেছে। আমাদের ভাবতে হবে, তবে খুব বেশি হা-হুতাশ করার নেই। শেষ ম্যাচ জিতে ব্যবধান কমানোর লক্ষ্য থাকবে। তবে আমি যেটা আগেও বলেছি সেটা আবারও বলছি। অস্ট্রেলিয়ায় এ বছর টি২০ বিশ্বকাপ আছে। পাশাপাশি টেস্টের ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপ চলছে। এ বছর তাই আমাদের কাছে টি২০ এবং টেস্টের প্রাসঙ্গিকতা অনেক বেশি।’ ৫-০তে টি২০ সিরিজ জিতলেও সেখানে দুটির ফয়সালা হয়েছিল সুপার ওভারে, শেষটিতে অনেকটা হারতে হারতে ৭ রানে জিতেছিল ভারত। সুতরাং টি২০তে বড় ব্যবধানে সিরিজ জিতলেও অনেক সমীকরণ মেলানোর বাকি আছে সফরকারীদের। আর প্রথম ওয়ানডেতে তো ৩৪৭ রান করেও জিততে পারেনি কোহলিরা। উল্টো নিজেদের ওয়ানডে ইতিহাসে সর্বোচ্চ রান টপকে জয়ের রেকর্ড গড়েছে নিউজিল্যান্ড। দ্বিতীয় ম্যাচে ২৭৩ রানের জবাবে ২৫১ রানে গুটিয়ে গিয়ে ভারতের হার ২২ রানে। যদিও তুখোড় দুই উইলোবাজ রোহিত শর্মা এবং শিখর ধাওয়ানের ইনজুরির কাছে সিরিজে ভারতের হয়ে ওপেনিং করছেন ওয়ানডের নতুন দুই মুখ পৃথ্বী শ’ এবং মায়াঙ্ক আগারওয়াল। কথা হচ্ছে টিম সাউদির বলে কোহলির আউট হওয়া নিয়েও। তিন ফরমেট মিলিয়ে কিউই পেসার এ পর্যন্ত মোট নয়বার ভারত অধিনায়ককে সাজঘরে ফিরিয়েছেন। ওয়ানডেতে ছয়বার। যা রেকর্ড। ওয়েস্ট ইন্ডিজের পেসার রবি রামপলও একদিনের ক্রিকেটে বিরাট কোহলিকে ছয়বার ফিরিয়েছিলেন। শ্রীলঙ্কার অলরাউন্ডার থিসারা পেরেরা ও অস্ট্রেলিয়ার লেগস্পিনার এ্যাডাম জাম্পা পাঁচবার করে এই ফরমেটে আউট করেছেন কোহলিকে। আর তিন ফরমেট মিলিয়ে সাউদি নয়বার কোহলিকে আউটের পরই রয়েছেন ইংল্যান্ডের পেসার জেমস এ্যান্ডারসন ও অফস্পিনার গ্রায়েম সোয়ান। দু’জনই আন্তর্জাতিক ক্রিকেটে মোট আটবার কোহলিকে সাজঘরে ফিরিয়েছেন। দক্ষিণ আফ্রিকান পেসার মরনে মরকেল, অস্ট্রেলিয়ার অফস্পিনার নাথান লেয়ন, অস্ট্রেলিয়ার লেগস্পিনার এ্যাডাম জাম্পা ও ইন্ডিজের পেসার রবি রামপল মোট সাতবার আউট করেছেন কোহলিকে। স্বভাবতই প্রশ্ন উঠছে কিউই পেসার কি ক্রমেই বিরাটের ত্রাস হয়ে উঠছেন। ক্রিকেটমহল অবশ্য এখনই আশঙ্কার কিছু দেখছেন না। তাদের মতে সাউদির বিরুদ্ধে খুঁত ঢেকে কোহলি ঠিকই কামব্যাক করবেন। টি২০ বিশ্বকাপের কথা ভেবে কোহলি যখন ওয়ানডেকে তেমন গুরুত্ব দিচ্ছেন না, সেখানে নিউজিল্যান্ড ভারপ্রাপ্ত অধিনায়ক টম লাথাম সিরিজ ৩-০ করতে চাইছেন, ‘দুটি ম্যাচেই আমরা দারুণ ক্রিকেট খেলেছি। প্রথম ম্যাচে বিশাল স্কোর টপকে জয়ের পর দ্বিতীয় ম্যাচে ভারতকে অল্পতে গুটিয়ে দিয়েছি। সিরিজটা ৩-০ ব্যবধানে জিততে পারলে সেটা হবে দারুণ কিছু।’ সফরে পাঁচ টি২০ ও তিন ম্যাচের ওয়ানডে সিরিজের পর দুই টেস্টে সিরিজ খেলবে ভারত। ওয়েলিংটন ও ক্রাইস্টচার্চে টেস্ট দুটি শুরু হবে যথাক্রমে ২১ ও ২৯ ফেব্রয়ারি।
×