ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

মুন্সীগঞ্জে সড়কে অবৈধ স্থাপনা উচ্ছেদ

প্রকাশিত: ০৭:৩৫, ১০ ফেব্রুয়ারি ২০২০

  মুন্সীগঞ্জে সড়কে  অবৈধ স্থাপনা  উচ্ছেদ

স্টাফ রিপোর্টার, মুন্সীগঞ্জ ॥ মুন্সীগঞ্জে ১১ কিলোমিটার দীর্ঘ সড়কে অবৈধ স্থাপনা উচ্ছেদ শুরু হয়েছে। রবিবার সকালে মুন্সীগঞ্জ শহরের পুরাতন বাসস্ট্যান্ড থেকে এই অভিযান শুরু হয়েছে। চলবে মুন্সীগঞ্জ সদর উপজেলার হাতিমারা পর্যন্ত এবং রিকাবীবাজার থেকে আলদী পর্যন্ত। এই দীর্ঘ প্রায় ১১ কি. মি. সড়কের দুই পাশে থাকা অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে সড়ক ও জনপথ বিভাগ। অভিযানের নেতৃত্ব দিচ্ছেন সওজ অধিদফতরের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও যুগ্মসচিব মাহবুবুর রহমান ফারুকী। রবিবার সকাল সাড়ে ১০টায় শহরের পুরাতন বাসস্ট্যান্ড থেকে উচ্ছেদ অভিযান শুরু হয়েছে এবং সোমবার সন্ধ্যা পর্যন্ত চলবে। প্রথম দিন অভিযানে ৬০টির মতো অবৈধ স্থাপনা ভেক্যু দিয়ে গুঁড়িয়ে দেয়া হয়।
×