ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

লাখ মিটার জাল জব্দ

প্রকাশিত: ০৭:৩৪, ১০ ফেব্রুয়ারি ২০২০

 লাখ মিটার জাল জব্দ

নিজস্ব সংবাদদাতা, চরফ্যাশন, ৯ ফেব্রুয়ারি ॥ জাটকা সংরক্ষণ অভিযানের অংশ হিসেবে ভোলার চরফ্যাশনের দক্ষিণ আইচা থানার চরমানিকা কোস্টগার্ড কন্টিনজেন্ট কমান্ডার আলমগীর হোসেনের নেতৃত্বে কোস্টগার্ড বাহিনী শনিবার রাতে বুড়াগৌরাঙ্গ নদীতে অভিযান চালিয়ে ১৫০ কেজি জাটকা ইলিশ ও এক লাখ মিটার কারেন্ট জাল জব্দ করেছেন। এছাড়া ৬টি বিহিন্দি জাল জব্দ করেছেন। রবিবার সকালে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার মোঃ রুহুল আমিনের আদেশে জব্দকৃত জাটকাগুলো কোস্টগার্ড চরকচ্ছপিয়া অফিসের সামনে দুস্থ পরিবারদের মধ্যে বিতরণ করা হয়েছে এবং জব্দ জালগুলোতে অগ্নিসংযোগ করা হয়েছে। চর মানিকা কোস্টগার্ড কন্টিনজেন্ট কমান্ডার আলমগীর হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।
×