ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

গার্ডিওলার বিশ্বাস বার্সাতেই থাকবেন মেসি

প্রকাশিত: ১১:৫০, ৯ ফেব্রুয়ারি ২০২০

গার্ডিওলার বিশ্বাস বার্সাতেই থাকবেন মেসি

স্পোর্টস রিপোর্টার ॥ হঠাৎ একটা ঝড় বয়ে গেছে বার্সা শিবিরে। সেই ঝড়ে এখন পর্যন্ত উলট-পালট হয়নি কোন কিছুই। তবে অনেক কিছুরই ইঙ্গিত দিয়েছে। এই সময়ে লিওনেল মেসিকে দলে ভেড়াতে উঠে পড়ে লেগেছে ইংলিশ জায়ান্ট ম্যানচেস্টার সিটি। তবে লিওনেল মেসির যোগদানের বিষয়ে মোটেই আগ্রহী নন ক্লাবটির অভিজ্ঞ কোচ পেপ গার্ডিওলা। কাতালান কোচ বরং চান মেসি তার বর্তমান ক্লাব বার্সিলোনা থেকেই অবসরগ্রহণ করুক। আসন্ন গ্রীষ্ম মৌসুমে মেসির সঙ্গে বার্সিলোনার চুক্তিশর্ত উন্মুক্ত হয়ে যাচ্ছে। বিশেষ করে বার্সিলোনা স্পোর্টিং ডিরেক্টর এরিক আবিদালের সঙ্গে সাম্প্রতিক দ্বন্দ্বের কারণে স্পেন ও ইংল্যান্ডের বেশ কয়েকটি সংবাদমাধ্যম আর্জেন্টাইন এই সুপারস্টারের দলবদলের ব্যাপারে বিভিন্ন প্রতিবেদন করেছে। ২০০৮ থেকে ২০১২ সাল পর্যন্ত বার্সিলোনার কোচ হিসেবে দায়িত্ব পালন করেছেন গার্ডিওলা। তার অধীনে অসাধারণ সব সাফল্য উপহার দেয় স্প্যানিশ জায়ান্টরা। ন্যুক্যাম্প থেকে সাময়িক বিশ্রামে চলে যান এই স্প্যানিশ কোচ। এরপর বেয়ার্ন মিউনিখের কোচ হয়ে প্রত্যাবর্তন। জার্মান বুন্দেসলিগাতেও বেশিদিন স্থায়ী হননি তিনি। নতুন করে ঠিকানা গড়েন ইংলিশ প্রিমিয়ার লীগের অন্যতম সেরা ক্লাব ম্যানচেস্টার সিটিতে। প্রিমিয়ার লীগের ক্লাবটিতে এসে বার্সিলোনারই সাবেক পরিচালক ফার্নান সোরিয়ানো এবং টিক্সিকি বেগিরিস্টেইনের সঙ্গে কাজ করেন তিনি। যে কারণেই অনেকের ধারণা ন্যুক্যাম্প ছাড়ার পর মেসি হয়তো প্রিমিয়ার লীগের বর্তমান চ্যাম্পিয়ন ম্যানসিটিতেই যোগ দিতে পারেন। ২০১৬ সালে গার্ডিওলা ইংল্যান্ডে আসার পর থেকে প্রতিটি মৌসুমে মেসির সিটিতে যোগদানের গুঞ্জন শোনা গেছে। কিন্তু ক্যারিয়ারের পুরোটা সময় কাতালান ক্লাবে কাটানোর পর শেষ মুহূর্তটিও মেসি এখানেই থাকবে বলে অনেকেই আশাবাদী। গার্ডিওলাও তার ব্যতিক্রম নন। এ প্রসঙ্গে সিটির কোচ বলেন, ‘আমি চাই মেসি বার্সিলোনাতেই থাকুক। অন্য ক্লাবের কোন খেলোয়াড় সম্পর্কে সাধারণত আমি কোন কথা বলি না। এক্ষেত্রে আমি শুধু আমার ইচ্ছার কথা প্রকাশ করেছি।’ আগামী জুনেই ৩৩ বছরে পা রাখবেন লিওনেল মেসি। তারপরও মাঠের পারফর্মেন্সে এখনও ঔজ্জ্বল্য ছড়াচ্ছেন এলএম টেন। কাতালান ক্লাবটির হয়ে চারবার ইউরোপ সেরার মুকুট পরেছেন তিনি। সর্বশেষ ২০১৫ সালে বার্সিলোনাকে উয়েফা চ্যাম্পিয়ন্স লীগ জিতিয়েছিলেন লিওনেল মেসি। এর পরের সময়টাতে আর এই টুর্নামেন্টের শিরোপা জিততে পারেনি কাতালান ক্লাবটি। অথচ সেই সময়ে মেসির বয়স ছিল মাত্র ২৭। স্বাভাবিকভাবেই কাতালান সমর্থকদের প্রত্যাশা ছিল আরও বেশি। কিন্তু সেই প্রত্যাশা পূরণ করতে ব্যর্থ হয়েছেন বার্সিলোনার এই আর্জেন্টাইন স্ট্রাইকার। এই সময়ে মাত্র তিনবার কোয়ার্টার ফাইনাল খেলেছে বার্সিলোনা। একবার সেমিফাইনাল। সর্বশেষ গত দুই মৌসুমেও চ্যাম্পিয়ন্স লীগে বার্সিলোনার ফলাফল ছিল হতাশাজনক। যে কারণেই ন্যুক্যাম্পে মেসির থাকা না থাকা নিয়ে এখনও চলছে ব্যাপক আলোচনা সমালোচনা। তবে কাতালান ক্লাবটি মেসির মতো খেলোয়াড়কে কোনভাবেই ছাড়তে চাচ্ছে না। যদিওবা এর সঠিক উত্তর এখনও সময়ের হাতে। এদিকে গত রবিবার টটেনহ্যামের বিপক্ষে হেরে যাওয়া ম্যাচে হ্যামস্ট্রিং ইনজুরিতে পড়ছেন রাহিম স্টার্লিং। যার ফলে কয়েক সপ্তাহের জন্য মাঠের বাইরে চলে গেছেন তিনি। বিষয়টা নিশ্চিত করেছেন সিটিজেনদের অভিজ্ঞ কোচ গার্ডিওলা নিজেই। ওয়েস্টহ্যামের বিপক্ষে চলতি সপ্তাহে প্রিমিয়ার লীগের ম্যাচে স্টার্লিং থাকছেন না। এরপর দুই সপ্তাহের শীতকালীন বিরতি শেষে তার ফেরা নিয়েও শঙ্কা রয়েছে। আগামী ২২ ফেব্রুয়ারি লিচেস্টার সিটির বিপক্ষে ম্যাচ দিয়ে সিটিজেনরা মাঠে ফিরবে। এর চারদিন পর রিয়াল মাদ্রিদের বিপক্ষে চ্যাম্পিয়ন্স লীগের শেষ ষোলোর লড়াইয়ে মুখোমুখি হবে। তার আগে গার্ডিওলা বলেন, ‘এটা হ্যামস্ট্রিংয়ের সমস্যা। যে কারণে পুরোপুরি সেরে উঠতে কিছুটা সময় লাগবে। তবে আশা করছি বিরতি শেষে সে মাঠে ফিরতে পারবে। দুই মৌসুম আগে ইকে গুনডোগানের প্রায় একই সমস্যা দেখা দিয়েছিল। আর এবার অমারিক লাপোর্তে একই সমস্যার কারণে চার থেকে পাঁচ মাস মাঠের বাইরে রয়েছেন।’ হাঁটুর লিগামেন্ট সমস্যার কারণে দীর্ঘদিন মাঠের বাইরে থাকা লেরয় সানে অনুশীলনে ফিরেছেন। বিরতি শেষে তাকেও দলে দেখা যেতে পারে। স্টার্লিং ছাড়াও রবিবার ওয়েস্টহ্যামের বিপক্ষে ম্যাচে লালকার্ডের কারণে খেলতে পারছেন না লেফটব্যাক ওলেকসান্দ্রে জিনচেঙ্কো।
×