ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

দক্ষিণাঞ্চলের বড় সংগ্রহের জবাবে লড়ছে পূর্বাঞ্চল

প্রকাশিত: ১১:৪৭, ৯ ফেব্রুয়ারি ২০২০

দক্ষিণাঞ্চলের বড় সংগ্রহের জবাবে লড়ছে পূর্বাঞ্চল

স্পোর্টস রিপোর্টার ॥ চলতি বাংলাদেশ ক্রিকেট লীগে (বিসিএল) বিসিবি দক্ষিণাঞ্চলের প্রথম ইনিংস থেমেছে ৪৮২ রানে। প্রথম রাউন্ডে ইনিংস ব্যবধানে জেতা ইসলামী ব্যাংক পূর্বাঞ্চলও তাদের বিপক্ষে জবাবটা ভালই দিচ্ছে। কক্সবাজারের শেখ কামাল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের একাডেমি মাঠে দ্বিতীয়দিন শেষে তারা ৫ উইকেটে ২৭০ রান তুলেছে। দুই ওপেনার পিনাক ঘোষ ও অভিজ্ঞ মোহাম্মদ আশরাফুল দুর্দান্ত অর্ধশতক হাঁকিয়ে পূর্বাঞ্চলের জন্য সুবিধা করে দিয়েছেন। যদিও এখন পর্যন্ত ২১২ রানে পিছিয়ে আছে তারা। অপরদিকে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে প্রথম ইনিংসে ১৭০ রানে গুটিয়ে যাওয়া ওয়ালটন মধ্যাঞ্চল প্রতিপক্ষ বিসিবি উত্তরাঞ্চলকে ১৬৬ রানেই গুটিয়ে দিয়েছে। বাঁহাতি পেসার মুস্তাফিজুর রহমান ৪ উইকেট নিয়ে উত্তরাঞ্চলকে চাপে ফেলেন। দ্বিতীয়দিন শেষে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে মধ্যাঞ্চল ৫ উইকেটে ১৮৭ রান তুলেছে। তারা ইতোমধ্যেই লিড নিয়েছে ১৯১ রানে। সিলেটে প্রথমদিন থেকেই পেস বোলাররা দাপট দেখিয়েছেন। ডানহাতি পেসার তাসকিন আহমেদের দাপটে মধ্যাঞ্চল প্রথম ইনিংসে ১৭০ রানে গুটিয়ে যাওয়ার পর দিনশেষে ৩ উইকেটে ৮৯ রান তুলেছিল উত্তরাঞ্চল। কিন্তু দ্বিতীয়দিন তারা মুস্তাফিজের বাঁহাতি পেসের কাছে অসহায় হয়ে পড়ে। মুশফিকুর রহিমকেও ২ রানে বোল্ড করে দেন তিনি। ৭ নম্বরে নেমে আরিফুল হকই শুধু প্রতিরোধ গড়েন। তবে আরিফুলও ৭৮ বলে ৮ চারে ৫০ রান করার পর সাজঘরে ফেরেন। এর মধ্য দিয়ে উত্তরাঞ্চলের প্রথম ইনিংস থামে ১৬৬ রানে। মুস্তাফিজ ৪টি ও আরাফাত ২টি উইকেট নেন। ৪ রানে এগিয়ে থেকে দ্বিতীয় ইনিংস শুরু করে প্রথম ওভারেই তাসকিনের আঘাতে মোহাম্মদ নাইম শেখের উইকেট হারায় মধ্যাঞ্চল। উভয় ইনিংসে এ বাঁহাতি ওপেনার শূন্য রানে সাজঘরে ফিরেছেন। দলীয় ২৮ রানে দ্বিতীয় ও ৫০ রানে তৃতীয় উইকেট হারিয়ে বিপাকে পড়ে মধ্যাঞ্চল। তবে চতুর্থ উইকেটে প্রতিরোধ গড়েন আব্দুল মজিদ ও তাইবুর রহমান। তাদের ৮৯ রানের জুটি ভেঙ্গে যায় তাইবুর ৯১ বলে ৬ চারে ৪৭ রান করে আরিফুলের শিকার হলে। এরপর মজিদের সঙ্গে অধিনায়ক শুভাগত হোমের ৪৪ রানের জুটিতে বড় লিডের পথে এগিয়ে যায় মধ্যাঞ্চল। কিন্তু মজিদ ১০৭ বলে ৭ চারে ৬৯ রানে দিনের শেষভাগে তাসকিনের দ্বিতীয় শিকারে পরিণত হন। দিনশেষে ৫ উইকেটে ১৮৭ রান তুলে এখন ১৯১ রানের লিড নিয়েছে মধ্যাঞ্চল। শুভাগত ২৮ রানে ব্যাট করছেন। কক্সবাজারে প্রথমদিনই রান উৎসব করেছিল দক্ষিণাঞ্চল। এনামুল হক বিজয়, মেহেদী হাসান ও নুরুল হাসান সোহানের শতকে ৬ উইকেটে ৪৪৩ রান তুলেছিল। দ্বিতীয়দিন বেশিদূর যেতে পারেনি তারা। ১৫৫ রানে অপরাজিত সোহান আর কোন রানই করতে পারেননি। ৪৮২ রানেই থেমে যায় তাদের প্রথম ইনিংস। ৩টি করে উইকেট নেন রেজাউর রহমান ও সাকলাইন সজীব। জবাব দিতে নেমে পূর্বাঞ্চলের হয়ে দারুণ সূচনা করেন পিনাক ও আশরাফুল। উদ্বোধনী জুটিতে তারা ১৪৬ রান যোগ করেন। আশরাফুল ১২৩ বলে ১২ চারে ৭১ রান করার পর বাঁহাতি স্পিনার আব্দুর রাজ্জাকের বলে বোল্ড হলে জুটি ভাঙ্গে। এরপর দ্রুতই ফিরে গেছেন পিনাকও। তিনি ১৫১ বলে ১২ চার, ১ ছক্কায় ৮০ রান করেছিলেন। পরবর্তীতে ইয়াসির আলী রাব্বি ৭৬ বলে ৪ চার, ২ ছক্কায় ৪৪ রান করেছেন। তিনিও রাজ্জাকের শিকার হন। অফস্পিনার মেহেদী অধিনায়ক ইমরুল কায়েস (২৮) ও আফিফ হোসেন ধ্রুবকে (১৫) সাজঘরে ফেরানোয় কিছুটা বিপাকে পড়েছে পূর্বাঞ্চল। ৫ উইকেটে ২৭০ রান তুলে এখনও ২১২ রানে পিছিয়ে তারা। নাসির হোসেন ১২ ও জাকির হাসান ১৩ রানে ব্যাট করছেন। স্কোর ॥ দক্ষিণাঞ্চল-পূর্বাঞ্চল ম্যাচ (কক্সবাজার) দক্ষিণাঞ্চল প্রথম ইনিংস- ৪৮২/১০; ১০১.৩ ওভার (সোহান ১৫৫, বিজয় ১২৯, মেহেদী ১১২; রেজাউর ৩/৯৬, সাকলাইন ৩/১২৬, হাসান ২/৭২)। পূর্বাঞ্চল প্রথম ইনিংস- ২৭০/৫; ৭৮ ওভার (পিনাক ৮০, আশরাফুল ৭১, ইয়াসির ৪৪; মেহেদী ২/৯৮, রাজ্জাক ২/১০২)। মধ্যাঞ্চল-উত্তরাঞ্চল ম্যাচ (সিলেট) ॥ মধ্যাঞ্চল প্রথম ইনিংস- ১৭০/১০; ৪৮.৫ ওভার (রকিবুল ৭০, আরাফাত ২৫*; তাসকিন ৫/৫৪, সালাউদ্দিন ২/৩৫) ও দ্বিতীয় ইনিংস- ১৮৭/৫; ৫১.৩ ওভার (মজিদ ৬৯, তাইবুর ৪৭, শুভাগত ২৮*; তাসকিন ২/৪৬)। উত্তরাঞ্চল প্রথম ইনিংস- ১৬৬/১০; ৬৩.৪ ওভার (আরিফুল ৫০, জুনায়েদ ৪৭; মুস্তাফিজ ৪/৬৮, আরাফাত ২/১০)। *দ্বিতীয়দিন শেষে
×