ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

শিরোপা লড়াইয়ে বাংলাদেশের প্রতিপক্ষ ভারত

আজ ইতিহাস গড়ার দিন যুবাদের

প্রকাশিত: ১১:৪৫, ৯ ফেব্রুয়ারি ২০২০

আজ ইতিহাস গড়ার দিন যুবাদের

মিথুন আশরাফ ॥ কথায় আছে ‘জীবন একটি ভ্রমণ, কোন গন্তব্য না’। বাংলাদেশ যুব দলের বেলাতেও কথাটি সত্যি হয়ে যাচ্ছে। অনুর্ধ-১৯ ক্রিকেট বিশ্বকাপে এবার ফাইনালে খেলার স্বপ্ন নিয়ে দক্ষিণ আফ্রিকা ভ্রমণে যায় বাংলাদেশ যুব দল। তা বাস্তব হয়ে গেছে। এখন ভ্রমণ আরও বেড়ে গেছে। গন্তব্য আরও দূর গেছে। সেই গন্তব্য ফাইনালে খেলার। ফাইনালে জিতে আরও বড় স্বপ্ন বাস্তব করার। তা করতে হলে আজ শিরোপা নির্ধারণী ম্যাচে ভারত যুব দলকে হারাতে হবে। হারালেই বাংলাদেশ প্রথমবারের মতো যুব বিশ্বকাপে চ্যাম্পিয়ন হবে। আকবরবাহিনী অনুর্ধ-১৯ ক্রিকেট বিশ্বকাপ খেলতে যাওয়ার আগে লক্ষ্য নির্ধারণ করে গিয়েছিল। ফাইনালে খেলার স্বপ্ন ছিল। এর আগের কোন যুব দলই যুব বিশ্বকাপের ফাইনালে খেলতে পারেনি। তাই এই স্বপ্নই দেখা হয়। সেই স্বপ্ন বাস্তব হয়ে গেছে। যে ভ্রমণে বের হয়েছিল বাংলাদেশ যুব দল, তা পূরণ হয়েছে। এখন আরেকটি ম্যাচ জয়ের পালা। দক্ষিণ আফ্রিকার পোচেফস্ট্রুমের সেনওয়াস পার্কে বাংলাদেশ সময় দুপুর ২টায় ফাইনাল ম্যাচটি শুরু হবে। এই ম্যাচটি খেলতে নামার আগে দুই দলই আছে ফুরফুরে মেজাজে। টুর্নামেন্টজুড়ে যে দাপট দেখিয়েছে। দুই দলই অপরাজিত আছে। আজ যে কোন একটি দলের হারতেই হবে। অপরাজিত থাকবে একটি দলই। সেই দলটি কারা? তা ম্যাচটি শেষ হতেই বোঝা যাবে। তবে টুর্নামেন্টে বাংলাদেশ যে চ্যাম্পিয়নও হয়ে যেতে পারে, সেই প্রত্যাশা আছে। অনুর্ধ-১৯ ক্রিকেট বিশ্বকাপে ভারত যুব দল অনেক শক্তিশালী দল। তা ঠিক। দলটি চারবার চ্যাম্পিয়ন হয়েছে। সবচেয়ে বেশিবার চ্যাম্পিয়ন হওয়া দল ভারত। আবার সর্বশেষ আসরের চ্যাম্পিয়নও তারা। এবার শুরু থেকেই দাপট দেখিয়ে খেলেছে। গ্রুপপর্বে তিন ম্যাচের তিনটিতেই জিতেছে। শ্রীলঙ্কাকে ৯০ রানে হারানোর পর জাপানকে ১০ উইকেটে ও নিউজিল্যান্ডকে বৃষ্টি আইনে ৪৪ রানে হারিয়ে অপরাজিত থেকে কোয়ার্টার ফাইনালে খেলে ভারত। টুর্নামেন্টে চার গ্রুপে খেলা হয়। চার গ্রুপ থেকে দুটি করে মোট আটটি দল কোয়ার্টার ফাইনালে ওঠে। পয়েন্ট তালিকায় ‘এ’ গ্রুপ থেকে ভারত ও ‘বি’ গ্রুপ থেকে ওয়েস্ট ইন্ডিজ যুব দলটিই টানা তিন ম্যাচে জিতে ৬ পয়েন্ট নিয়ে কোয়ার্টার ফাইনালে ওঠে। আর কোন দলই ৬ পয়েন্ট পায়নি। ভারত শেষ পর্যন্ত ফাইনালে ওঠে। কিন্তু ওয়েস্ট ইন্ডিজ পারেনি। কোয়ার্টার ফাইনালে অস্ট্রেলিয়াকে ৭৪ রানে হারায় ভারত। দাপটের সঙ্গে গত আসরের রানার্সআপ দলকে উড়িয়ে দেয়। সেমিফাইনালে চিরপ্রতিদ্বন্দ্বি দল পাকিস্তানকেও পাত্তা দেয়নি। ১০ উইকেটে হারিয়ে শিরোপা নির্ধারণী ম্যাচে খেলার যোগ্যতা অর্জন করে নেয় ভারত। আজ বাংলাদেশের বিরুদ্ধে লড়াই করবে ভারত। বাংলাদেশও দাপট দেখিয়েই ফাইনালে ওঠে। গ্রুপপর্বে প্রথম ম্যাচে জিম্বাবুইয়েকে বৃষ্টি আইনে ৯ উইকেটে হারায় বাংলাদেশ যুব দল। এরপর স্কটল্যান্ডকে হারিয়ে ‘সি’ গ্রুপ থেকে সবার আগে কোয়ার্টার ফাইনালে খেলা নিশ্চিত করে নেয়। শেষ ম্যাচটি পাকিস্তানের বিরুদ্ধে ছিল। কিন্তু ম্যাচটি বৃষ্টিতে পরিত্যক্ত হয়। শেষ পর্যন্ত পাকিস্তানের সমান ৫ পয়েন্ট পায় বাংলাদেশ। তবে রানরেটে এগিয়ে থেকে গ্রুপ চ্যাম্পিয়ন হয়। অপরাজিত থাকে। কোয়ার্টার ফাইনালে বাংলাদেশের সামনে বাধা হয়ে থাকে স্বাগতিক দল দক্ষিণ আফ্রিকা। কিন্তু প্রোটিয়াদের উড়িয়ে দেয় বাংলাদেশ। ১০৪ রানের বড় ব্যবধানে হারায়। এই আত্মবিশ্বাস নিয়ে সেমিফাইনালে খেলতে নেমেও সহজভাবে জয় তুলে নেয়। নিউজিল্যান্ডকে ৩৫ বল বাকি থাকতেই ৬ উইকেটে হারিয়ে ফাইনালে ওঠে বাংলাদেশ। প্রথমবারের মতো ফাইনালে উঠে বাংলাদেশ ইতিহাস গড়ে। আজ ভারতের বিরুদ্ধে ফাইনাল ম্যাচটি জিততে পারলে ইতিহাসের পাতায় যুব দলের নামটি স্বর্ণাক্ষরে লেখা থাকবে। প্রথমবারের মতো চ্যাম্পিয়ন যে হবে বাংলাদেশ। কিন্তু তা কী সম্ভব? বাংলাদেশ এর আগে কখনই ফাইনালে খেলেনি। এই ম্যাচে যে ¯œায়ুচাপ থাকে, তার সামনে কখনও পড়তে হয়নি। তাছাড়া যে দলটির বিরুদ্ধে বাংলাদেশ ফাইনালে লড়াই করতে নামবে সেই দলটি এই শিরোপা নির্ধারণী ম্যাচের সেরা দল। চারবার চ্যাম্পিয়ন হওয়ার সঙ্গে দুইবার রানার্সআপও হয়েছে ভারত যুব দল। মোট ৬ বার ফাইনালে খেলেছে। ভারত দলের ক্রিকেটাররা এই ম্যাচের আবহের সঙ্গে মানিয়ে নিতে পারে। তা তো এর আগে তাদের সাফল্যই বুঝিয়ে দিচ্ছে। তবে ৫০ ওভারের খেলা। দিনটিতে যে দল ভাল করতে পারবে তারাই জিতবে। ভারত যে দাপট দেখিয়ে খেলে এসেছে, ছন্দপতন তো একটি দিন হবেই। সেই দিনটি আজ হয়ে গেলেই তো হলো। আজ ৯ ফেব্রুয়ারি দিনটি বাংলাদেশের ক্রিকেট ইতিহাসে নতুনরূপে আবির্ভাব হবে, নাকি শিরোপায় হাতের ছোঁয়া লাগিয়েও পিছলে যাবে, তাই দেখার অপেক্ষা এখন। দিনটি স্মরণীয় হয়ে উঠুক, সেই প্রত্যাশাই আছে। সেই প্রত্যাশা এখন আকবর আলী, মাহমুদুল হাসান জয়, তৌহিদ হৃদয়, পারভেজ হোসেন ইমন, তানজিদ হাসান তামিম, শাহাদাত হোসেন, শামিম হোসেন, রকিবুল হাসান, শরিফুল ইসলাম, তানজিম হাসান সাকিব, হাসান মুরাদরা পূরণ করতে পারলেই হয়।
×