ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

জামায়াতীরা তৎপর ॥ এক শিক্ষকের মামলা, অভিভাবক নেতা দুলু গ্রেফতার

আইডিয়ালে ছাত্রীদের ওড়না নিয়ে অপপ্রচার বন্ধ হয়নি

প্রকাশিত: ১১:০৪, ৯ ফেব্রুয়ারি ২০২০

আইডিয়ালে ছাত্রীদের ওড়না নিয়ে অপপ্রচার বন্ধ হয়নি

স্টাফ রিপোর্টার ॥ জাতীয় সংসদে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেয়া বক্তব্যের পরও রাজধানীর মতিঝিল আইডিয়াল স্কুল এ্যান্ড কলেজে ছাত্রীদের ওড়না নিষিদ্ধের অপপ্রচার বন্ধ করেনি জামায়াতপন্থী শিক্ষক ও অভিভাবকরা। জামায়াত-শিবিরপন্থী কিছু শিক্ষক ও কথিত অভিভাবক ফায়দা লুটতে চালাচ্ছে মিথ্যা অপপ্রচার। এদিকে ছাত্রীদের ড্রেস কোড পরিবর্তন নিয়ে প্রধানমন্ত্রীকে কটূক্তি, শিক্ষার্থীদের হুমকির অভিযোগে দায়ের মামলায় জিয়াউল কবির দুলু নামে এক অভিভাবক নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। এক শিক্ষকের মামলায় আসামি করা হয়েছে আরও তিনজনকে। এর আগে প্রায় মাস ধরে দেশের এ নামী প্রতিষ্ঠানে মেয়েদের ওড়না নিষিদ্ধ করা হয়েছে বলে একটি বিশেষ মহল অপপ্রচার চালিয়ে যাচ্ছে। প্রতিষ্ঠানের জামায়াত-শিবিরপন্থী একটি চক্র ও কথিত অভিভাবক নামধারী একটি গ্রুপ ফেসবুকে চালাচ্ছে মিথ্যা ও বিকৃত তথ্য। এমন পরিস্থিতিতে গত ২৯ জানুয়ারি জাতীয় সংসদে বিরোধীদলীয় চীফ হুইপ মসিউর রহমান রাঙ্গার (রংপুর-১) তারকাচিহ্নিত প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, রাজধানীর মতিঝিল আইডিয়াল স্কুল এ্যান্ড কলেজে মেয়ে শিক্ষার্থীদের ওড়না পরা নিষিদ্ধ নয়। ধর্মীয় অনুভূতিতে আঘাতকারী যেকোন কর্মকা-ের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে তার সরকার সব সময় সতর্ক রয়েছে। তিনি বলেন, প্রতিষ্ঠানটিতে মেয়ে শিক্ষার্থীদের ওড়না পরা নিষিদ্ধ করার অভিযোগের বিষয়ে শিক্ষা মন্ত্রণালয়ের তদন্তে কোন সত্যতা পাওয়া যায়নি। প্রতিষ্ঠানের পরিচালনা পর্ষদও মেয়ে শিক্ষার্থীদের ওড়না পরা নিষিদ্ধ করার কোন সিদ্ধান্ত নেয়নি। মনে করা হচ্ছিল, প্রধানমন্ত্রীর বক্তব্যের পর অপপ্রচার বন্ধ হবে। কিন্তু জামায়াতী এ চক্র অপপ্রচারে ব্যবহার করে একাধিক মিডিয়া ও সামাজিক যোগাযোগ মাধ্যমকেও। গণমাধ্যমে বিজ্ঞপ্তি পাঠিয়ে মিথ্যা তথ্য প্রচার করে। শিক্ষকরা শিবিরপন্থী বহিরাগত ব্যক্তিদেরও ঘটনার জন্য দায়ী করেছেন। এদিকে এ ঘটনায় প্রধানমন্ত্রীর বিরুদ্ধে কটূক্তি, শিক্ষা প্রতিষ্ঠানে বিশৃঙ্খলা, শিক্ষার্থীদের ভয়ভীতি প্রদর্শন ও শিক্ষক-কর্মচারীদের সঙ্গে খারাপ আচরণসহ বিভিন্ন অভিযোগে দায়ের করা মামলায় অভিভাবক ঐক্য ফোরামের সভাপতি জিয়াউল কবির দুলুকে গ্রেফতার করেছে মতিঝিল থানা পুলিশ। পুলিশ জানিয়েছে, প্রতিষ্ঠানটির সহকারী প্রধান শিক্ষক মোঃ মোফাজ্জল হোসেন বাদী হয়ে শুক্রবার মতিঝিল থানায় মামলা করেন। মামলায় অভিভাবক ঐক্য ফোরামের সভাপতি জিয়উল কবির দুলু, মোহাম্মদ আহসান উল্লাহ মানিক, মোঃ সওগাতুল আলম শওকত ও শ্যামলী আক্তার শিমু নামের অভিভাবককে আসামি করা হয়েছে। ওই শিক্ষক তার মামলায় গবর্নিং বডির একটি সিদ্ধান্তের মিথ্যা ও বিকৃত ব্যাখ্যা দিয়ে জামায়াত-শিবিরপন্থী শিক্ষক, শিক্ষিকা ও কথিত অভিভাবকদের অপতৎপরতার অভিযোগ এনেছেন। মামলার অভিযোগে বলা হয়, গত বছর ৩ অক্টোবর গবর্নিং বডির সভায় ড্রেস কোডে আংশিক পরিবর্তন করা হয়, ছাত্রদের টুপি ও ছাত্রীদের স্কার্ফ ঐচ্ছিক করা হয়। কারণ এই প্রতিষ্ঠানে হিন্দু, খ্রীস্টান, বৌদ্ধসহ অন্যান্য ধর্মাবলম্বী ছাত্রছাত্রী রয়েছে। গবর্নিং বডির এই সিদ্ধান্তের প্রতিবাদে জামায়াত-শিবির মতাদর্শী শিক্ষক-শিক্ষিকা এবং তথাকথিত অভিভাবক ফোরামের চেয়ারম্যান জিয়াউল কবির, মোহাম্মদ আহসান উল্লাহ মানিক, মোঃ সওগাতুল আলম শওকত ও শ্যামলী আক্তার শিমু অভিভাবকদের নিয়ে প্রতিষ্ঠান ধ্বংস করার জন্য বিভিন্ন ষড়যন্ত্র ও অপপ্রচার শুরু করেন।
×