ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

অপশক্তি দেশকে জঙ্গী রাষ্ট্র বানানোর চক্রান্ত করেছিল ॥ স্বরাষ্ট্রমন্ত্রী

প্রকাশিত: ১১:০০, ৯ ফেব্রুয়ারি ২০২০

অপশক্তি দেশকে জঙ্গী রাষ্ট্র বানানোর চক্রান্ত করেছিল ॥ স্বরাষ্ট্রমন্ত্রী

স্টাফ রিপোর্টার ॥ বাংলাদেশকে জঙ্গী রাষ্ট্র বানানোর সর্বাত্মক চেষ্টা, ষড়যন্ত্র ও চক্রান্ত করেছিল দেশী-বিদেশী অপশক্তি। পুলিশই ওদের সব কিছু নস্যাত করে দিয়ে আজ একটি নিরাপদ রাষ্ট্রে পরিণত করেছে। এখন আমাদের লক্ষ্য দেশকে জঙ্গী, মাদক ও সন্ত্রাসমুক্ত রাখা। ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এ তথ্য প্রকাশ করেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। তিনি বলেছেন, এখন রাজধানীবাসীর নিরাপত্তা নিশ্চিত করাই ঢাকা মহানগর পুলিশের প্রধান দায়িত্ব ও কর্তব্য। এজন্য থানাকেই সেবার কেন্দ্রবিন্দু হিসেবে পরিণত করতে হবে। তিনি আরও বলেছেন-মানুষ এখন পুলিশের প্রতি যথেষ্ট আস্থাবান। দিন দিন এই সেবা ও নিরাপত্তা এমন পর্যায়ে নিয়ে যাওয়া হবে যাতে শতাব্দীর সেরা পুলিশের মর্যাদা পায়। উল্লেখ্য, শনিবার সেবার ৪৪ বছর পেরিয়ে ৪৫ বছরে পদার্পণ করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। সে জন্যই পালিত হয় ঢাকা মেট্রোপলিটন পুলিশের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী। ‘শান্তি শপথে বলীয়ান’ মূলমন্ত্রে উজ্জীবিত হয়ে ডিএমপি জননিরাপত্তা বিধান ও আইনশৃঙ্খলা রক্ষার দায়িত্ব পালন করে আসছে। মাত্র ৬ হাজার পুলিশ নিয়ে শুরু ডিএমপির যাত্রা। আজ সেটা দাঁড়িয়েছে ৩৪ হাজারে। অর্থাৎ বাংলাদেশ পুলিশের বৃহৎ এই ইউনিট ঢাকা মেট্রোপলিটন পুলিশ ১৯৭৬ সাল হতে জনবহুল রাজধানী ঢাকা মহানগরের আইনশৃঙ্খলা রক্ষা এবং অপরাধ প্রতিরোধ ও প্রতিকারে নিরলসভাবে কাজ করছে। প্রযুক্তিগত দক্ষতা এবং পেশাগত জ্ঞান অর্জনকে প্রাধান্য দিয়ে, সৃজনশীলতা এবং জনঅংশীদারিত্বকে অন্যতম কার্যকৌশল হিসেবে গ্রহণ করে বহুমাত্রিক এ নগরের আইনশৃঙ্খলা রক্ষা ও জননিরাপত্তা বিধানে সচেষ্ট ঢাকা মেট্রোপলিটন পুলিশ। এ উপলক্ষে ঢাকা মেট্রোপলিটন পুলিশ লাইন্স রাজারবাগে এক নাগরিক সংবর্ধনার আয়োজন করা হয়। অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান ছাড়াও উপস্থিত ছিলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সচিব মোস্তফা কামাল উদ্দীন ও আইজিপি ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী ও কমিশনার মোঃ শফিকুল ইসলাম। স্বরাষ্ট্র সচিব মোস্তফা কামাল উদ্দিন বলেনছেন, ঢাকা মহানগর পুলিশ আজ সবচেয়ে মর্যাদাবান ইউনিটে পরিণত। আইজিপি ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী বলেন, অপরাধমুক্ত সমাজ গঠন একটি সেøাগান। আইনের শাসন প্রয়োগের ফলে তা অপরাধমুক্ত রাখা যায়। পুলিশ কমিশনার মোঃ শফিকুল ইসলাম বলেন- শত সীমাবদ্ধতা থাকার পরও চেষ্টা চলছে নগরবাসীর জন্য থানাকেই সেবার কেন্দ্রবিন্দুতে পরিণত করার। এবার আমরা বলতে চাই- ‘মুজিববর্ষের অঙ্গীকার পুলিশ হবে জনতার।’ এর আগে বিকেলে ডিএমপি হেডকোয়ার্টার্স হতে রাজারবাগ পুলিশ লাইন্স পর্যšত বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। প্রতিষ্ঠা দিবসের ডকুমেন্টারি প্রদর্শনসহ মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
×