ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

যুক্তরাষ্ট্রের ১৭শ’ পণ্যে শুল্ক কমাল চীন

প্রকাশিত: ০৯:৪১, ৯ ফেব্রুয়ারি ২০২০

যুক্তরাষ্ট্রের ১৭শ’ পণ্যে শুল্ক কমাল চীন

অর্থনৈতিক রিপোর্টার ॥ যুক্তরাষ্ট্র থেকে আমদানি ১ হাজার ৭০০ পণ্যে আরোপ করা শুল্কের পরিমাণ কমিয়েছে চীন। চীন কর্তৃপক্ষ বলছে, কিছু পণ্যে ১০ থেকে ৫ আর কিছু পণ্যে ৫ থেকে আড়াই শতাংশে নামিয়ে আনা হবে শুল্ক। প্রায় ৭ হাজার ৫শ’ কোটি ডলারের আমদানি পণ্যে শুল্ক কমিয়ে আনছে চীন, যা কার্যকর হবে ১৪ ফেব্রুয়ারি। এর বিপরীতে ইতিবাচক সিদ্ধান্ত নেবে যুক্তরাষ্ট্রও। কয়েক বছর ধরেই শুল্কারোপ পাল্টা শুল্কারোপে চলছে চীন যুক্তরাষ্ট্র বাণিজ্য যুদ্ধ। করোনার প্রকোপে ক্ষতিগ্রস্ত চীন এখন নতুন করে সম্পর্ক বৈরী করতে চায় না। এ কারণে যুক্তরাষ্ট্রের পণ্যের আমদানি ২০ হাজার কোটি ডলার পর্যন্ত বাড়াতে আগ্রহী চীন। এ ঘোষণার পর চাঙ্গা হয়েছে এশিয়ার শেয়ারবাজার। ২০১৯ সালে উবারের লোকসান ৮৫০ কোটি ডলার অর্থনৈতিক রিপোর্টার ॥ ২০১৯ সালে অ্যাপভিত্তিক রাইড শেয়ারিং প্রতিষ্ঠান উবারের লোকসান হয়েছে ৮৫০ কোটি মার্কিন ডলার। প্রতিষ্ঠানটির বার্ষিক আর্থিক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। এতে আরও জানানো হয়, গত বছরের শেষ মাসে মোট ক্ষতি হয়েছে ১১০ কোটি ডলার। প্রতিষ্ঠার পর থেকে এখন পর্যন্ত মুনাফা করতে পারেনি উবার। বিপরীতে প্রতি প্রান্তিক এবং প্রতি বছরে বড় অঙ্কের ক্ষতি হয়েছে প্রতিষ্ঠানটি। যদিও এ ক্ষতি বিনিয়োগেরই অংশ হিসেবে দাবি করেন উবারের প্রধান নির্বাহী কর্মকর্তা দারা খোশরোশাহী। তিনি জানান, ক্ষতির যুগ শেষ হয়েছে। ২০২০ সালেই উবার মুনাফা করতে পারবে বলে জানান তিনি। মাস্ক উৎপাদন করছে ফক্সকন অর্থনৈতিক রিপোর্টার ॥ করোনা ভাইরাস সংক্রমণ ঠেকাতে সচেতনতা বৃদ্ধি প্রকল্প শুরু করেছে আইফোনের চীনা অংশীদার ফক্সকন। নিজেদের কারখানায় মাস্ক তৈরি করছে প্রতিষ্ঠানটি। ফক্সকন জানায়, ১৪টি উৎপাদন লাইন মাস্ক তৈরির কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। যেখানে দৈনিক উৎপাদন করা হচ্ছে ১৭ লাখ মাস্ক। প্রতিষ্ঠানটি জানায়, করোনা ভাইরাসের কারণে হঠাৎ মাস্কের চাহিদা বেড়ে যাওয়ায় সঙ্কট দেখা দিয়েছে। পণ্যটির দামও বেশ বেড়ে গেছে। এ সঙ্কট থেকে উত্তরণে সহায়তার লক্ষ্যে মাস্ক তৈরির প্রকল্প হাতে নেয়া হয়েছে। বাড়তি চাহিদার দিকে দৃষ্টি রেখে দৈনিক ২০ লাখ মাস্ক উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে ফক্সকন।
×