ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

লাবুশেনের মাঝে নিজেকে দেখেন শচীন

প্রকাশিত: ০৯:৩৫, ৮ ফেব্রুয়ারি ২০২০

  লাবুশেনের মাঝে নিজেকে দেখেন শচীন

স্পোর্টস রিপোর্টার ॥ শচীনকে বলা হতো এ যুগের ব্র্যাডম্যান। ‘এ ছেলে ঠিক আমার মতো ব্যাটিং করে’Ñ মৃত্যুর আগে এমন মন্তব্য করে সেটিকে উস্কে গিয়েছিলেন খোদ স্যার ডন ব্র্যাডম্যান। শচীন টেন্ডুলকর রেকর্ডের বরপুত্র। আধুনিক ব্যাটিংয়ের অপার বিস্ময়। সাবেক ভারতীয় উইলোবাজ এখন কার ব্যাটিংয়ে মুগ্ধ হন? উত্তরটা শুনলে অবাঁক লাগবে। স্টিভেন স্মিথ, কেন উলিয়ামসন, জো রুট, এমনকি উত্তরসূরি বিরাট কোহলিও নন, শচীনের পছন্দ মার্নাস লাবুশেন! অস্ট্রেলিয়ায় দাবানলে ক্ষতিগ্রস্তদের সাহায্যার্থে সাবেক তারকাদের নিয়ে একটি প্রীতি ম্যাচের আয়োজন করছে ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)। সেখানে স্থানীয় সংবাদ মাধ্যমকে শচীন বলেন, ‘লাবুশেনের ফুটওয়ার্ক অবিশ্বাস্য। ওর খেলা দেখলে আমার নিজের কথা মনে পড়ে।’ অসি-সেনসেশন লাবুশেনের রানের ক্ষুধা, ফুট ওয়ার্ক দেখে নিজের কথা মনে হয় বলে উল্লেখ করেন শচীন। টেস্ট ক্রিকেটের ইতিহাসে সর্বোচ্চ রান ও সেঞ্চুরির রেকর্ড শচীনের দখলে। ৫১ সেঞ্চুরিতে করেছেন ১৫,৯২১ রান। মানসিকভাবেও লাবুশেনকে শক্ত দাবি করে শচীন আরও যোগ করেন, ‘কোন এক ম্যাচে সে আর্চারের বলে আঘাত পেয়ে মাঠে পড়ে গেছে। কিন্তু সে এরপরেও মাঠে খেলে গেছে। আমার কাছে তখন তাকে বিশেষ বলে মনে হয়েছে। এছাড়াও ফুটওয়ার্কের জন্য মানসিকভাবে শক্ত হওয়া লাগে। ইতিবাচক না ভাবলে আপনার পা নড়বে না। কিন্তু লাবুশেনের ফুটওয়ার্ক অসাধারণ। আর এটাই প্রমাণ করে সে মানসিকভাবে শক্ত।’ গত বছর কনকাশন সাব হিসেবে মাঠে নামার পর থেকে উত্তরোত্তর উন্নতিই হয়েছে লাবুশেনের। ১৪ টেস্টে ৪ সেঞ্চুরি ও ৮ হাফসেঞ্চুরিতে করে ফেলেছেন ১৪৫৯ রান। এক বছরের মধ্যে টেস্টে ১০৭ ধাপ উন্নতি করে আইসিসি ব্যাটসম্যান র‌্যাঙ্কিংয়ে উঠে এসেছেন তৃতীয় স্থানে। তবে কোহলি, না স্মিথ- কে সেরা? সময়ের বহুল উচ্চারিত এ প্রশ্নেরও জবাব দিয়েছেন শচীন। তিনি বলেন, ‘ভারতীয় হিসেবে একজন ভারতীয়কে বেছে নিতে দাও।’ সুপার কোহলিকে বন্ধু উল্লেখ করে তিনি আরও যোগ করেন, ‘কোহলি আমার বন্ধু। তাই স্মিথকে প্রতিপক্ষ দলে দেখতে চাইব। তবে আমার চোখে স্মিথ অসাধারণ খেলোয়াড়।’ বর্তমান ক্রিকেটের দুই সুপারস্টার স্মিথ-কোহলিকে নিয়ে শচীন যোগ করেন, ‘ওরা দু-জনই পুরো ক্রিকেট বিশ্বকে বিনোদিত করে চলছে। তাদের খেলা দেখা সমর্থকদের জন্য যেমন আনন্দের তেমনি আমার জন্যেও আনন্দের।’ এদিকে স্মিথকে নিয়ে ভারতীয় ক্রিকেট কিংবদন্তি শচীন টেন্ডুলকরের মূল্যায়ন, ‘স্মিথ ধারাবাহিকভাবে নিজেকে প্রমাণ করে চলছে। তার মানসিকতা, নিজেকে নিয়ন্ত্রণ করা অসাধারণ। তার টেকনিক স্বাভাবিকের মতো নয়। অনেকটা আলাদা। তবে সে জানে কিভাবে মানিয়ে নিতে হয়।’
×