ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

ভারতের সিরিজ বাঁচিয়ে রাখার লড়াই

প্রকাশিত: ০৯:৩৫, ৮ ফেব্রুয়ারি ২০২০

 ভারতের সিরিজ বাঁচিয়ে রাখার লড়াই

স্পোর্টস রিপোর্টার ॥ টি২০ তে নিউজিল্যান্ডকে ৫-০’ ব্যবধানে বিধ্বস্ত করার পরও ভারত অধিনায়ক বিরাট কোহলি বলেছিলেন, ওয়ানডেতে ওরা ভয়ঙ্কর দল। সেটা অমুলক নয়। রাঘব-বোয়াল সব প্রতিপক্ষকে টেক্কা দিয়ে বিশ্বকাপের ফাইনালে ওঠা কিউইরা ¯্রফে ভাগ্যের ফেরে শিরোপা জিততে পারেনি। মূল ম্যাচ এবং সুপার ওভার দুটোই ‘টাই’ হওয়ায় হারতে হয়েছিল বাউন্ডার সংখ্যায়! ক্রমশ অদ্যম হয়ে ওঠা ব্ল্যাক-ক্যাপস শিবির এবার ঘরের মাটিতে টি২০ সিরিজে এতটা বাজে খেলার পর প্রথম ওয়ানডেতেই ঘুড়ে দাঁড়ায় দুর্দান্ত প্রতাপে। হ্যামিল্টনে ভারতের ৩৪৭ রান টপকে যায় ৪ উইকেট হাতে রেখে। সফরে তাই কঠিন পরীক্ষায় কোহলি-বাহিনী। আজ হারলেই সিরিজ শেষ। মোড়ল দেশটির জন্য অনুপ্রেরণা হতে পারে নিজেদের সবশেষ দুটি ওয়ানডে সিরিজ। এখানে আসার আগে ওয়েস্ট ইন্ডিজ এবং অস্ট্রেলিয়ার বিপক্ষে ঠিক এভাবে পিছিয়ে পড়ার পরও সিরিজ জিতেছিল ভারত। অকল্যান্ডে খেলা শুরু বাংলাদেশ সময় সকাল আটটায়। নিউজিল্যান্ডেও কি শেষ দুই ওয়ানডে জিতে সিরিজ দখল করবে কোহলির দল? গত বছরের শেষের দিকে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে চেন্নাইয়ে প্রথম ওয়ানডেতে ২৮৮ রান তুলেও হেরে গিয়েছিল ভারত। বিশাখাপত্তমে দ্বিতীয় ম্যাচে রোহিত শর্মা ও লোকেশ রাহুলের দাপটে ৩৮৭ তুলেছিল ভারত। আর কটকে শেষ একদিনের ম্যাচে জয় আসে ৪ উইকেটে। ২-১ সিরিজ জিতে নিয়েছিল টিম-ইন্ডিয়া। এ বছরের শুরুর দিকে মুম্বইয়ে প্রথম ওয়ানডেতে অস্ট্রেলিয়ার কাছে ১০ উইকেটে হেরেছিল ভারত। রাজকোটে রোহিত-কোহলি-ধওয়নের ব্যাটের দাপটে ৩৬ রানে আসে জয়। বেঙ্গালুরুতে শেষ ম্যাচে রোহিতের সেঞ্চুরি সিরিজ জেতায় দলকে।
×