ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

ফাইনালে ভারতকে হারাতে চায় বাংলাদেশ

প্রকাশিত: ০৯:০৫, ৮ ফেব্রুয়ারি ২০২০

 ফাইনালে ভারতকে হারাতে চায় বাংলাদেশ

স্পোর্টস রিপোর্টার ॥ যে স্বপ্ন নিয়ে অনুর্ধ-১৯ ক্রিকেট বিশ্বকাপ খেলতে দক্ষিণ আফ্রিকায় গেছে বাংলাদেশ যুব ক্রিকেট দল, সেই স্বপ্ন সফল হয়েছে। প্রথমবারের মতো যুব বিশ্বকাপের ফাইনালে উঠেছে বাংলাদেশ যুব দল। এখন রবিবার পোচেফস্ট্রুমে ফাইনালে ভারত যুব দলের বিরুদ্ধে লড়াই করবে আকবর বাহিনী। শিরোপা নির্ধারণী ম্যাচে ভারত যুব দলকেও হারাতে চায় বাংলাদেশ যুব দল। আর হারাতে পারলেই প্রথমবারের মতো চ্যাম্পিয়ন হওয়াও হয়ে যাবে। যুব বিশ্বকাপে সবচেয়ে বেশিবার, চারবার চ্যাম্পিয়ন হওয়া ভারত যুব দলকে কী ফাইনালে হারানো সম্ভব? বাংলাদেশের যুব দলের ব্যাটসম্যানদের মধ্যে যুব বিশ্বকাপে নকআউট পর্বে সেঞ্চুরি করা একমাত্র ব্যাটসম্যান এখন মাহমুদুল হাসান জয়। সেমিফাইনালে জয়ের ১০০ রানের অসাধারণ ইনিংসেই নিউজিল্যান্ড যুব দলকে ৬ উইকেটে হারিয়ে ফাইনালে উঠে বাংলাদেশ যুব দল। তিনি মনে করছেন, ভারত যুব দলকেও হারানো সম্ভব। স্বাভাবিক খেলাটা খেলতে পারলেই হলো। জয় বলেন, ‘আমরা আমাদের স্বাভাবিক খেলাটাই খেলব। ফাইনাল বলেই বাড়তি চাপ নেব এমন না। ভাল কিছুই হবে।’ নিউজিল্যান্ড যুব দলের ছুড়ে দেয়া ২১২ রানের টার্গেটে খেলতে নেমে শুরুতে বিপদ আসলেও শেষপর্যন্ত স্বাচ্ছন্দ্যেই শেষ করা যায় ম্যাচ। তা করা যায় জয়ের দুর্দান্ত ব্যাটিংয়ে। ১২৭ বলে ১০০ রানের স্মরণীয় ইনিংস খেলেন জয়। এই ইনিংসটি বিশেষ কিছু বলেই জানান জয়, ‘এটা আমার জন্য বিশেষ একটি ইনিংস। কারণ বাংলাদেশ এই প্রথম ফাইনালে উঠল। বাংলাদেশ এর আগে সর্বোচ্চ সেমিফাইনাল (২০১৬ সালে) পর্যন্ত যেতে পেরেছে। অধিকাংশ সময় এর আগেই নক আউটে বাদ পড়েছে। প্রথমবারের মতো ফাইনালে ওঠায় এটা আমার জন্য বিশেষ এক ইনিংস।’ এই ইনিংসটি কিভাবে গড়লেন? জয় জানান, ‘আমরা একটু একটু করে এগিয়ে যাওয়ার চেষ্টা করছিলাম। ১০ রান, ১০ রান-এভাবেই খেলার চেষ্টা করেছি। তৌহিদের সঙ্গে যে জুটি হলো, তখন মনে হলো ম্যাচটা আমাদের দিকে চলে এসেছে। আরেকটু বড় জুটি হলেই আমাদের পরের ব্যাটসম্যানদের কোন ঝামেলায় পড়তে হবে না।’ সঙ্গে অপরাজিত থাকতে না পারার আক্ষেপের কথাও জানান মাহমুদুল হাসান জয়, ‘অবশ্যই খুশি না। দল চাচ্ছিল আমি অপরাজিত থাকি। শেষ করে এলে আরও ভাল হতো। কিন্তু বাজে একটা শট খেলে আউট হয়ে গেছি।’ এখন ফাইনালে ভারত যুব দলের বিরুদ্ধে এমন একটি দুর্দান্ত ইনিংস খেলা গেলে চ্যাম্পিয়ন হওয়াও সম্ভব। যুব বিশ্বকাপ টুর্নামেন্টে এখনও পর্যন্ত কোন ম্যাচ হারেনি বাংলাদেশ অনুর্ধ-১৯ ক্রিকেট দল। সবমিলিযে টানা ৯ ম্যাচ জিতে নিজেদের টানা জয়ের রেকর্ড নতুন করে লিখেছেন আকবর আলী-মাহমুদুল হাসান জয়রা। অন্যদিকে ভারত তাদের শেষ ১৮ ম্যাচের মধ্যে মাত্র ৩টিতে হেরেছে। চলতি টুর্নামেন্টে তারাও বাংলাদেশের মতোই অপরাজিত আছে। ফাইনালে ভারত। তাই শিরোপা জেতার জন্য টাইগারদের নিজেদের সামর্থ্যরে শেষ বিন্দুটুকু দিয়ে খেলতে হবে। জয় বলেন, ‘ফাইনাল বলে যে বাড়তি চাপ নিতে হবে, তেমন কিছু না।’ চাপহীন খেলতে পারলে ভারত যুব দলকে হারাতেও পারে বাংলাদেশ যুব দল। হারালে চ্যাম্পিয়নও হয়ে যেতে পারে আকবর বাহিনী।
×