ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

প্রতিবাদ

প্রকাশিত: ০৮:৫৫, ৮ ফেব্রুয়ারি ২০২০

 প্রতিবাদ

গত ৩১ জানুয়ারি দৈনিক জনকণ্ঠে ‘যশোর কারাগারের ৪০ কর্পোরেট সিমকার্ডের হদিস নেই’ শিরোনামে প্রকাশিত সংবাদের প্রতিবাদ করেছেন যশোর কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার সুব্রত কুমার বালা। প্রতিবাদলিপিতে তিনি বলেছেন, সংবাদটি সত্য নয়। মূলত কর্মচারীদের ব্যবহারের জন্য কারা অধিদফতর থেকে কতিপয় সিমকার্ড সরবরাহ করা হয়। কর্মচারীদের বদলিজনিত কারণে কিছু সিমকার্ড সংস্থাপন শাখায় অব্যবহৃত অবস্থায় সংরক্ষিত ছিল। দাফতরিক কাজের সুবিধার্থে কিছুদিন পূর্বেও কারাগারের সংস্থাপন শাখা কারাগারের প্রধান অফিস ভবন হতে স্থানান্তর করা হয়। পরবর্তী সময় সংস্থাপন শাখায় ৪০টি সিমকার্ড খুঁজে পাওয়া যায়নি। বিষয়টি উর্ধতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। তাই উক্ত সংবাদের প্রতিবাদ জানাচ্ছি। প্রতিবেদকের বক্তব্য : গত ২৯ জানুয়ারি রাতে যশোর কেন্দ্রীয় কারাগারের জেলর তুহিন কান্তি খান যশোর কেতোয়ালি মডেল থানায় একটি জিডি করেন। জিডি নম্বর-১৫২৩/২৯.০১.২০২০। জিডিতে তিনি উল্লেখ করেন যশোর কেন্দ্রীয় কারাগারের নামে বরাদ্দকৃত ৪০টি গ্রামীণফোনের সিমকার্ড পাওয়া যাচ্ছে না। এই সিমকার্ডগুলো কারা অধিদফতর থেকে যশোর কেন্দ্রীয় কারাগারে বরাদ্দ করা হয়েছিল। এই জিডির ভিত্তিতে রিপোর্টটি করা হয়েছিল। প্রতিবাদলিপিতেও সিনিয়র জেল সুপার উল্লেখ করেছেন, কারাগারের অফিস স্থানান্তর করার জন্য ৪০টি সিমকার্ড পাওয়া যায়নি। ফলে জনকণ্ঠে প্রকাশিত রিপোর্টটি সঠিক।
×