ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

সিলেটে পূজার টাকা নিয়ে দ্বন্দ্বে ছাত্রলীগ কর্মী খুন

প্রকাশিত: ০৮:৫৫, ৮ ফেব্রুয়ারি ২০২০

  সিলেটে পূজার টাকা নিয়ে দ্বন্দ্বে ছাত্রলীগ কর্মী খুন

স্টাফ রিপোর্টার, সিলেট অফিস ॥ পূজার টাকার আয়-ব্যয়ের হিসাব নিয়ে নগরীর টিলাগড় এলাকায় বৃহস্পতিবার রাতে খুন হয়েছেন ছাত্রলীগের এক কর্মী। অভিষেক দে দ্বীপ নামের ওই কর্মী গ্রীনহিল স্টেট কলেজের ছাত্র। সে নগরীর শিবগঞ্জ সাদীপুর এলাকার দীপক দে’র ছেলে। বৃহস্পতিবার রাত সাড়ে নয়টার দিকে টিলাগড়ে আরেক ছাত্রলীগ কর্মী সৈকতের নেতৃত্বে ৩-৪ জন যুবক দ্বীপ ও তার সঙ্গে থাকা সহকর্মী শুভর ওপর হামলা চালায়। এ সময় দ্বীপকে ছুরিকাঘাত করে রক্তাক্ত অবস্থায় ফেলে যায় তারা। আশঙ্কাজনক অবস্থায় সিলেট এমএজি মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক দ্বীপকে মৃত ঘোষণা করেন। জানা গেছে, গত কয়েকদিন আগে সরস্বতী পূজার সময় গোপালটিলায় একই সংঘের সঙ্গে পূজা উদ্যাপন করে দ্বীপ ও সৈকত। কিন্তু পূজার পরে আয়-ব্যয়ের হিসাব নিয়ে সৃষ্টি হয় দ্বন্দ্ব। এই নিয়ে গত কয়েকদিন ধরে তাদের মধ্যে ঝামেলা চলছে। এরই সূত্র ধরে বৃহস্পতিবার রাতে মারামারিতে জড়ায় দু’পক্ষ। এ সময় সৈকত ও তার সঙ্গে থাকা কয়েকজন ধারালো অস্ত্র দিয়ে দ্বীপ ও শুভর ওপর হামলা চালায়। এদিকে বৃৃহস্পতিবার রাতেই এ হামলায় নেতৃত্বদানকারী সৈকত রায় নামের ওই ছাত্রলীগ কর্মীকে আটক করেছে পুলিশ। সৈকত নিজেও আহত অবস্থায় সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। কেরানীগঞ্জে স্বামীর আত্মহত্যা নিজস্ব সংবাদদাতা কেরানীগঞ্জ থেকে জানান, কেরানীগঞ্জে স্ত্রীকে একাধিকবার ছুরিকাঘাতে রক্তাক্ত জখম করার পর স্বামী রাসেল (২৬) নিজের বুকে ছুরি চালিয়ে আত্মহত্যা করেছে। বৃহস্পতিবার রাত সাড়ে ১১টার দিকে কালিগঞ্জে আলম টাওয়ারের সামনে বেড়িবাঁধ সড়কে এ ঘটনা ঘটে। আহতের নাম আম্বিয়া (২২)। তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। দক্ষিণ কেরানীগঞ্জ থানার এসআই সৌরভ কুন্ডু জানান, স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে তারা ঘটনাস্থলে যান। পুলিশ পৌঁছানোর আগেই স্থানীয় লোকজন আহত অবস্থায় দুজনকে উদ্ধার করে মিটফোর্ড হাসপাতালে নিয়ে যায়। সেখানে মারা যায় রাসেল। অবস্থার অবনতি হওয়ায় আম্বিয়াকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়া হয়েছে। দক্ষিণ কেরানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ শাহজামান বলেন, প্রাথমিকভাবে আমরা জানতে পেরেছি পারিবারিক কলহের জের ধরে এ ঘটনা ঘটেছে। নিহত ও আহত দুজন স্বামী-স্ত্রী হলেও আলাদা বসবাস করতেন। নারায়ণগঞ্জে ছাত্রী স্টাফ রিপোর্টার নারায়ণগঞ্জ থেকে জানান, বন্দরের সোনাকান্দার এনায়েতনগরের নয়াপাড়া এলাকায় থেকে লায়লা আক্তার (২০) নামে এক কলেজ ছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার দুপুরে ওই ছাত্রীর ভগ্নিপতির বাড়ির একটি কক্ষ থেকে ঝুলন্ত লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠিয়েছে পুলিশ। ওই ছাত্রী কুমিল্লার দাউদকান্দির মোস্তাক ভূইয়ার মেয়ে। সে গৌরিপুর একটি কলেজের স্নাতকের ২য় বর্ষের ছাত্রী ছিল বলে জানা যায়।
×