ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

অপহৃত স্কুলছাত্রী উদ্ধার ॥ গ্রেফতার তিন

প্রকাশিত: ০৮:২৯, ৮ ফেব্রুয়ারি ২০২০

 অপহৃত স্কুলছাত্রী  উদ্ধার ॥  গ্রেফতার তিন

নিজস্ব সংবাদদাতা, সান্তাহার, ৭ ফেব্রুয়ারি ॥ বগুড়ার আদমদীঘি থেকে অপহরণের এক সপ্তাহ পর বৃহস্পতিবার রাতে অপহৃত এসএসসি পরীক্ষার্থিনীকে ঢাকা থেকে উদ্ধার করেছে আদমদীঘি থানা পুলিশ। সেই সঙ্গে গ্রেফতার করা হয়েছে অপহরণকারী ও তার বাবা-মাকে। অপহৃত হবার কারণে ওই ছাত্রীর চলতি এসএসসি পরীক্ষা দেয়া হলো না। সে উপজেলা সদরের আইপিজে পাইলট উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থী এবং বিদ্যালয় এলাকা তালশন গ্রামের নির্মল মোহন্তের মেয়ে। জানা গেছে, উপজেলা সদরের আইপিজে পাইলট উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থিনী পুজা রানী (১৬) প্রাইভেট পড়তে আসা যাওয়ার পথে উপজেলার কুন্দুগ্রামের বখাটে যুবক সজিব চন্দ্র মালী তাকে প্রেম নিবেদনসহ নানাভাবে উত্ত্যক্ত করে আসছিল। ঘটনাটি জানার পর পুজা রানীর বাবা বখাটে সজিবের পরিবারকে অবহিত করে। এতে সে ক্ষিপ্ত হয়ে উঠে। সে পুজাকে অপহরণের পরিকল্পনা করে। পরিকল্পনা অনুযায়ী ৩০ জানুয়ারি মাইক্রোবাস নিয়ে রাস্তায় অবস্থান নেয়। এদিন বিকেলে পুজা রানী প্রাইভেট পড়া শেষ করে বাড়ি ফিরছিল। সে উপজেলা সদরের সুরমা ক্লিনিকের গেটের সামনে পৌঁছলে, সেখানে ওঁৎ পেতে থাকা সজিব চন্দ্র মালী ও তার সহযোগীরা একটি মাইক্রোযোগে জোরপূর্বক অপহরণ করে নিয়ে যায়। ঘটনা জানার পর ছাত্রীর বাবা নির্মল চন্দ্র মোহন্ত বাদী হয়ে অপহরণ মামলা দায়ের করেন। মামলায় অপহরণকারী সজিব মালী, তার বাবা শ্যামল চন্দ্র মালী, মা কিরণ রানীসহ ৫ জনকে আসামি করা হয়েছে।
×