ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

ম্যাজিক বাউলিয়ানার তৃতীয় আসর

প্রকাশিত: ০৭:৫১, ৮ ফেব্রুয়ারি ২০২০

 ম্যাজিক বাউলিয়ানার তৃতীয় আসর

সংস্কৃতি ডেস্ক ॥ সান ফাউন্ডেশনের উদ্যোগে ও স্কয়ার টয়লেট্রিজ লিমিটেডের পৃষ্ঠপোষকতায় মাছরাঙা টিভিতে শুরু হয়েছে বাংলাদেশের সবচেয়ে বড় ফোক রিয়েলিটি শো ‘ম্যাজিক বাউলিয়ানা ২০১৯’-এর তৃতীয় আসর। গত ৬ ফেব্রুয়ারি বৃহস্পতিবার থেকে মাছরাঙা টেলিভিশনে অনুষ্ঠানটির প্রচার শুরু হয়েছে। প্রতি বৃহস্পতি, শুক্র ও শনিবার রাত ৭-৩০ মিনিটে ‘ম্যাজিক বাউলিয়ানা-তৃতীয় আসর’-এর সকল পর্ব মাছরাঙা টেলিভিশনে প্রচার হবে। তাই ম্যাজিক বাউলিয়ানার প্রতিটি পর্ব দেখতে চোখ রাখতে হবে মাছরাঙা টেলিভিশনের পর্দায়। এই প্রতিযোগিতায় চূড়ান্ত তিনজন বিজয়ীরা এই বছরে সান ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত ঢাকা ইন্টারন্যাশনাল ফোক ফেস্টের মঞ্চে দেশ ও বিদেশের জনপ্রিয় লোকসঙ্গীত শিল্পীদের সঙ্গে গান গাওয়ার সুযোগ পাবেন। প্রসঙ্গত বাংলা লোকসঙ্গীতে নতুন প্রতিভা অন্বেষণ এবং ভবিষ্যত প্রজন্মের জন্য যথাযথ আর্কাইভ তৈরির পাশাপাশি শিল্পীদের সহায়তা, মূল্যায়ন, গানের রাইটস ও রয়ালিটি যথাযথভাবে নিশ্চিত করার জন্য সান ফাউন্ডেশনের যাত্রা শুরু হয়েছিল। তারই ধারাবাহিকতা এবারের ‘ম্যাজিক বাউলিয়ানা-২০১৯’। ম্যাজিক বাউলিয়ানার আয়োজক মাছরাঙা টেলিভিশন। পৃষ্ঠপোষক স্কয়ার টয়লেট্রিজ লিমিটেড। ক্রিয়েটিভ এবং ইভেন্ট পার্টনার মিডিয়াকম লিমিটেড। ম্যাজিক বাউলিয়ানা প্রসঙ্গে জানতে ভিজিট করুন ম্যাজিক বাউলিয়ানার ওয়েবসাইট ভিজিট করতে বলা হয়েছে।
×