ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

চ্যালেঞ্জিং অভিনেতার চরিত্রে তারিক আনাম খান

প্রকাশিত: ০৭:৫১, ৮ ফেব্রুয়ারি ২০২০

 চ্যালেঞ্জিং অভিনেতার  চরিত্রে তারিক  আনাম খান

সংস্কৃতি ডেস্ক ॥ বাংলাদেশ টেলিভিশনে আজ শনিবার রাত ৯টায় প্রচার হবে এ সপ্তাহের নাটক ‘একটি চরিত্রের সন্ধানে’। অলোক বসু রচিত ‘একটি চরিত্রের সন্ধানে’ নাটকটি নির্মাণ-সমন্বয় করেছেন হিমেল ইসহাক। প্রযোজনা করেছেন ইমাম হোসাইন। ‘একটি চরিত্রের সন্ধানে’ নাটকে মূল চরিত্রে অভিনয় করেছেন বাংলাদেশের বিশিষ্ট অভিনেতা তারিক আনাম খান। তাকে ঘিরেই আবর্তিত হয়েছে নাটকের কাহিনী। এছাড়াও অভিনয় করেছেন আতাউর রহমান, অনন্ত হিরা, রামিজ রাজু প্রমুখ। মঞ্চ নাটকের একজন নামী অভিনেতা ‘আলী আসাদ’কে ঘিরে গড়ে উঠেছে এ নাটকের কাহিনী। আলী আসাদ দীর্ঘদিন ধরে মঞ্চে অভিনয় করেন। তার অভিনয় মানেই নতুন কিছু। তিনি নতুন একটি নাটকে একটা চ্যালেঞ্জিং চরিত্রে অভিনয় করতে যাচ্ছেন, যা নাটকির মূল চরিত্রও। নাটকটির উদ্বোধনী প্রদর্শনীর তারিখ নির্ধারিত হয়ে আছে। অথচ আলী আসাদ মহড়ায় আসছেন না। ফোনও ধরছেন না। এ নিয়ে নাটকের পরিচালক চিন্তিত। ওদিকে দেশের সর্বাধিক প্রচারিত দৈনিক পত্রিকার সম্পাদক নতুন নাটক ও অভিনেতা আলী আসাদকে নিয়ে তার পত্রিকায় ফিচার করার উদ্যোগ নিয়েছেন। কিন্তু আলী আসাদকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। তিনি গা ঢাকা দিয়ে চলে গেছেন তার গ্রামের বাড়িতে। সেখানে গিয়ে ঘটতে থাকে বিচিত্র সব ঘটনা। নাটকের একটি চরিত্র চিত্রায়নের জন্য একজন শিল্পীর প্রাণান্তকর প্রচেষ্টার বিষয়টি যেমন এ নাটকে উন্মোচিত হয়েছে, তেমনই শিল্পের সঙ্গে শিল্পীর সবচেয়ে জরুরী বোঝাপড়ার জায়গাটিও এই নাটকে তুলে ধরা হয়েছে।
×