ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

বিবিসির জন্য তহবিল কমানো হচ্ছে

প্রকাশিত: ০৭:৪৮, ৮ ফেব্রুয়ারি ২০২০

 বিবিসির জন্য  তহবিল কমানো হচ্ছে

বিবিসি যে প্রক্রিয়ায় অর্থ পেয়ে থাকে তা পরিবর্তনের কথা বিবেচনা করছে যুক্তরাজ্য সরকার। বুধবার তারা এ ঘোষণা দিয়েছে। ওই প্রক্রিয়া দেশটির সরকারী প্রচার সংস্থাটির কোষাগারকে সাংঘাতিকভাবে ক্ষতিগ্রস্ত করবে। প্রধানমন্ত্রী বরিস জনসনের সরকার বলেছে, বিবিসিকে অর্থায়নে বার্ষিক শুল্ক না দিলে ফৌজদারি অপরাধের দায়ে লোকজনকে অভিযুক্ত করা বন্ধ করে দেবে কিনা তা নিয়ে জনগণের সঙ্গে পরামর্শ করবে। জনসন সরকার দেশের সংবাদমাধ্যমগুলোর সঙ্গে ক্রমশ দ্বন্দ্বে জড়িয়ে চলেছে। বিবিসির বেশিরভাগ অর্থ দেশের প্রতিটি টেলিভিশন মালিকানাধীন পরিবারের দ্বারা প্রদত্ত লাইসেন্স ফি থেকে পায়, যা বর্তমানে এক বছরে ১৫৪.৫০ পাউন্ডে দাঁড়িয়েছে। অর্থ পরিশোধে ব্যর্থ হওয়ার ফলে জরিমানা বা বিরল ক্ষেত্রে কারাভোগও হতে পারে। ২০১৮ সালে ১ লাখ ২১ হাজারেরও বেশি মানুষ দোষী সাব্যস্ত হয় এবং লাইসেন্স ফি না দেয়ায় জরিমানা করা হয়। জরিমানা পরিশোধ না করায় পাঁচজনকে কারাদন্ড দেয়া হয়। -এপি
×