ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

অস্ট্রেলিয়ায় ভারি বৃষ্টিপাত ॥ দাবানল নিভছে

প্রকাশিত: ০৭:৪৭, ৮ ফেব্রুয়ারি ২০২০

 অস্ট্রেলিয়ায় ভারি বৃষ্টিপাত ॥  দাবানল নিভছে

অস্ট্রেলিয়ার পূর্ব উপকূল অঞ্চলে অবিরাম বর্ষণে তৃতীয় একটি দাবানল নিভে গেছে এবং আরও কয়েকটি দাবানল নিভে যাওয়ার সম্ভাবনা রয়েছে। কর্মকর্তারা এ কথা বলেছেন। খবর বিবিসি অনলাইনের। নিউ সাউথ ওয়েলসে বৃহস্পতিবার প্রচুর বৃষ্টির কারণে রাজ্যের প্রায় ৬০টি দাবানলের মধ্যে ২০টি নিভে গেছে। কর্তৃপক্ষ বৃষ্টি বর্ষণের প্রতি স্বাগত জানিয়েছে, কিন্তু উপকূল বরাবর সিডনি ও অন্যান্য শহরে আকস্মিক বন্যা দেখা দেয়ার ব্যাপারে সতর্কতা উচ্চারণ করেছে। ব্যুরো অব মেটিওরোলজি বলেছে, কয়েকটি ক্ষতিগ্রস্ত এলাকায় রেকর্ড পরিমাণ বৃষ্টি হয়েছে। অস্ট্রেলিয়ায় বৃহত্তম শহর সিডনিতে গত ১৫ মাসের মধ্যে শুক্রবার সবচেয়ে বেশি বৃষ্টিপাত হয়েছে। অনেক স্থানীয় বাসিন্দা এ বৃষ্টিপাতে উল্লাস প্রকাশ করেছে যদিও কিছু অসুবিধার সৃষ্টি হয়েছে। শহরের লর্ড মেয়োর ক্লোভার মুর টুইটে বলেছেন, অত্যন্ত প্রয়োজনীয় বৃষ্টিপাতে আজকের ভোরের ঘুম জাগা খুবই চমৎকার লাগছে। এনএসডব্লিউ বেশিরভাগ এলাকায় গত তিন বছরের বেশি সময় ধরে অনাবৃষ্টি চলেছে এবং এ ধরনের পরিস্থিতি গ্রীষ্মের নজিরবিহীন দাবানলের ব্যাপকতাকে আরও তীব্র করেছে। প্রদেশে অগ্নিনির্বাপণ বিভাগের মুখপাত্র বারফোর্ড সতর্কতা উচ্চারণ করে বলেছেন, প্রদেশের দক্ষিণাঞ্চলে ও রাজধানী ক্যানবেরার কাছে এ পর্যন্ত যে বৃষ্টিপাত হয়েছে তা সীমিত এবং দাবানল সংঘটিত হওয়ার উদ্বেগ এখনও রয়ে গেছে। কর্তৃপক্ষ বলেছে, প্রদেশে প্রায় ১ হাজার কিলোমিটারজুড়ে অত্যন্ত আর্দ্র আবহাওয়া বিরাজ করবে। প্রচন্ড ঝড়ো বাতাস বইবে, প্রচুর বৃষ্টিপাত হবে এবং অস্বাভাবিক জোয়ারের সৃষ্টি হবে বলে আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে। এনএসডব্লিউয়ের উত্তরাঞ্চলে অবকাশ শহর বায়রন বেয়ে ২শ’ ৮০ মিলিমিটারের বেশি বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। স্থানীয় বাসিন্দারা বৃহস্পতিবার রাতের বৃষ্টিপাতকে ২০১৭ সালের সাইক্লোন বৃষ্টিপাতের চেয়ে বেশি ভারি বৃষ্টি হয়েছে বলে দাবি করেছে। উদ্ধারে প্রতিষ্ঠানগুলো বলেছে, বৃষ্টির পানিতে মোটর গাড়িতে আটকে পড়া কয়েকজনকে উদ্ধার করা হয়েছে। এনএসডব্লিউও কুইনসল্যান্ডে বুধবার থেকে ১ হাজার উদ্ধার কল পাওয়া গেছে। ভারি বৃষ্টিপাত আগামী সপ্তাহ পর্যন্ত অব্যাহত থাকবে বলে আগাম বলা হয়েছে। এতে অনাবৃষ্টি ও দাবানলে ক্ষতিগ্রস্ত বেশ কিছু অঞ্চল পরিত্রাণ পাবে। কিছু দাবানল দু মাসের বেশি সময় ধরে অব্যাহত থেকে এ সপ্তাহে চূড়ান্তভাবে এগুলোর অবসান হয়েছে। এনএসডব্লিউতে দাবানল মৌসুম শুরু হয় সেপ্টেম্বরে এবং তা অব্যাহত থাকে এপ্রিলের শেষ পর্যন্ত। কর্মকর্তারা এ সতর্কতাও উচ্চারণ করেছেন যে, বনে দাবানলের ব্যাপকতা ভিক্টোরিয়া ও সাউথ অস্ট্রেলিয়ায় এখনও বিপজ্জনকভাবে দেখা দিতে পারে। অস্ট্রেলিয়ায় এনএসডব্লিউ এ বছরে দাবানলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। বিজ্ঞানীরা বলেছেন, এ নজিরবিহীন দাবানলের প্রত্যক্ষ কারণ হচ্ছে জলবায়ুর পরিবর্তন। দেশে এ দাবানলে অন্তত ৩৩ জন প্রাণ হারিয়েছে এবং ধ্বংস হয়েছে হাজার হাজার ঘরবাড়ি। দগ্ধ হয়েছে ইংল্যান্ডের আয়তনের সঙ্গে তুলনীয় ১ কোটি ১০ লাখ হেক্টর ভূমি।
×