ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

ইসরাইল-ফিলিস্তিন সহিংসতা বেড়েই চলেছে

প্রকাশিত: ০৭:৪৫, ৮ ফেব্রুয়ারি ২০২০

 ইসরাইল-ফিলিস্তিন সহিংসতা বেড়েই চলেছে

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মধ্যপ্রাচ্য শান্তি পরিকল্পনা প্রকাশের পর আবারও সংঘাতে ইসরাইল-ফিলিস্তিন। দুপক্ষের মধ্যে সহিংসতা বাড়ছে। ট্রাম্পের পরিকল্পনা নিয়ে ফিলিস্তিনীদের ক্ষোভে উত্তপ্ত পশ্চিম তীরে ইসরাইলের সঙ্গে সংঘর্ষে এরই মধ্যে অন্তত চার ফিলিস্তিনী নিহত হয়েছে। খবর ওয়েবসাইটের। বৃহস্পতিবার জেরুজালেমে এক হামলায় আহত হয়েছে ১৬ ইসরাইলী সেনা। ফিলিস্তিনীরা গাড়ি দিয়ে ওই হামলা চালিয়েছে বলে জানিয়েছে ইসরাইলের সশস্ত্রবাহিনী। তাছাড়া, শহরটিতে একটি গুলির ঘটনাতেও এক ইসরাইলী পুলিশ কর্মকর্তা আহত হয়েছেন বলে জানিয়েছে পুলিশ। ট্রাম্প গত সপ্তাহে তার শান্তি পরিকল্পনা প্রকাশের পর ছড়িয়ে পড়া অস্থিরতায় বুধবার পশ্চিম তীরের হেবরনে বিক্ষোভের সময় ইসরাইলের গুলিতে প্রথম ১৭ বছরের এক ফিলিস্তিনী নিহত হয়। এরপর পশ্চিম তীরের জেনিনে ইসরাইলী সেনার গুলিতে নিহত হয় ১৯ বছরের আরেক ফিলিস্তিনী। আহত হয় আরও সাত ফিলিস্তিনী। ট্রাম্পের শান্তি পরিকল্পনাটি ইসরাইল ঘেঁষা। এ পরিকল্পনায় অধিকৃত অঞ্চলের ইহুদী বসতি বাদ দিয়ে এবং প্রায় পুরোপুরি ইসরাইলের নিয়ন্ত্রণের অধীনে একটি অসামরিক ফিলিস্তিন রাষ্ট্র গড়ার কথা বলা হয়েছে। ফিলিস্তিনীরাসহ আরব লীগ এবং ওআইসি এরই মধ্যে পরিকল্পনাটি প্রত্যাখ্যান করেছে।
×