ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

মহাশূন্যে ৩২৮ দিন থেকে রেকর্ড মার্কিন নারীর

প্রকাশিত: ০৭:৪৩, ৮ ফেব্রুয়ারি ২০২০

মহাশূন্যে ৩২৮ দিন থেকে রেকর্ড মার্কিন নারীর

মহাশূন্যে টানা ৩২৮ দিন থেকে রেকর্ড করেছেন মার্কিন প্রকৌশলী ক্রিস্টিনা কচ। নারী হিসেবে সর্বোচ্চ সময় মহাকাশে থাকার রেকর্ড এখন তার। গত বছর মার্চ মাসে মহাকাশের উদ্দেশে রওনা দিয়েছিলেন এই নভোচারী। খবর ওয়েবসাইটের। এর আগে নারীদের মধ্যে রেকর্ড ছিল পেগি উইটসনের। তিনি টানা ২৮৮ দিন মহাকাশে অবস্থান করেছিলেন। তার রেকর্ড ভেঙ্গে ফেলায় প্রশংসায় ভাসছেন ক্রিস্টিনা। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, আপনি সমগ্র নারী জাতির জন্য অনুপ্রেরণা। যুক্তরাষ্ট্র আপনাকে নিয়ে গর্বিত। দৃষ্টান্ত স্থাপন করা ক্রিস্টিনা জানান, তার এই সাফল্য বিজ্ঞানের জন্য খুবই উপকারী প্রমাণ হতে চলেছে। দীর্ঘদিন মহাকাশে থাকার ফলে একজন মানুষের শরীরের ওপর শূন্য মাধ্যাকর্ষণ শক্তির কতটা প্রভাব পড়ে তা নিয়ে বিস্তারিতভাবে গবেষণা করতে পেরেছেন তারা। এই গবেষণার ফলাফল ভবিষ্যতে চাঁদ বা মঙ্গলে নভোচারী পাঠানোর ক্ষেত্রে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলতে চলেছে বলেও জানান তিনি। তবে সবমিলিয়ে সর্বোচ্চ মহাকাশে থাকার রেকর্ড এখনও পেগি উইটসনের দখলে। তিনি তিনবারে মোট ৬৬৫ দিন অতিবাহিত করেছেন মহাশূন্যে।
×