ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

মাটি ছাড়াই সবজি চারা উৎপাদন

প্রকাশিত: ০৭:৩৫, ৮ ফেব্রুয়ারি ২০২০

  মাটি ছাড়াই সবজি চারা উৎপাদন

জেলার মহাদেবপুর উপজেলায় কোকো ডাস্ট এবং প্লাস্টিক ট্রে ব্যবহারের মাধ্যমে মাটি ছাড়াই আধুনিক পদ্ধতিতে উন্নত জাতের সবজির চারা উৎপাদন স্থানীয় সবজি চাষীদের এক নয়া দিগন্ত খুলে দিয়েছে। মহাদেবপুর উপজেলা সদরের বালুকাপাড়া এলাকার ‘সরদার ফারমার্স হাব সবজি নার্সারির পরিচালক এসএম এমরান আলী মাটি ছাড়াই অভিনব পদ্ধতিতে সবজির চারা উৎপাদন করে সফল হয়েছেন। মাটির পরিবর্তে ব্যবহার করা হচ্ছে কোকো ডাস্ট (নারিকেলের ছোবড়ার ধুলা) দিয়ে এই পদ্ধতিতে নেট হাউসের ভিতরে চারা উৎপাদন করায় চারাগুলো মাটি ও বায়ুবাহিত রোগ থেকে রক্ষা পাচ্ছে। মহাদেবপুর সদর ইউনিয়নের শালগ্রাম গ্রামের বাসিন্দা এসএম এমরান আলী। তিনি পেশায় একজন ব্যবসায়ী হলেও কৃষি উৎপাদন নিয়ে ভাবতেন সবসময়। কিভাবে আধুনিক পদ্ধতিতে উন্নত জাতের সুস্থ্য-সবল সবজির চারা উৎপাদন করে সুলভ মূল্যে কৃষকদের কাছে পৌঁছে দেয়া যায়। এক সময় সেই পদ্ধতিও তিনি পেয়ে যান। বেসরকারী উন্নয়ন সংস্থার প্রযুক্তির সহায়তায় নানা পরিকল্পনা প্রয়োগ করেন কৃষিতে। এরপর শুরু করেন আধুনিক পদ্ধতিতে সবজির চারা উৎপাদন। উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের পরামর্শে বর্তমানে তিনি সফলতার দ্বারপ্রান্তে। সরেজমিনে গিয়ে দেখা যায়, কোকো ডাস্ট ব্যবহার করে কেঁচো সারের সমন্বয়ে মাটি ছাড়াই সবজির চারা উৎপাদন করা হচ্ছে প্লাস্টিক ‘ট্রে’ তে। এ প্রযুক্তিতে চারা পুরো শিকড় পেঁচিয়ে নেয়। এতে শিকড়ের কোন ক্ষতি হয় না। এই চারা জমিতে লাগানোর পরপরই খাদ্য গ্রহণ শুরু করে। আধুনিক এ পদ্ধতিতে তৈরি হাউসের চারপাশে নেট দিয়ে ঘিরে রাখা হয়েছে। যেখানে পর্যাপ্ত আলো বাতাস প্রবেশ নিশ্চিত হয় এবং ক্ষতিকারক পোকামাকড় থেকে সবজির চারাগুলো রক্ষা পায়। তাপ নিয়ন্ত্রণ ও ঝড়-বৃষ্টি থেকে চারাগুলো নিরাপদে রাখতে ব্যবহার করা হচ্ছে বিশেষ পলিথিন। এসএম এমরান আলী বলেন, ‘মাটিতে চারা উৎপাদন করলে আবহাওয়ার কারণে চারা উৎপাদনে ব্যাঘাত ঘটতো। গত বছরের নবেম্বর মাসে সিনজেনটা ফাউন্ডেশনের ‘ফারমার্স হাব’-এর সহযোগিতায় প্রাথমিকভাবে দুই শতক জমিতে সবজি নার্সারি গড়ে তুলি। আধুনিক প্রযুক্তি কাজে লাগিয়ে গ্রিন হাউসের আদলে তৈরি করি নেট হাউস। এতে অল্প খরচে পেঁপে, করলা, চাল কুমড়া, ঝিঙ্গা, চিচিঙ্গা, বেগুন, মিষ্টি কুমড়া, শসা, ফুলকপি, বাঁধাকপি, মরিচ, টমেটো, লাউসহ বিভিন্ন সবজির চারা উৎপাদন করা হয়। এছাড়াও গোলাপ, গাঁদা, অর্কিড, অ্যান্ধরিয়াম, চন্দ্র মল্লিকা ফুলের চারাও উৎপাদন করা যায়।’ ‘প্রচলিত পদ্ধতিতে একই জমিতে বার বার চারা উৎপাদন করায় জমিগুলো রোগ প্রতিরোধ ক্ষমতা হারিয়ে ফেলছে। উৎপাদিত চারা আক্রান্ত হচ্ছে নানা রোগে। সরদার ফারমার্স হাব সবজি নার্সারিতে বিভিন্ন সবজির চারা উৎপাদন কার্যক্রম অত্যন্ত সম্ভাবনাময়ী উল্লেখ করে উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ অরুন চন্দ্র রায় বলেন, ‘আধুনিক এ প্রযুক্তি কৃষকদের মাঝে ছড়িয়ে দিতে পারলে সবজি চাষিরা দারুণভাবে লাভবান হবেন। অপরদিকে মাটির উর্বরতা হ্রাস এবং রোগ বালাইয়ের কারণে সবজি উৎপাদনে যে চ্যালেঞ্জ দেখা দিয়েছে তা মোকাবেলা করা সম্ভব হবে।’ -বিশ্বজিৎ মনি, নওগাঁ থেকে
×