ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

যোগ্য ব্যক্তিদের নিয়োগ দেয়া হচ্ছে ॥ জনপ্রশাসন প্রতিমন্ত্রী

প্রকাশিত: ১২:৫৬, ৬ ফেব্রুয়ারি ২০২০

যোগ্য ব্যক্তিদের নিয়োগ দেয়া হচ্ছে ॥ জনপ্রশাসন প্রতিমন্ত্রী

সংবাদদাতা, সাভার, ৫ ফেব্রুয়ারি ॥ জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন বলেছেন, জনপ্রশাসন মন্ত্রণালয়ের অধীনে যোগ্য ব্যক্তিদের নিয়োগ দেয়া হচ্ছে। সেই সঙ্গে দুর্নীতিবাজদের শাস্তির বিধান রেখে সৎ কর্মকর্তাদের পদক প্রদান করা হচ্ছে। বুধবার সন্ধ্যায় সাভারে বাংলাদেশ লোক প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রে (বিপিএটিসি) সপ্তম জনপ্রশাসন ও উন্নয়ন বিষয়ক আন্তর্জাতিক সম্মেলনের উদ্বোধন অনুষ্ঠান শেষে তিনি সাংবাদিকদের এ কথা বলেন। প্রতিমন্ত্রী বলেন, এই মন্ত্রণালয়ে সৎ ও যোগ্য ব্যক্তিদের নিয়োগ প্রদান করা হচ্ছে। নিয়োগ প্রাপ্ত কর্মকর্তারা দায়িত্বে কোন ধরেনের অবহেলা করবে না। তারা সবসময় জনগণের সেবায় নিয়োজিত থাকবে। একজন অতি সাধারণ মানুষ যেন জনপ্রশাসনে কাক্সিক্ষত সেবা পায় সেজন্য সরকার কাজ করে যাচ্ছে।
×