ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

টেইলরের কাছে ভারতের হার

প্রকাশিত: ১১:৫৪, ৬ ফেব্রুয়ারি ২০২০

টেইলরের কাছে ভারতের হার

স্পোর্টস রিপোর্টার ॥ টি২০তে ব্যবধানটা রেকর্ড ৫-০ করার পরও বিরাট কোহলি বলেছিলেন, ওরা ভয়ঙ্কর, যে কোন সময়ে ঘুরে দাঁড়াতে পারে। দুইদিনের ব্যবধানে সেটিই দেখল বিশ্ব ক্রিকেট। ৪ উইকেটে ৩৪৭ রানের পাহাড় গড়েও প্রথম ওয়ানডেতে নিউজিল্যান্ডের কাছে ৪ উইকেটে হেরে গেছে ভারত। মূলত এক রস টেইলরের সঙ্গেই পেরে উঠল না কোহলির দল। হ্যামিল্টনে বুধবার ১ ওভার ও ৫ বল হাতে রেখে ৬ উইকেট হারিয়ে নিজেদের ওয়ানডে ইতিহাসে সর্বোচ্চ রান টপকে জয়ের রেকর্ড গড়ে জিতল কিউইরা। ৮৪ বলে ১০ চার ও ৪ ছক্কায় অনবদ্য ১০৯* রানের ইনিংস উপহার দিয়ে যেখানে নায়ক অভিজ্ঞ টেইলর। সঙ্গে বিশাল স্কোর তাড়া করে স্মরণীয় সাফল্যে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন ওপেনার হেনরি নিকোলস (৮২ বলে ৭৮) ও অধিনায়ক টম লাথাম (৪৮ বলে ৬৯)। দারুণ এ জয়ে তিন ম্যাচের সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেল নিউজিল্যান্ড। লর্ডসে বিশ্বকাপের ফাইনালে অবিস্মরণীয় সেই ‘টাই’ আর সুপার ওভারে না হেরেও শিরোপা খোয়ানোর পর এটি তাদের প্রথম ওয়ানডে। অকল্যান্ডে দ্বিতীয় ম্যাচ শনিবার। ওয়ানডে ক্রিকেটে এটিই নিউজিল্যান্ডের দলীয় সর্বোচ্চ রান তাড়া করে জয়ের রেকর্ড। আগে যেটি ছিল ৩৪৬ রানের, এই হ্যামিল্টনেই, ২০০৭ সালে অস্ট্রেলিয়ার বিপক্ষে। বড় লক্ষ্যে স্বাগতিকদের এদিন দারুণ শুরু এনে দেন মার্টিন গাপটিল ও হেনরি নিকোলস। উদ্বোধনী জুটিতে ৮৫ রান যোগ করেন দু’জনে। ১৬তম ওভারে গাপটিলকে (৩২) ফিরিয়ে জুটি ভাঙ্গেন শার্দুল ঠাকুর। নিয়মিত অধিনায়ক কেন উইলিয়ামসনের চোটের কারণে অভিষেকের সুযোগ পাওয়া টম ব্লান্ডেল ১০ বলে ৯ করে ফেরেন। দ্রুত দুটি উইকেট হারানোর ধাক্কা কিউইরা সামলে ওঠে নিকোলস ও টেইলরের জুটিতে। তৃতীয় উইকেটে তারা গড়েন ৬২ রানের জুটি। ১১ চারে ৭৮ রান করে নিকোলস রান আউট হলে ভাঙ্গে এ জুটি। ম্যাচ জেতানো জুটিটি আসে এরপরই। টেইলর ও লাথামের জুটিতে বল আর রানের ব্যবধান নাগালে নিয়ে আসে নিউজিল্যান্ড। ৮০ বলে ১৩৮ রানের অসাধারণ জুটি গড়েন দু’জন। এ পর্যায়ে দলীয় ৩৪ থেকে ৪১Ñ এই ৮ ওভারে ১১১ রান যোগ করেন এই দুই ব্যাটসম্যান। যেটি থামে লাথামের বিদায়ে। মাত্র ৪৮ বলে ৮ চার ও ২ ছক্কায় ৬৯ রানের দারুণ ইনিংস খেলে ভারতের ওপর ভীষণ চাপ তৈরি করে বিদায় নেন ভারপ্রাপ্ত কিউই অধিনায়ক। ম্যাচ তখন নিউজিল্যান্ডের নাগালে, জিততে প্রয়োজন ৫০ বলে ৩৯। কিন্তু জিমি নিশাম ও কলিন ডি গ্র্যান্ডহোম এক ওভারেই বিদায় নিলে জমে ওঠে খেলা। টি২০ সিরিজে বারবার কাছে গিয়েও কিউইদের স্মৃতিটাই যেন উঁকি দিচ্ছিল। তবে এবার তেমন কিছু হতে দেননি টেইলর। মিচেল স্যান্টনারকে নিয়ে জয় নিশ্চিত করে ফেরেন টেইলর। তার ১০৯ রানের ইনিংসে ১০ চারের সঙ্গে ছিল ৪টি ছক্কা। ২ উইকেট পেলেও ১০ ওভারে ৮৪ রান দিয়ে ক্যারিয়ারের খরুচে বোলিংটা এদিনই করেন কুলদীপ যাদব। ম্যাচের শেষটা নিউজিল্যান্ডের হলেও শুরুটা ছিল ভারতের। চতুর্থ ভারতীয় জুটি হিসেবে অভিষেক ম্যাচেই ইনিংস শুরু করতে নামেন মায়াঙ্ক আগারওয়াল ও পৃথ্বী শ’। অষ্টম ওভারে পৃথ্বীকে ফিরিয়ে ৫০ রানের জুটি ভাঙ্গেন ডি গ্র্যান্ডহোম। পরের ওভারে আগারওয়ালকে ফেরান টিম সাউদি। তৃতীয় উইকেটে অধিনায়ক বিরাট কোহলি ও শ্রেয়াস আইয়ারের জুটিতে বড় সংগ্রহের ভিত পায় সফরকারীরা। সাবলীল কোহলি হাফ সেঞ্চুরি পূরণ করেন ৬১ বলে। অবশ্য ইশ সোধির দুর্দান্ত এক ডেলিভারিতে বোল্ড হয়ে যান ৫১ রানে। ভাঙ্গে ১০২ রানের জুটি। ক্রিজে গিয়েই বোলারদের ওপর চড়াও হন ইনফর্ম লোকেশ রাহুল। কিউই ফিল্ডারদের সৌজন্যে ৮ ও ৮৩ রানে দু’বার জীবন পাওয়া শ্রেয়াস ১০১ বলে পৌঁছান সেঞ্চুরিতে। ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরিটি তিনি হাঁকিয়েছেন ১১ চার ও ১টি বিশাল ছক্কা দিয়ে। শেষদিকে রাহুল ও কেদার যাদবের ঝড়ো ব্যাটিংয়ে সাড়ে তিন শ’র কাছে পৌঁছায় ভারত। ৬৪ বলে ৩ চার ও ৬ ছক্কায় ৮৮ রানে অপরাজিত থাকেন রাহুল। ১৫ বলে ২৬ রানের ক্যামিও খেলেন যাদব। শেষ ১০ ওভারে ভারত তোলে ৯৬ রান। কিন্তু দিনশেষে জয়ের জন্য সেটিও যে যথেষ্ট হলো না। এক টেইলরের কাছেই হেরে গেল ক্রিকেটের অঘোষিত মোড়লরা। স্কোর ॥ ভারত ॥ ৩৪৭/৪ (৫০ ওভার; পৃথ্বী ২০, মায়াঙ্ক ৩২, কোহলি ৫১, শ্রেয়াস ১০৩, রাহুল ৮৮*, কেদার ২৬; সাউদি ২/৮৫, ডি গ্র্যান্ডহোম ১/৪১, সোধি ১/২৭)। নিউজিল্যান্ড ॥ ৩৪৮/৬ (৪৮.১ ওভার; গাপটিল ৩২, নিকোলস ৭৮, ব্লান্ডেল ৯, টেইলর ১০৯*, লাথাম ৬৯, নিশাম ৯, ডি গ্র্যান্ডহোম ১, স্যান্টনার ১২*; শামি ১/৬৩, শার্দুল ১/৮০, কুলদিপ ২/৮৪)। ফল ॥ নিউজিল্যান্ড ৪ উইকেটে জয়ী। ম্যাচসেরা ॥ রস টেইলর (নিউজিল্যান্ড)।০ সিরিজ ॥ তিন ওয়ানডে ম্যাচে নিউজিল্যান্ড ১-০তে এগিয়ে।
×