ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

আবিদালের সমালোচনায় লিওনেল মেসি

প্রকাশিত: ১১:৫২, ৬ ফেব্রুয়ারি ২০২০

আবিদালের সমালোচনায় লিওনেল মেসি

স্পোর্টস রিপোর্টার ॥ গত জানুয়ারিতে আর্নেস্তো ভালভার্দেকে বরখাস্ত করে বার্সিলোনা। মূলত বাজে পারফর্মেন্সের কারণেই এমন সিদ্ধান্ত নিতে হয় স্প্যানিশ জায়ান্টদের। যদিওবা সেই সময়টাতে স্প্যানিশ লা লিগার শীর্ষে ছিল মেসি-পিকেদের ক্লাব। তারপরও ভালভার্দেকে ছাঁটাই করে কিকে সেতিয়েনের কাঁধে কোচের দায়িত্ব তুলে দেয় কাতালান ক্লাবটি। এরপরই স্প্যানিশ সংবাদমাধ্যম ‘স্পোর্ত’কে এক সাক্ষাতকার দেন বার্সিলোনার স্পোর্টিং ডিরেক্টর এরিক আবিদল। যেখানে তিনি বলেন, ‘ভালভার্দের অধীনে বেশকিছু খেলোয়াড় সুখী ছিল না। যে কারণে তারা মাঠে সেরাটা দেয়নি। যদিও কোচের সঙ্গে ড্রেসিংরুমের সম্পর্ক বরাবরই ভাল ছিল। কিন্তু সাবেক খেলোয়াড় হিসেবে আমি ভিন্ন কিছুর গন্ধ পেয়েছি। আর নিজের যা করণীয় ক্লাবকে বলেছি। ক্লাব সিদ্ধান্ত নিয়েছে ভালভার্দেকে বরখাস্ত করার।’ সাবেক সতীর্থ এরিক আবিদালের এমন মন্তব্য ভাল লাগেনি মেসির। আবিদালের এমন মন্তব্যের কড়া সমালোচনা করে ইনস্টাগ্রামে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন আর্জেন্টাইন স্ট্রাইকার। সেখানে বার্সিলোনার প্রাণভোমরা লিওনেল মেসি বলেন, ‘এসব নিয়ে কথা বলতে সত্যিই ভাল লাগে না। তবে সবাইকে নিজেদের কাজের ও সিদ্ধান্তের দায়-দায়িত্ব নিতে হয়। মাঠে যা ঘটে তার দায় খেলোয়াড়দের। আর খেলোয়াড়দের প্রসঙ্গ যখন এসেছে, তখন তাদের নাম বলতে হবে। নাম না বললে আমাদের সবাইকে কলঙ্কিত করা হয় এবং এমন বিষয়ে মন্তব্য করা হয় যা সত্যি নয়।’ দলের সেরা তারকা মেসি মুখ খুলায় অস্বস্তিতে পড়েছে বার্সিলোনা। স্প্যানিশ ফুটবল জার্নালিস্ট ডারমট কোরিগান মনে করেন, এ দ্বন্দ্ব আরও বড় আকার ধারণ করতে পারে। মেসির সঙ্গে দূরত্ব তৈরি হলে চাকরিও চলে যেতে পারে আবিদালের। ২০১৮ সালের জুনে বার্সিলোনার স্পোর্টিং ডিরেক্টরের দায়িত্ব নেন আবিদাল। এরপরই বার্সিলোনায় যোগ দেন এ্যান্থনি গ্রিজম্যান। গত গ্রীষ্মকালীন দলবদলে নেইমারকে ন্যুক্যাম্পে দেখতে চেয়েছিলেন মেসি। কিন্তু সাবেক খেলোয়াড়কে দলে টানতে ব্যর্থ হয় বার্সিলোনা। এরপর আর্জেন্টাইন তারকা বলেন, ‘আমি জানি না নেইমারের চুক্তির ব্যাপারে তারা সবকিছু করেছে কিনা।’ আর শীতকালীন দলবদলেও ভালমানের কোন স্ট্রাইকার কিনতে পারেনি স্প্যানিশ জায়ান্ট বার্সিলোনা। সুদীর্ঘ ক্যারিয়ারের পুরোটা সময়ই বার্সিলোনায় কাটিয়ে দিয়েছেন লিওনেল মেসি। এই ক্লাবের জার্সিতে খেলে অসাধারণ সব কীর্তি গড়েছেন তিনি। এই সময়ে জিতেছেন অসংখ্য শিরোপা। অসাধারণ সব পারফর্মেন্সের সৌজন্যে নিজেকে অনন্য উচ্চতায় নিয়ে গেছেন এলএম টেন। বার্সিলোনার সঙ্গে সর্বশেষ ২০১৭ সালে চুক্তি স্বাক্ষর করেছেন তিনি। সেই চুক্তি অনুযায়ী ২০২১ সাল পর্যন্ত ন্যুক্যাম্পেই থাকবেন ৩২ বছর বয়সী লিওনেল মেসি। তবে বিভিন্ন প্রতিবেদনে উঠে আসা খবরে জানা যায়, আসছে জুনেই নাকি বার্সিলোনা ছাড়তে পারেন তিনি। ন্যুক্যাম্প ছেড়ে কোথায় যাবেন মেসি? এ ব্যাপারে এখন পর্যন্ত নিশ্চিত করে বলেনি কেউ। তবে এরিক আবিদাল জানালেন, মেসির সঙ্গে কথা বলে একটা সিদ্ধান্তে আসতে পারবেন তারা। এ প্রসঙ্গে আবিদাল নিজের অভিমত প্রকাশ করতে গিয়ে বলেন, ‘আমি নিশ্চিত লিও’র (মেসি) সঙ্গে একটা চুক্তিতে আসতে পারব আমরা। কেননা সে জানে তাকে আমাদের খুব প্রয়োজন। এখনও ফর্মের তুঙ্গে। নিজের খেলাটাকে দারুণভাবে উপভোগ করছে সে। সেই সঙ্গে একের পর এক রেকর্ড ভেঙ্গে নতুন রেকর্ড গড়ছে মেসি।’ বার্সিলোনার সাবেক তারকা এরিক আবিদাল এ সময় আরও বলেন, ‘ক্লাব হিসেবে আমরা সবসময়ই তাকে অধিকতর সুখে রাখতে চাই। সে জন্য তার পাশে সঠিক সতীর্থও রাখতে চাই আমরা। আমরা একটা শক্তিশালী দলও গঠন করতে চাই। সর্বোপরি শিরোপা জেতাটাই আমাদের মূল লক্ষ্য।’ স্প্যানিশ লা লিগার বর্তমান চ্যাম্পিয়ন বার্সিলোনা। শিরোপা ধরে রাখার লক্ষ্যে এবারও মরিয়া হয়ে ছুটছে মেসির দল। সেই পথে বড় বাধা তাদেরই চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদ।
×