ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

উপহার গোলে শেষ ষোলোতে লিভারপুল

প্রকাশিত: ১১:৫২, ৬ ফেব্রুয়ারি ২০২০

উপহার গোলে শেষ ষোলোতে লিভারপুল

স্পোর্টস রিপোর্টার ॥ রূপকথার গল্পই হয়তো লিখে ফেলতো তৃতীয় সারির দল শ্রুসবুরি টাউন। চলতি মৌসুমে অপ্রতিরোধ্য ছন্দে এগিয়ে চলা লিভারপুলকে তারা রীতিমতো ঘাম ঝরিয়ে ছেড়েছে। ভাগ্য সহায় থাকলে ইউরোপিয়ান চ্যাম্পিয়নদের বিদায় করে ঐতিহ্যবাহী ইংলিশ এফএ কাপ ফুটবলের প্রিকোয়ার্টার ফাইনাল অর্থাৎ শেষ ষোলোতে নাম লেখাতে পারতো। কিন্তু শ্রুসবুরি শেষ রক্ষা করতে পারেনি। এ জন্য দায়ী তারা নিজেরাই। শেষ ৩২-এর মূল ম্যাচে নিজেদের মাঠে ২-২ গোলে ড্র করেছিল তারা। ওই ম্যাচে লিভারপুলকে একটি আত্মঘাতী গোল উপহার দিয়েছিল শ্রুসবুরি। নাহলে ওইদিনই দ্য রেডসদের বিদায়ঘণ্টা বেজে যেত। সমতা থাকায় মঙ্গলবার রাতে দু’দল রিপ্লে ম্যাচে মুখোমুখি হয়। এ্যানফিল্ডে অনুষ্ঠিত ম্যাচেও দারুণ খেলে তুলনামূলক দুর্বল দল শ্রুসবুরি। কিন্তু প্রথম ম্যাচের মতো এই ম্যাচেও তাদের ডুবিয়েছে আত্মঘাতী গোল। ওমর উইলিয়ামসের উপহার গোলের কারণে ম্যাচটি ১-০ ব্যবধানে জিতে হাফ ছেড়ে বেঁচেছে জার্গেন ক্লপের দল। পঞ্চম রাউন্ডের টিকেট কাটতে ঘাম ঝরাতে হলেও লিভারপুল ম্যাচে খেলিয়েছে তরুণদের। ইংলিশ প্রিমিয়ার লীগে দুই সপ্তাহের শীতকালীন বিরতিতে দলের সিনিয়র খেলোয়াড়দের বিশ্রামে রাখার সিদ্ধান্ত নিয়েছেন রেডস বস জার্গেন ক্লপ। যে কারণে এই ম্যাচে পুরো সিনিয়র দলসহ স্বয়ং কোচ ক্লপ অনুপস্থিত ছিলেন। আর তাই লিভারপুলের ডাগআউটে ছিলেন অনুর্ধ-২৩ দলের কোচ নেইল ক্রিচলি। বছরের শুরুতে লীগ কাপে এ্যাস্টন ভিলার কাছে কোয়ার্টার ফাইনালে হারের ম্যাচেও লিভারপুলের ডাগআউটে ছিলেন ক্রিচলি। ওই সময় লিভারপুল ক্লাব বিশ্বকাপ খেলতে কাতার সফরে থাকায় পুরো সিনিয়র দলই অনুপস্থিত ছিল। তবে এবার এফএ কাপে না থাকাটা সামনে গুরুত্বপূর্ণ ম্যাচের কথা ভেবে। ১৯ বছর ১০২ দিনের গড় বয়সী খেলোয়াড়দের নিয়ে গড়া দলটি লিভারপুলের ইতিহাসে সবধরনের প্রতিযোগিতায় সবচেয়ে তরুণ। এর মধ্যে ছিলেন সাতজন টিন এজার। সবচেয়ে কম বয়সী খেলোয়াড় হিসেবে খেলেছেন হার্ভে এলিয়ট (১৬) ও সবচেয়ে বেশি বয়সী খেলোয়াড় হিসেবে ছিলেন পেড্রো চিরিভেলা (২২)। মাত্র ১৯ বছর পাঁচদিন বয়সে অধিনায়কের দায়িত্ব পাওয়া লিভারপুলে জন্মগ্রহণকারী কার্টিস জোন্স ক্লাবের সবচেয়ে কনিষ্ঠ অধিনায়ক হিসেবে রেকর্ড গড়েছেন। তরুণ দল নিয়ে খেললেও পুরো ম্যাচে আধিপত্য ছিল লিভারপুলের। তবে শ্রুসবুরি পাল্টা আক্রমণে ভালই চমকে দিয়েছিল স্বাগতিকদের। ম্যাচের ৫৮ মিনিটে তো এগিয়ে গিয়েছিল শ্রুসবুরি। শন হোয়াইলি হেডে চোখ ধাঁধানো গোল করেছিলেন। কিন্তু তাদের দুর্ভাগ্য, ভিএআর প্রযুক্তি অফসাইডের কারণে গোলটি বাতিল করে দেয়। উল্টো ম্যাচের ৭৫ মিনিটে আত্মঘাতী গোল হজম করে দলটি। নিকো উইলিয়ামসের পাস থেকে ওমর উইলিয়ামস পেছন দিকে হেড করে ক্লিয়ার করার চেষ্টা করেছিলেন। কিন্তু শ্রুসবুরি গোলরক্ষক ও’লেরাই একটু এগিয়ে থাকার কারণে বলটি তার মাথার ওপর দিয়ে জালে জড়িয়ে যায়। শেষ পর্যন্ত এই গোলেই জয় নিয়ে মাঠ ছাড়ে লিভারপুল। এখন শেষ ষোলোতে লিভারপুলকে আরও বড় পরীক্ষা দিতে হবে। আগামী ৫ মার্চ লন্ডনের স্টামফোর্ড ব্রিজে তাদের প্রতিপক্ষ চেলসি। আরেক ম্যাচে তৃতীয় সারির দল অক্সফোর্ডের বিরুদ্ধে ৩-২ গোলের নাটকীয় জয়ে ২০০৬ সালের পর প্রথমবারের মতো এফএ কাপের পঞ্চম রাউন্ড নিশ্চিত করেছে নিউক্যাসল ইউনাইটেড। ম্যাচের ১৫ মিনিটে নিউক্যাসলকে এগিয়ে দেন সিন লংস্টাফ। ৩০ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন জোলিনটন। গত বছর জার্মান ক্লাব হোফেনহেইম থেকে বড় অঙ্কের চুক্তিতে নিউক্যাসলে আসার পর এটি তার তৃতীয় গোল। ৮৪ মিনিটে দুর্দান্ত ফ্রিকিকে অক্সফার্ডের হয়ে এক গোল পরিশোধ করেন লিয়াম কেলি। ইনজুরি সময়ের চতুর্থ মিনিটে নাথান হল্যান্ড অবিশ্বাস্যভাবে অক্সফোর্ডকে সমতায় ফেরান। যে কারণে ম্যাচ গড়ায় অতিরিক্ত ৩০ মিনিটে। সেখানে ১১৬ মিনিটে এ্যালান সেইন্ট-ম্যাক্সিমিন গোল করে নিউক্যাসলের জয় নিশ্চিত করেন। নর্দাম্পটনকে ৪-২ গোলে হারিয়ে পঞ্চম রাউন্ড নিশ্চিত করেছে ওয়েন রুনির ডার্বি কাউন্টি। ডার্বির হয়ে পেনাল্টি থেকে চতুর্থ গোলটি করেন সাবেক ইংলিশ ফরোয়ার্ড রুনি। দু’দলের প্রথম ম্যাচ গোলশূন্য ড্র হয়েছিল।
×