ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

সাভারে বাদীর স্ত্রীকে পিটিয়ে পুলিশ সদস্য ক্লোজড

প্রকাশিত: ১১:৩৫, ৬ ফেব্রুয়ারি ২০২০

সাভারে বাদীর স্ত্রীকে পিটিয়ে পুলিশ সদস্য ক্লোজড

সংবাদদাতা, সাভার, ৫ ফেব্রুয়ারি ॥ নাস্তা কিনে না দেয়ায় বাদীর স্ত্রীকে লাঠি দিয়ে আঘাত করার অভিযোগে সাভার মডেল থানার এক পুলিশ কর্মকর্তাকে ক্লোজ করে ঢাকার পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে। বুধবার বিকেলে বিষয়টি নিশ্চিত করেন সাভার মডেল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) সাইফুল ইসলাম। ক্লোজড পুলিশ কর্মকর্তা সাভার মডেল থানার এসআই মোহাম্মদ ফারুক। জানা গেছে, সাভার পৌর এলাকার এক ব্যক্তি তার পনেরো বছরের মেয়ে অপহরণের ঘটনায় ফরিদপুর জেলার নগরকান্দার মিন্টু মাতবরের বিরুদ্ধে আদালতে একটি মামলা দায়ের করেন। রবিবার আদালতের নির্দেশে মামলাটি সাভার মডেল থানায় হস্তান্তর করা হয়। এরপর সোমবার সন্ধ্যায় কিশোরীকে উদ্ধার ও আসামি মিন্টুকে গ্রেফতার করে পুলিশ। পরবর্তীতে মঙ্গলবার সকালে অপহৃত কিশোরীর মা তার জন্য সকালে নাস্তা এনে দেন। এ সময় মামলার তদন্ত কর্মকর্তা এসআই মোহাম্মদ ফারুক আসামি মিন্টুর জন্যও খাবার এনে দিতে বলেন। অপহৃত কিশোরীর মা খাবার আনতে অসম্মতি প্রকাশ করলে থানা ভবনের সামনেই এসআই ফারুক ক্ষেপে গিয়ে ওই নারীকে গালিগালাজ ও এক পর্যায়ে তার পিঠে লাঠি দিয়ে আঘাত করে। বিষয়টি জানাজানি হলে বুধবার তাকে ক্লোজ করে ঢাকার পুলিশ লাইনে সংযুক্ত করা হয়।
×