ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

খুলনায় বিদেশী অস্ত্রসহ সন্ত্রাসী গ্রেফতার

প্রকাশিত: ১১:৩৫, ৬ ফেব্রুয়ারি ২০২০

খুলনায় বিদেশী অস্ত্রসহ সন্ত্রাসী গ্রেফতার

স্টাফ রিপোর্টার, খুলনা অফিস ॥ খুলনা জেলা ডিবি পুলিশের অভিযানে সন্ত্রাসী সেলিম গাজী (৩০) একটি অত্যাধুনিক বিদেশী পিস্তল ও ৫ রাউন্ড গুলিসহ গ্রেফতার হয়েছে। জানা যায়, পুলিশের অফিসার ইনচার্জ তোফায়েল আহমেদের নেতৃত্বে মঙ্গলবার রাতে ফুলতলা থানাধীন নতুনহাট খেয়াঘাটে যাওয়ার রাস্তার প্রবেশ মুখ থেকে অস্ত্রধারী সন্ত্রাসী সেলিম গাজীকে একটি অত্যাধুনিক বিদেশী পিস্তল ও ৫ রাউন্ড গুলিসহ গ্রেফতার করা হয়। সে যশোর জেলার অভয়নগর থানা সিদ্ধিপাশা আমতলার আলম গাজীর ছেলে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে ঘটনাস্থলে অস্ত্র-গুলিসহ অন্য সন্ত্রাসীদের নিয়ে অবস্থানের বিষয়ে চাঞ্চল্যকর তথ্য প্রদান করে। গোলাবারুদসহ ৫ ডাকাত গ্রেফতার অন্যদিকে, র‌্যাব-৬ খুলনার একটি বিশেষ দল বুধবার ভোরে খুলনার কয়রা থানাধীন গোবরা গ্রামের একটি খেজুর বাগানে অভিযান চালিয়ে অস্ত্র, গোলাবারুদসহ ৫ ডাকাতকে গ্রেফতার করেছে। র‌্যাব জানায়, কয়রার গোবরা গ্রামের একটি খেজুর বাগানে অভিযান পরিচালনা করে ওই গ্রামের আব্দুল কাদের সরদার, মোশারফ হোসেন, শহিদুল্লাহ খোকন, আমাজাদ সরদার ও ছায়ফুল্লাহ। এ সময় একটি একনলা বন্দুক, একটি এয়ারগান, ৪টি হাঁসুয়া, ৬টি মোবাইল ফোন, ১০টি সিমকার্ড, ৩টি মেমোরি কার্ড ও ৫৯২ টাকা তাদের কাছ থেকে জব্দ করা হয়।
×