ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

মঠবাড়িয়ায় মাকে কুপিয়ে হত্যা ॥ ঘাতক মেয়ে গ্রেফতার

প্রকাশিত: ১১:৩৪, ৬ ফেব্রুয়ারি ২০২০

মঠবাড়িয়ায় মাকে কুপিয়ে হত্যা ॥ ঘাতক মেয়ে গ্রেফতার

সংবাদদাতা, মঠবাড়িয়া, ৫ ফেব্রুয়ারি ॥ পিরোজপুরের মঠবাড়িয়ায় অবসরপ্রাপ্ত ব্যাংক কর্মকর্তার স্ত্রী ফিরোজা নাসরিন (৫৬) কে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে নির্মমভাবে হত্যা করেছে মেয়ে তামান্না জেবিন রুমা (২৮)। বুধবার সকাল সাড়ে দশটার দিকে পৌরশহরের উত্তর কলেজপাড়া এলাকায় মোনালিসা কুটির ভবনের দোতলার নিজ বাসায় এ ঘটনা ঘটে। এ ঘটনার খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থল থেকে বাসার দরজা ভেঙ্গে বিধবা দুই সন্তানের লাশ উদ্ধার করে। এ সময় পুলিশ ঘাতক মেয়ে তামান্না জেবিন রুমাকে আটক করে। নিহত ফিরোজা নাসরিন অবসরপ্রাপ্ত অগ্রণী ব্যাংক শাখা ব্যবস্থাপক মৃত হেমায়েত উদ্দিনের স্ত্রী। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সাবেক অগ্রণী ব্যাংক মিরুখালী ইউনিয়ন শাখা ব্যবস্থাপক মৃত হেমায়েত উদ্দিনের স্ত্রী ফিরোজা নাসরিন তার দুই সন্তান ছেলে রিয়াজ ও মেয়ে তামান্না জেবিন রুমাকে নিয়ে পৌর শহরের (৬নং ওয়ার্ড) উত্তর কলেজপাড়ায় নিজ বাসায় বসবাস করত। একমাত্র বোন রুমার সঙ্গে ভাই রিয়াজের মনোমালিন্য হওয়ায় সম্প্রতি শহরের মহিলা কলেজ এলাকায় স্ত্রী ও সন্তান নিয়ে ভাড়া বাসায় বসবাস করছিল। নিহতের একমাত্র ছেলে রিয়াজ জানান, গত দুইদিন ধরে তার তালাকপ্রাপ্ত বোন রুমা মানসিক ভারসাম্যহীন হয়ে পড়ে। এজন্য তিনি ভাড়া বাসা ছেড়ে মায়ের কাছে নিজেদের বাসায় চলে আসেন। একপর্যায়ে বুধবার সকালে বোন রুমা মানসিকভাবে অসুস্থ হয়ে পড়লে মা ও বোনকে বাসায় রেখে ডাক্তার নেয়ার জন্য শহরে আসে। ডাক্তার না পেয়ে পরে বাসায় গিয়ে দেখে দরজা বন্ধ। বহু চেষ্টা করে ঘরে ঢুকতে না পেরে রিয়াজ প্রতিবেশীদের সহযোগিতায় ঘরের দরজা ভেঙ্গে পাকের ঘরে মায়ের নিথর দেহ দেখতে পেয়ে থানা পুলিশকে খবর দেয়। রিয়াজ আরও জানান, এ সময় তার বোনকে রক্তাক্ত অবস্থায় দেখতে পায়। মঠবাড়িয়া থানার অফিসার ইনচার্জ মোঃ মাসুদুজ্জামান মিলু জানান, মানসিক ভারসাম্যহীন মেয়ে তার মাকে এলোপাতাড়ি কুপিয়ে হত্যা করেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
×