ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

সড়ক দুর্ঘটনা

পাঁচ শিক্ষার্থীসহ নিহত ১২

প্রকাশিত: ১১:৩৪, ৬ ফেব্রুয়ারি ২০২০

পাঁচ শিক্ষার্থীসহ নিহত ১২

জনকণ্ঠ ডেস্ক ॥ সড়ক দুর্ঘটনায় বুধবার রাজশাহী, ফরিদপুর ও কলাপাড়ায় ৫ শিক্ষার্থী নিহত হয়েছে। এছাড়া শীতাকু-ে তিন ব্যবসায়ী, চাঁদপুর ঠিকাদার, টাঙ্গাইলে পুলিশসহ দুই, পাবনায় শিশুসহ মোট ১২ নিহত হয়েছে। খবর- স্টাফ রিপোর্টার ও নিজস্ব সংবাদদাতাদের পাঠানো- রাজশাহী ॥ গোদাগাড়ীতে মাইক্রোবাসের ধাক্কায় দুই স্কুলছাত্র নিহত হয়েছে। বুধবার সকাল পৌনে ১০টার দিকে উপজেলার গোদাগাড়ী-আমনূরা সড়কের সাধুর মোড়ে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলো, উপজেলার রাতাহারি গ্রামের হামিদুর রহমানের ছেলে সোহাগ আলী (১২) ও আলমগীর হোসেনের ছেলে সুমন আলী (১১)। তারা দুজনেই রাতাহারি ব্র্যাক স্কুলের পঞ্চম শ্রেণীর ছাত্র। দুই বন্ধু একটি বাইসাইকেলে চড়ে স্কুল যাচ্ছিল। গোদাগাড়ী মডেল থানার ওসি খাইরুল ইসলাম জানান, স্কুলে যাওয়ার পথে সাধুর মোড়ে রাস্তা পার হওয়ার সময় একটি মাইক্রোবাস প্রথমে বাইসাইকেলকে ধাক্কা দেয়। এতে সোহাগ ও সুমন রাস্তার ওপর ছিটকে পড়ে। এ সময় ওই মাইক্রোবাসটি না থেমে তাদের চাপা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই দুই তাদের মৃত্যু হয়। ফরিদপুর ॥ ফরিদপুরে ট্রাকের নিচে চাপা পড়ে মোটরসাইকেল আরোহী দুই স্কুলছাত্র নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরেক স্কুল ছাত্র। এ ঘটনার প্রতিবাদে এলাকাবাসী ওই ট্রাকে আগুন ধরিয়ে দিয়েছে। তবে ট্রাকচালক পালিয়ে গেছে। বুধবার বিকেল সাড়ে ৪টার দিকে ফরিদপুর সদরের কৈজুরি ইউনিয়নের বনগ্রাম-সমেশপুর সড়কে বনগ্রাম উচ্চ বিদ্যালয়ের নিকট এ দুর্ঘটনা ঘটে। নিহত ওই দুই স্কুলছাত্র হলো বনগ্রাম উচ্চ বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণীর ছাত্র কৈজুরি ইউনিয়নের সমেশপুর গ্রামের ফারুখ শেখের ছেলে বাবু মোল্লা (১২) ও একই গ্রামের মৃত আব্দুল সরদারের ছেলে সপ্তম শ্রেণীর ছাত্র আসিফ হোসেন (১৩)। আসিফ এক ভাই ও এক বোনের মধ্যে বড়। বাবু দুই ভাই ও এক বোনের মধ্যে ছোট। এ ঘটনায় আহত হয়েছে ওই মোটরসাইকেলের আরেক আরোহী সমেশপুরের আজিজুল মোল্লার ছেলে ইয়ামিন মোল্লা (১২)। ইয়ামিন ওই স্কুলের ষষ্ঠ শ্রেণীর ছাত্র। বনগ্রাম উচ্চ বিদ্যালয়ের শরীরচর্চা বিষয়ক শিক্ষক হুমায়ূন কবীর বলেন, বিদ্যালয় ছুটি হলে আসিফ ও অপর দুইজন একটি মোটরসাইকেলে করে বাড়ি ফিরছিল। বিদ্যালয় থেকে আনুমানিক এক মিটার দূরে তারা পৌঁছলে সামনের দিক থেকে মুন্সী বাজারগামী একটি ট্রাক তাদের মোটরসাইকেলটিকে চাপা দিলে এ দুর্ঘটনা ঘটে। এর ফলে আসিফ ও বাবু ঘটনাস্থলেই নিহত হয়। ইয়ামিন সামান্য আহত হয়। সড়ক দুর্ঘটনায় দুই ছাত্রের নিহত হওয়ার ঘটনায় এলাকাবাসী ও ওই বিদ্যালয়ের শিক্ষার্থীরা বিক্ষুব্ধ হয়ে উঠে। এক পর্যায়ে তারা ট্রাকে আগুন ধরিয়ে দেয়। পরে ফরিদপুর থেকে দমকল বাহিনীর একটি দল ঘটনাস্থলে গিয়ে আগুন নেভায়। কলাপাড়া ॥ কলাপাড়া-কুয়াকাটা মহাসড়কের মোস্তফাপুর নামক স্থানে বিআরটিসি বাসের ধাক্কায় যাত্রী বোঝাই মাহেন্দ্র উল্টো ঘটনাস্থলেই রাখাইন শিশু শিক্ষার্থী ইশো নিহত হয়েছে। আহত হয়েছে নিহত শিশুর মা মেরি রাখাইন ও ফুফু মাইয়ে রাখাইন। দুর্ঘটনাটি ঘটেছে বুধবার সকাল পৌনে আটটায়। পুলিশ বাসটি আটক করেছে। চালক, হেল্পার পলাতক রয়েছে। প্রত্যক্ষদর্শীরা জানান, বাসটি কুয়াকাটা থেকে ছেড়ে বরিশালের উদ্দেশে যাত্রা করে। পথিমধ্যে যাত্রীবাহী মাহেন্দ্রকে ওভারটেক করতে গিয়ে ধাক্কা দেয়। এতে উল্টে যায় মাহেন্দ্র। আহতদের দ্রুত কলাপাড়া হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শাকুরুজ্জামান ইশোকে মৃত ঘোষণা করেন। সীতাকু- ॥ চট্টগ্রামের সীতাকু-ে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল তিন ব্যবসায়ীর। বুধবার ভোরে উপজেলার বাঁশবাড়িয় ইউনিয়নের ঝাঁড়পুকুর পাড় এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন চট্টগ্রামের চন্দনাইশ থানার পশ্চিম এলাকার ২ নং ওয়ার্ডের মৃত রমজান আলীর পুত্র নুরুল আমিন (৫৫), ভোলা সদর থানার উত্তর দীঘলদি এলাকার মৃত গহর আলী সর্দারের পুত্র ফজলু (৬০) ও একই থানার একই এলাকার মৃত শামসুল শিকদারের পুত্র হান্নান (৪২)। জানা গেছে, বুধবার ভোরে চট্টগ্রাম থেকে তিন ব্যবসায়ী কাঁচামরিচ নিয়ে একটি পিকাপ বোঝাই করে ঢাকার উদ্দেশে রওনা হন। ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বাঁশবাড়িয়া ইউনিয়নের ঝাঁড়পুকুর এলাকায় অতিক্রমকালে তাদের পিকাপটি নষ্ট হয়ে যায়। পরে তারা পিকাপ থেকে কাঁচামরিচের বস্তাগুলো নামানোর সময় একইমুখী পাথর বোঝাই একটি ট্রাক তিন ব্যবসায়ীকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তিনজন নিহত হন। চাঁদপুর ॥ চাঁদপুর সদর উপজেলার চান্দ্রা বাজার এলাকায় বালুবাহী পিকআপ-সিএনজি চালিত অটোরিক্সায় মুখোমুখি সংঘর্ষে নুর মোহাম্মদ বেপারী (৭৫) নামে ঠিকাদার নিহত হয়েছেন। একই ঘটনায় সিএনজি চালকসহ আরও ৪ যাত্রী গুরুতর আহত হয়েছেন। বুধবার সকাল ১০টার দিকে হরিণা-চান্দ্রা সড়কের খাসের বাড়ি নামক স্থানে এই দুর্ঘটনা ঘটে। আহতরা হলেন হাইমচর উপজেলার আলগী দক্ষিণ ইউনিয়নের চরভাঙ্গা গ্রামের নিহত নুর মোহাম্মদের স্ত্রী ফিরোজা বেগম, ছেলে আলমগীর হোসেনের স্ত্রী আমেনা বেগম, নাতি জাহেদ হাসান ও একই উপজেলার কমলাপুর গ্রামের সিএনজি চালক সিরাজ সৈয়াল। স্থানীয় ইউপি চেয়ারম্যান খানজাহান আলী কালু পাটওয়ারী বলেন, সিএনজিচালিত অটোরিক্সা হাইমচর থেকে ছেড়ে চাঁদপুরের দিকে রওনা হয় এবং বালুবাহী পিক-আপ ভ্যনাটি হরিণা ঘাট থেকে বালু ভর্তি করে চান্দ্রার দিকে যাচ্ছিল। ঘটনাস্থলে আসলে পিকআপ-ভ্যানের একটি চাকা পাঞ্চার হলে নিয়ন্ত্রণ হারিয়ে সিএনজির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। পরে স্থানীয়রা উদ্ধার করে আহতদের চাঁদপুর সরকারী জেনারেল হাসপালে নিয়ে আসে। টাঙ্গাইল ॥ টাঙ্গাইল শহর ও বাসাইলে আলাদা সড়ক দুর্ঘটনায় পুলিশ কনস্টেবল ও স্কুলশিক্ষক নিহত হয়েছেন। জানা যায়, টাঙ্গাইল শহরে বাসচাপায় আরমান রায়হান (২৪) নামে এক পুলিশ কনস্টেবল নিহত হয়েছেন। বুধবার সকাল সাড়ে ৮টার দিকে শহরের গণপূর্ত কার্যালয়ের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত পুলিশ সদস্য টাঙ্গাইল পুলিশ লাইন্সে কর্মরত ছিলেন। তিনি নরসিংদীর মনোহরদী উপজেলার নারান্দি গ্র্রামের মৃত মজিবর রহমানের ছেলে। টাঙ্গাইল সদর থানার অফিসার ইনচার্জ মীর মোশারফ হোসেন জানান, বুধবার সকাল সাড়ে ৮টার দিকে কনস্টেবল আরমান রায়হান (২৩) মোটরসাইকেলযোগে শহরের কুমুদিনী কলেজ মোড় থেকে নতুন বাসস্ট্যান্ডের দিকে যাওয়ার সময় করটিয়ার সরকারী সাদত কলেজের শিক্ষার্থীদের যাতায়াতের একটি বাস শহরের গণপূর্ত ভবনের সামনে পুলিশ সদস্যের মোটরসাইকেলকে চাপা দেয়। পরে স্থানীয়রা তাকে আহত অবস্থায় উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এদিকে, টাঙ্গাইলের বাসাইলে সড়ক দুর্ঘটনায় আব্দুল লতিফ ওরফে লাল মিয়া মাস্টার (৫৪) নামের এক স্কুলশিক্ষক নিহত হয়েছেন। মঙ্গলবার রাতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের করাতিপাড়া বাইপাস এলাকায় এ ঘটনা ঘটেছে। নিহত আব্দুল লতিফ উপজেলার হাবলা ইউনিয়নের করাতিপাড়া এলাকার বাচ্চু মিয়ার ছেলে। তিনি লৌহজং উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক ও লৌহজং সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি। পাবনা ॥ নানার বাড়িতে বেড়াতে এসে ব্যাটারিচালিত অটোরিক্সার ধাক্কায় সাইফা খাতুন (৫) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। বুধবার দুপুর সাড়ে বারোটায় উপজেলার ভাঙ্গুড়া ইউনিয়নের কলকতি গ্রামের ভাঙ্গুড়া-অষ্টমনিষার সড়কে এ দুর্ঘটনা ঘটেছে। নিহত সাইফা খাতুন উপজেলার দিলপাশার ইউনিয়নের মাগুড়া গ্রামের আবু সাঈদ প্রামাণিকের মেয়ে। নিহতের পারিবারিক সূত্র জানায়, নিহত সাইফা খাতুন কলকতি গ্রামে নানার বাড়িতে বেড়াতে কয়েক দিন আগে বেড়াতে আসে। ঘটনার সময় তার মামা সাইদুল ইসলাম ও নানির সঙ্গে বেড়াতে যাচ্ছিল। সাইফা খাতুন দৌড়ে রাস্তা পার হওয়ার সময় দ্রুতগামী ব্যাটারিচালিত অটোরিক্সা তাকে ধাক্কা দিলে সে ছিটকে পড়ে মাথায় আঘাতপ্রাপ্ত হয়। স্বজনরা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
×