ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

গাইবান্ধায় ট্রেনে কাটা পড়ে মুক্তিযোদ্ধা নিহত

প্রকাশিত: ১১:৩৩, ৬ ফেব্রুয়ারি ২০২০

গাইবান্ধায় ট্রেনে কাটা পড়ে মুক্তিযোদ্ধা নিহত

নিজস্ব সংবাদদাতা, ৫ ফেব্রুয়ারি, গাইবান্ধা ॥ গাইবান্ধায় ট্রেনের নিচে কাটা পড়ে আব্দুল কুদ্দুছ মিয়া (৮৩) নামে এক মুক্তিযোদ্ধার মৃত্যু হয়েছে। মঙ্গলবার সন্ধ্যা সাড়ে সাতটায় গাইবান্ধা রেল স্টেশনের দক্ষিণ আউটার সিগন্যালের কাছে কবরস্থান সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। মুক্তিযোদ্ধা আব্দুল কুদ্দুছ ফুলছড়ি উপজেলার কঞ্চিপাড়া ইউনিয়নের চন্দিয়া গ্রামের বাসিন্দা ছিলেন। গাইবান্ধা রেলওয়ে স্টেশন মাস্টার আবুল কাশেম জানান, সান্তাহার থেকে ছেড়ে আসা লালমনিরহাটগামী ১৯ আপ মেইল ট্রেনের নিচে কাটা পড়া অবস্থায় ওই মুক্তিযোদ্ধার লাশ পাওয়া যায়। কিশোরগঞ্জে যুবক নিজস্ব সংবাদদাতা কিশোরগঞ্জ থেকে জানান, জেলার কুলিয়ারচরে ট্রেনে কাটা পড়ে সোহাগ খান (২৮) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। তিনি উপজেলার উত্তর মাইজগাঁও গ্রামের আকবর খানের ছেলে। বুধবার সকালে ছয়সুতি রেলস্টেশন এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করেছে রেলওয়ে পুলিশ। জানা গেছে, কিশোরগঞ্জ থেকে ঢাকাগামী আন্তঃনগর এগারসিন্ধুর ট্রেনের নিচে কাটা পড়েন সোহাগ খান।
×