ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

বাউফলে অল্পের জন্য রক্ষা পেল ১৪ শিক্ষার্থী

প্রকাশিত: ১১:৩৩, ৬ ফেব্রুয়ারি ২০২০

বাউফলে অল্পের জন্য রক্ষা পেল ১৪ শিক্ষার্থী

নিজস্ব সংবাদদাতা, বাউফল, ৫ ফেব্রুয়ারি ॥ অল্পের জন্য প্রাণে রক্ষা পেয়েছেন দক্ষিণ বিলবিলাস সরকারী প্রাইমারি স্কুলের তৃতীয় শ্রেণীর ১৪ শিক্ষার্থী। লেইজারের (হাফ এ্যান্ড আওয়ার) ঘণ্টা বাজার সঙ্গে সঙ্গে ওই সব শিক্ষার্থীরা শ্রেণী কক্ষ থেকে বেড় হয়ে যাওয়ার পরপরই ছাদের একাংশ ধসে পড়ে। বুধবার দুপুরে এ ঘটনা ঘটেছে। প্রধান শিক্ষক নাজমা আহসান জানান, ১৯৯১ সালে একতলা ভবনটি নির্মাণ করা হয়। শ্রেণী কক্ষ রয়েছে মোট তিনটি। শিক্ষার্থীর সংখ্যা ১শ’২০ জন। বর্তমানে ভবনটি জরাজীর্ণ হয়ে পরেছে। ভিম ও দেয়ালে ফাটল ধরেছে। ছাদের প্লাস্টার খসে গিয়ে রড বেড়িয়ে গেছে। ফ্লোর দেবে গেছে। বিকল্প কোন ব্যবস্থা না থাকায় ঝুঁকিপূর্ণ ওই ভবনেই শিক্ষার্থীদের পাঠদান করানো হতো। প্রধান শিক্ষকের আলাদা কোন অফিস রুম না থাকায় একটি শ্রেণী কক্ষের মধ্যে এক পাশে তিনিসহ অন্যান্য শিক্ষকরা বসতেন। ঘটনার দিন স্কুলের তিন নম্বর কক্ষে তৃতীয় শ্রেণীর ক্লাস চলছিল। ওই সময় কক্ষে ১৪ শিক্ষার্থী উপস্থিত ছিল। দুপুর সোয়া ১টার দিকে লেইজারের ঘণ্টা বাজার পর শিক্ষার্থীরা শ্রেণী কক্ষ থেকে বেড় হয়ে যাওয়ার পরপরই বিকট শব্দে ছাদের একাংশ ধসে পরে। অল্পের জন্য প্রাণে রক্ষা পান ওইসব শিক্ষার্থীরা।
×