ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

দৌলতপুরে বালি উত্তোলন ॥ হুমকির মুখে বাঁধ

প্রকাশিত: ১১:৩২, ৬ ফেব্রুয়ারি ২০২০

দৌলতপুরে বালি উত্তোলন ॥ হুমকির মুখে বাঁধ

নিজস্ব সংবাদদাতা, দৌলতপুর, কুষ্টিয়া, ৫ ফেব্রুয়ারি ॥ কুষ্টিয়ার দৌলতপুরে প্রশাসনের নির্দেশ অমান্য করে পদ্মা নদী থেকে অবৈধভাবে বালি উত্তোলন অব্যাহত রেখেছে একটি প্রভাবশালী মহল। উপজেলার মরিচা ইউনিয়নের ৫টি স্থানে পদ্মা নদী থেকে প্রতিদিন শত শত ট্রলি বালি উত্তোলন করা হচ্ছে। এরফলে বন্যার সময় হুমকির মুখে পড়বে রায়টা-মহিষকু-ি বন্যা নিয়ন্ত্রণ বাঁধ। সেই সঙ্গে ধস নামতে পারে ফিলিপনগর-ইসলামপুর ব্লক দিয়ে নির্মিত স্থায়ী বাঁধে। এলাকাবাসী জানিয়েছে, বৈরাগীরচর রিফুজিপাড়ার হাম্বার খা, বৈরাগীরচর পূর্বপাড়ার কয়েক প্রভাবশালী বৈরাগীরচরের আবু বক্কর হাজীর বাড়ির নিচে, বৈরাগীরচর বাজার সংলগ্ন ও ভাদুশাহ্র মাজার সংলগ্ন পদ্মা নদী থেকে প্রতিদিন শত শত ট্রলি বালি অবৈধভাবে উত্তোলন করে থাকে। বালি উত্তোলনের বিষয়ে প্রশাসনকে অবহিত করা হলে দৌলতপুর উপজেলা প্রশাসন পদ্মা নদী থেকে অবৈধভাবে বালি উত্তোলনকারীদের নিষেধ ও সতর্ক করেন। প্রশাসনের নিষেধ অমান্য করে ওই প্রভাবশালী মহল পদ্মা নদী থেকে অবৈধভাবে বালি উত্তোলন অব্যাহত রেখেছে। ট্রলি প্রতি ২০০ টাকা চাঁদা নিয়ে ওই প্রভাবশালী মহল প্রতিদিন শত শত ট্রলি বালি উত্তোলন করে থাকে। প্রতি মাসে কমপক্ষে অর্ধকোটি টাকা ট্রলি প্রতি চাঁদা আদায় করে ওই প্রভাবশালী মহল। কেউ মুখ খুললেই তাদের বিরুদ্ধে নেমে আসে খড়গ ও দেয়া হয় হুমকি। কুষ্টিয়ায় অস্ত্র মামলায় দুই যুবকের যাবজ্জীবন নিজস্ব সংবাদদাতা, কুষ্টিয়া, ৫ ফেব্রুয়ারি ॥ কুষ্টিয়ায় অস্ত্র মামলায় দুই যুবকের যাবজ্জীবন কারাদ- দিয়েছেন আদলাত। বুধবার বেলা সাড়ে ১১টার দিকে কুষ্টিয়া জেলা ও দায়রা জজ আদালতের বিচারক অরূপ কুমার গোস্বামী আসামিদের উপস্থিতিতে এই রায় ঘোষণা করেন। দ-প্রাপ্তরা হলো, কুষ্টিয়া সদর উপজেলার শিবপুর গ্রামের বাবলু হোসেনের ছেলে শিপন (২৮) এবং মৃতঃ ইদ্রিস আলীর ছেলে রফিকুল আলম ওরফে বাদশা (৪০)। উল্লেখ্য, ২০১৭ সালের ৭ অক্টোবর রাত সাড়ে ১১টার দিকে একটি হত্যা মামলায় জড়িত সন্দেহে আসামি শিপন ও রফিকুল আলমকে গ্রেফতার করা হয়। পরে তাদের জিজ্ঞাসাবাদ ও স্বীকারোক্তি মোতাবেক ইসলামি বিশ্ববিদ্যালয় থানার শিবপুর সরকারী প্রাথমিক বিদ্যালয় চত্বর থেকে মাটির নিচে পুঁতে রাখা একটি বিদেশী পিস্তল ও চার রাউন্ড গুলি ভর্তি ম্যাগাজিন উদ্ধার করে র‌্যাব-১২।
×