ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

চোরাচালান কমাতে সীমান্তের পরিত্যক্ত বিওপিতে বঙ্গবন্ধু শিক্ষা নিকেতন

প্রকাশিত: ১১:০৯, ৬ ফেব্রুয়ারি ২০২০

চোরাচালান কমাতে সীমান্তের পরিত্যক্ত বিওপিতে বঙ্গবন্ধু শিক্ষা নিকেতন

স্টাফ রিপোর্টার ॥ বঙ্গবন্ধুর প্রতি ভালবাসা থেকে এবং সীমান্তের দরিদ্র মানুষদের স্বাবলম্বী করে চোরাচালান কমাতে সীমান্ত এলাকার পরিত্যক্ত ও পুরনো বিওপিতে ‘বঙ্গবন্ধু শিক্ষা নিকেতন’ গড়ে তোলা হচ্ছে। প্রাথমিকভাবে চারটি বিওপি যাচাই-বাছাই করে স্কুলের জন্য গড়ে তোলা হচ্ছে। ২০২১ সাল থেকে এসব প্রতিষ্ঠানে শিক্ষা কার্যক্রম শুরু হবে। বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা জানিয়ে এসব স্কুলের নাম দেয়া হয়েছে ‘বঙ্গবন্ধু শিক্ষা নিকেতন’। বুধবার বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদর দফতরে বাহিনীর পরিচালক (পরিকল্পনা) লে. ক. সৈয়দ আশিকুর রহমান সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ তথ্য জানান। তিনি আরও জানান, বিজিবির পুরনো কিছু এলাকার বিওপিগুলো সীমান্ত থেকে একটু ভেতরের দিকে। দেশ উন্নত হওয়ায় এখন বাজারঘাট ও স্থাপনা হচ্ছে সীমান্ত কেন্দ্রিক। বিওপিগুলো ভেতরে হওয়ায় বিজিবির কার্যক্রম চালাতে কিছুটা সমস্যা হচ্ছে। এজন্য বিওপিগুলো সীমান্তের কাছাকাছি নিয়ে আসা হচ্ছে। সরকার ইতোমধ্যেই তার অনুমোদন দিয়েছে। সারাদেশে বিজিবির ১২৬টি বিওপি আছে। তিনি আরও জানান, ইতোমধ্যে বেশ কিছু বিওপি পরিত্যক্ত হিসেবে চিহ্নিত করা হয়েছে। এসব বিওপিতে স্কুল করা হবে। সীমান্তবর্তী এসব এলাকায় শিক্ষাপ্রতিষ্ঠান নেই।
×