ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

শিক্ষক বিশ্বজিতের দুটি কিডনিই নষ্ট, প্রতিস্থাপনে সহায়তা দিন

প্রকাশিত: ১১:০৮, ৬ ফেব্রুয়ারি ২০২০

শিক্ষক বিশ্বজিতের দুটি কিডনিই নষ্ট, প্রতিস্থাপনে সহায়তা দিন

রাজবাড়ীর পাংশা উপজেলার বাবুপাড়া ইউপির তামুলী দুর্গাপুর গ্রামের অসচ্ছল পরিবারের সন্তান বিশ্বজিৎ দাসের (৩০) দুটি কিডনিই নষ্ট হয়েছে। জীবন, মৃত্যুর সন্ধিক্ষণে কিডনি প্রতিস্থাপনে আর্থিক সহায়তা চেয়ে দ্বারে দ্বারে ঘুরছেন সমাজে আলো ছড়ানোর কারিগর শিক্ষক বিশ্বজিৎ দাস। বিশ্বজিৎ দাস পাংশার ঐতিহ্যবাহী এয়াকুব আলী চৌধুরী বিদ্যাপীঠের সহকারী শিক্ষক। ৪ বছর আগে তার কিডনি রোগ ধরা পড়ে। শিক্ষা প্রতিষ্ঠান, ছাত্র-ছাত্রী ও শুভাকাক্সক্ষীদের সহায়তায় দেশে-বিদেশে চিকিৎসা নিলেও তিনি সুস্থ হননি। সর্বশেষ ভারতের কলকাতা মুকুন্দপুর আরএন টেগোর হাসপাতালে কিডনি বিশেষজ্ঞ ডাঃ প্রতীক দাস বিশ্বজিৎ দাসের কিডনি প্রতিস্থাপনের পরামর্শ দিয়েছেন। সেখানে তার কিডনি প্রতিস্থাপনে ১৫ লক্ষাধিক টাকা লাগবে। বিশ্বজিতের পক্ষে এত টাকা জোগাড় করা খুবই কঠিন। গত বছর তার পিতা মারা গেছেন। দুই ভাই-বোনের মধ্যে তিনি বড়। সংসারে আয় রোজগারের অন্য কেউ নেই। এ অবস্থায় অসহায় বিশ্বজিৎ দাস জীবন বাঁচাতে সমাজের দানশীল বিত্তবানদের আর্থিক সহযোগিতা কামনা করেছেন। আর্থিক সহযোগিতার জন্য যোগাযোগ করুন- মোবাইল নং- ০১৭১৪-৩২২৭১৭ এবং ০১৭১৫-২৯০৮৫২। সাহায্য পাঠাবার ঠিকানা : বিশ্বজিৎ কুমার দাস সঞ্চয়ী হিসাব নং-০২০০০০৩৫৮৮৯৮১, অগ্রণী ব্যাংক লিমিটেড, পাংশা শাখা পাংশা, রাজবাড়ী। ঘোষণা ॥ দৈনিক জনকণ্ঠ মানুষ মানুষের জন্য বিভাগে খবর প্রকাশের মাধ্যমে সহৃদয় ব্যক্তিদের সঙ্গে যোগাযোগ ঘটিয়ে দিয়ে থাকে। সাহায্য সরাসরি সাহায্যপ্রার্থীর ব্যাংক এ্যাকাউন্টে জমা দিতে হবে অথবা নগদ দিতে সাহায্যপ্রার্থীর দেয়া মোবাইল ফোনে যোগাযোগ করতে হবে। দৈনিক জনকণ্ঠ এ বিষয়ে কোন দায়ভার গ্রহণ করবে না। -বিজ্ঞপ্তি।
×