ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

উষ্ণ জলস্রোতেও গলছে

প্রকাশিত: ১১:০৭, ৬ ফেব্রুয়ারি ২০২০

উষ্ণ জলস্রোতেও গলছে

বিজ্ঞানীরা আগেই জেনেছেন, বায়ুস্তরের উষ্ণতা বৃদ্ধির জন্য গ্রীনল্যান্ডের হিমবাহের বরফখ- গলছে। এবার সেই তালিকায় যুক্ত হয়েছে সামুদ্রিক জলস্র্রোত। গবেষকদের দাবি, বিশালাকার বরফের নিচ দিয়ে যে উষ্ণ সামুদ্রিক জলস্র্রোত বয়ে চলেছে, তার জন্যও হিমবাহের তলদেশের বরফ গলতে শুরু করেছে। অর্থাৎ ওপর থেকে বরফ গলে যাওয়ার জন্য দায়ী বায়ুস্তর। তবে নিচের দিক থেকে গলছে উষ্ণ জলস্র্রোতের কারণে। সেজন্য বিজ্ঞানীরা গ্রীনল্যান্ডের ‘৭৯ ডিগ্রী নর্থ গ্লেসিয়ারের’ ওপর পর্যবেক্ষণ চালিয়েছেন। ওই হিমবাহের একটি ‘আইস টাংয়ের’ ওপর গবেষণা চালিয়েছেন তারা। আইস টাং হলো ভাসমান বরফের খ-। তার অন্যতম বৈশিষ্ট্য হলো, জলের ওপর ভেসে বেড়ালেও মূল বরফখণ্ড থেকে সেটি বিচ্ছিন্ন নয় বরং যুক্ত। গবেষণায় যে আইস টাং নিয়ে কাজ করেছিলেন গবেষকরা, সেটির দৈর্ঘ্য ছিল ৫০ মাইল। সেখান থেকেই দেখা যায় উষ্ণ জলস্র্রোতের ধারাকে। তাদের দাবি, আটলান্টিক মহাসাগর থেকে একটি উষ্ণ জলস্র্রোত সরাসরি আইস টাংটির দিকে বয়ে যায়। -নেচার জিওসায়েন্স
×