ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

ভুয়া ট্রাফিক জ্যাম

প্রকাশিত: ১০:৩২, ৬ ফেব্রুয়ারি ২০২০

ভুয়া ট্রাফিক জ্যাম

গুগলের মানচিত্র সেবাটি যে কোন বড় শহরের গাড়ি চালানো ও ট্রাফিক পরিস্থিতি সম্পর্কে বিশদ ধারণা গুরুত্বপূর্ণ। তবে এই গুগল ম্যাপ একটি হাস্যকর হ্যাকের মাধ্যমেও প্রতারিত হয়েছে। ঘটনাটি ঘটেছে জার্মানির বার্লিনে। দেখা গেছে, এক ব্যক্তি বার্লিনে গুগল অফিসের ঠিক বাইরের সড়কে একটি হাতে টানা গাড়িতে ৯৯টি স্মার্টফোন টানছেন। ৯৯টি স্মার্টফোন নিয়ে হাতে টানা ছোট্ট গাড়িটির গতিহীনতার ফলে গুগল ম্যাপের ধারণা হয় অনেক যানবাহন এসে পড়েছে। -ডয়েচে ভেলে ২০৩৫ সালের মধ্যে ২০৩৫ সালের মধ্যে ব্রিটেনে পেট্রোল ও ডিজেলচালিত যানবাহন বিক্রি বন্ধ হচ্ছে। মঙ্গলবার পূর্ব নির্ধারিত সময়সীমার চেয়ে পাঁচ বছর এগিয়ে এনে এ ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী বরিস জনসন। চলতি বছর নবেম্বরে গ্লাসগোতে জাতিসংঘ জলবায়ু সম্মেলন কপ-২৬ অনুষ্ঠিত হবে। ব্রিটেন ২০৫০ সালের মধ্যে কার্বন নির্গমন শূন্যতে নামিয়ে আনার ঘোষণা ইতিপূর্বেই দিয়েছে। তবে এই লক্ষ্য আসলেই অর্জিত হবে কিনা তা নিয়ে জলবায়ু কর্মীদের সংশয় আছে। -এপি
×