ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

চীনের সঙ্গে সম্পর্ক আগের চেয়ে ভাল হয়েছে ॥ ট্রাম্প

প্রকাশিত: ১০:৩২, ৬ ফেব্রুয়ারি ২০২০

চীনের সঙ্গে সম্পর্ক আগের চেয়ে ভাল হয়েছে ॥ ট্রাম্প

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, চীনের সঙ্গে আমাদের সম্পর্ক এখন সবচেয়ে ভাল অবস্থায়। অতীতের যে কোন সময়ের চেয়ে চীন এবং যুক্তরাষ্ট্রের মধ্যকার সম্পর্ক অনেক বেশি ভাল হয়েছে। দীর্ঘদিন ধরেই যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যে বাণিজ্য যুদ্ধ চলেছে। সাম্প্রতিক সময়ে দু’দেশের মধ্যকার এই বৈরী সম্পর্কের অবসান ঘটেছে। এমনকি দু’দেশ বাণিজ্য চুক্তির মাধ্যমে স্বাভাবিক সম্পর্কে ফিরে গেছে। নিজের ভাষণে সে কথাই স্পষ্ট করলেন প্রেসিডেন্ট ট্রাম্প। ট্রাম্প মঙ্গলবার স্টেট অব ইউনিয়নের ভাষণে আরও বলেন, আমেরিকানরা আবারও স্বপ্ন দেখতে শুরু করেছেন। তাদের স্বপ্ন অতীতের তুলনায় আরও বড় হয়েছে। ওই ভাষণে ট্রাম্প ‘গ্রেট আমেরিকান কামব্যাক’-এর ওপর জোর দিয়েছেন। -বিবিসি মেক্সিকোয় হামলায় নিহত ৯ মেক্সিকোর মিচোয়াকান রাজ্যের একটি বিনোদন কেন্দ্রে বন্দুকধারীদের গুলিতে ৯ জন নিহত হয়েছে। এতে আহত হয়েছে আরও ২ জন। মঙ্গলবার শহরের ওই বিনোদন কেন্দ্রে ৪ জন সশস্ত্র ব্যক্তি হঠাৎ গুলি চালায়। -বিবিসি
×